![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যিকারের সুখীমানুষের সাথে আমার একটাই পার্থক্য, সুখীমানুষের গায়ের জামা ছিলো না, আমার আছে।
একই গান। অথচ গায়কের কারনে অর্থ দাঁড়াইলো দুইটা।
গানটা হইলো - নিঠুর কালিয়া সোনা'রে গত নিশি কোথায় ছিলে।
-০-
https://www.youtube.com/watch?v=mZWd85c-pgQ
চমক হাসানের গাওয়া গানটায় দুঃখে ভরা। যার অর্থ দাঁড়ায়, সারা রাত রাধা জেগে আছে। পাশে হয়ত স্বামী আয়ান আছে ঠিকই। তবু তার মন পড়ে ছিলো কৃষ্ণ'র জন্য। অথচ কৃষ্ণ লিলা করে বেড়িয়েছে সারা রাত অন্য কারো সাথে। তাই বিরহীনি রাধা'র এই কষ্ট - নিঠুর কালিয়া সোনা'রে গত নিশি কোথায় ছিলে।
-০-
https://www.youtube.com/watch?v=5q98hUfIj7I
রাজিব এর এই গানটা শুনে মনে হইলো, রাধা'র মনে আনন্দ আর আনন্দ। রাধা'র দেবর হয়ত কারো সাথে রাত কাটায়ে আসছে। দেবরজি বাসায় ছিলো না, সারা রাত ফুর্তি করছে। তাই ভাবি আনন্দ নিয়া, চোখ টিপা দেবরকে বলতেছে, গত নিশি কোথায় ছিলে। অবশ্য রাধা'র যদি কোন দেবর থেকে থাকে তো...
-০-
অর্থ না বুঝে কেন গান গায় লোকজন!!!
©somewhere in net ltd.
১|
১২ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:০৫
গোধুলী রঙ বলেছেন: রাজিবগো কাছে গান হইয়া যায় (কু)সুর বাধানো কবিতা।