নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুখীমানুষ

সুখী মানুষ

সত্যিকারের সুখীমানুষের সাথে আমার একটাই পার্থক্য, সুখীমানুষের গায়ের জামা ছিলো না, আমার আছে।

সুখী মানুষ › বিস্তারিত পোস্টঃ

প্রেস

০৩ রা মে, ২০১৬ বিকাল ৪:৫৬

- ক্ষমতায় থাকলে: প্রেস যদি ইশারা মত না চলে, বন্ধ করে দাও। এদের বাড়াবাড়ির কারনে ক্ষমতার স্বাদ নেওয়া যাচ্ছে না।
- ক্ষমতায় না থাকলে: আয় হায় দেশটা ধংস করে দিলো সরকার। এরপরেও প্রেস চুপ কেন? সরকার সব মিডিয়া কিনে ফেলছে।
- জণগণ: মিডিয়া বলতে কিচ্ছু নাই, সব হইলো হলুদ মিডিয়া। আমাদের কথা কেউ বলে না।
- প্রেস: এতটুকু যে বলতে পারি, তাতেই ভয়ে থাকি।

প্রেসের দরকারটা কী তাইলে!
দরকারটা হইলো, অন্যায় নিজে করলেও অন্যের অন্যায় আমরা মেনে নেই না। সমষ্ঠিগতভাবে প্রতিবাদ করে বসি। প্রেস ঘটনাগুলা শুধু তুলে ধরে। অপরাধীরা তাই প্রতিবাদের ভয়ে বেশী কিছু করতে পারে না। ( পড়তে হবে, আগে পারতো না)।

Happy international PRESS freedom day
(সব জায়গায় PRESS লেখা দেখলেই চাপ দিয়ে বসবেন না। অনেকে কিন্তু প্রেস লেখা BADGEও লাগান।)

মন্তব্য ৭ টি রেটিং +২/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০৩ রা মে, ২০১৬ বিকাল ৫:০৫

হুকুম আলী বলেছেন: প্রেসের দরকারটা কী তাইলে!
দরকারটা হইলো, অন্যায় নিজে করলেও অন্যের অন্যায় আমরা মেনে নেই না। সমষ্ঠিগতভাবে প্রতিবাদ করে বসি। প্রেস ঘটনাগুলা শুধু তুলে ধরে। অপরাধীরা তাই প্রতিবাদের ভয়ে বেশী কিছু করতে পারে না।


সুন্দর সাহসী কথা বলেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ

২| ০৩ রা মে, ২০১৬ বিকাল ৫:১০

আশরাফুল ইসলাম রাসেল বলেছেন: প্রেসগুলো ফ্রেশ থাকুক। রামরাজত্বে প্রেস কেন? দৈত্যরা ঢোল পিঠিয়ে জানিয়ে দেবে।

৩| ০৩ রা মে, ২০১৬ রাত ৮:৩৫

ঢাকাবাসী বলেছেন: সরকার বলসে উন্নয়নের জন্য প্রেস দরকার নাই। খামাখা জ্বালায়!

৪| ০৩ রা মে, ২০১৬ রাত ৮:৫৩

প্রামানিক বলেছেন: সুন্দর একটি বিষয় তুলে ধরেছেন। এখনকার প্রেসগুলো সঠিক কথা বলে না।

০৪ ঠা মে, ২০১৬ সকাল ১১:৫১

সুখী মানুষ বলেছেন: প্রামানিক ভাই, আপনি এত কাছের মানুষ হয়ে আমার উপর রাগ করে আছেন? :(

৫| ০৪ ঠা মে, ২০১৬ ভোর ৫:৫৮

ডঃ এম এ আলী বলেছেন: ঘুমানোর জন্য যাওয়ার আগে ভাবলাম সুখী মানুয়ের মুখটা একটু দেখে অাসি । দেখে খুশী হয়ে গেলাম লিখাটি খুবই ভাল লাগল । ভাল থাকুন এ শুভ কামনা থাকল ।

০৪ ঠা মে, ২০১৬ সকাল ১১:৫০

সুখী মানুষ বলেছেন: সুখীমানুষকে এত ভালো বাসিয়েন না :( মন কেমন যেন পালাই পালাই করে... এই মনিহার আমায় নাহি সাজে...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.