![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যিকারের সুখীমানুষের সাথে আমার একটাই পার্থক্য, সুখীমানুষের গায়ের জামা ছিলো না, আমার আছে।
বাজেটের প্রথম ধাক্কাটা গেছে দাড়োয়ানের উপর দিয়া। ফুল গাছে পানি দেওয়া বাবদ __তলার ভদ্রমিহলা তারে মাসে কিছু টাকা দিতো। টাকা বন্ধের ঘোষণা দেওয়া হইলো। শুধু তাই না, হট হেডেড অবস্থায় কথায় কথায় তারে খান__পোলা বলে গালিও নাকি দিছে। আমার কাছে কাঁদো কাঁদো হয়ে বললো
- কইন দেহি স্যার, এমন শিক্ষিত মাইনসের মুখে এমন কথা মানায়?
আমি মনে মনে ভাবতেছি, শিক্ষিত দূরে থাক। এমন সুন্দরীর মুখে এমন গালি মানায়! সান্ত্বনা দিয়া বললাম
- মিষ্টি আম পছন্দ করেন?
টপিক চেঞ্চ হয়ে যাচ্ছে দেখে কিছুটা হতাশ হইলো ভদ্রলোক। ভ্রু কিছুটা কুঁচকে রেখে বললো
- হ স্যার খাইতাম না ক্যারে, খাই, পছন্দ কইরাই খাই।
- আমের মুখটা কি খান? নাকি মুখের জায়গা থেকে কিছুটা ফালায়ে দেন?
- হ স্যার মুখে তো কস থাহে, মুখেত্তে একটু চিমটা দিয়া ফালাইয়া দেই।
এরপর মুক্ষম কথাটা বললাম। বললাম, মানুষের মুখের সব কথাও ধরতে হয় না, কিছু কিছু কথা কষের মত হইলে তারে চিমটা দিয়া ধইরা ফালাইয়া দিতে হয়। দাড়োয়ান ভদ্রলোক পান খাওয়া মুখে সুন্দর একটা হাসি দিয়া বললেন
- স্যার আপনে জ্ঞানী মানুষ, কত সুন্দর কইরা কথাটা বুঝাইলেইন।
মনে শান্তি পাইলাম। বাড়ীর দাড়োয়ানতো অন্তত বুঝলো যে আমি জ্ঞানী মানুষ! এইটাওবা কম কী!
২| ০৩ রা জুন, ২০১৬ বিকাল ৩:৪১
বৈশাখের আমরণ নিদাঘ বলেছেন: কতাগুলো ভালই লাগলো। সব কথা কি আর গায়ে লাগানো যায়? এত গায়ে লাগলে ভালোভাবে বাঁচা সম্ভব না
৩| ০৩ রা জুন, ২০১৬ বিকাল ৩:৪৮
ডঃ এম এ আলী বলেছেন: বিষয়টি আর নতুনকি এরকম ধাক্কা জম্মের পর থেকে ফি বছর খেয়ে আসতেছি সেই সেই লোক বাজেটে ভেট বসাইল তারপর থেকে কত কায়দায় কতজনে কতমনে যে বসাইতাছে তার আর সীমা নাই ।
৪| ০৪ ঠা জুন, ২০১৬ রাত ১২:৩২
সুমন কর বলেছেন: উপমাটি ভালো লাগল।
৫| ০৬ ই জুন, ২০১৬ রাত ২:১৯
টুথব্রাস বলেছেন:
বন্ধ হতে যাচ্ছে ফেসবুক !
বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সর্ববৃহৎ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। ২০০৪ সালে প্রাইভেট নেটওয়ার্ক হিসেবে প্রতিষ্ঠিত হবার তিনবছর পর ২০০৭ সালে বিশ্বব্যাপী ফেসবুক তাদের সার্ভিসটি উন্মক্ত করে।
একের পর এক নতুন ও আকর্ষণীয় ফিচার এনে ফেসবুক কর্পোরেশন ইতিমধ্যে সোশ্যাল নেটওয়ার্কিং জগতের ধারাই বদলে দিয়েছে।
সম্প্রতি ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ জানিয়েছেন, ২০৭৩ সালে তারা ফেসবুক স্থায়ীভাবে বন্ধ করে দিয়ে গোয়াবুক নামে নতুন একটি সোশ্যাল নেটওয়ার্ক সাইট চালু করবেন। ফেসবুকের কোনো ডাটাই সেখানে থাকবেনা। নতুন করে সবকিছূ শুরু করা হবে। এখবরটি শুনে বিশ্বব্যাপী তুমুল হইচই শুরু হয়ে গেছে। বিশ্বের নানাপ্রান্তের ফেসবুক ইউজাররা ইতিমধ্যেই জুকারবার্গের স্ত্রী প্রিসিলা চ্যান কে নিয়ে গালাগালি শুরু করে দিয়েছে।
প্রিসিলা খুব শীঘ্রই আইডি ডিএকটিভেট করে দিবে বলেও জানিয়েছেন মার্ক জুকারবার্গ। ঘটনাটিতে তিনি খুবই ব্যথিত ও মর্মাহত। – প্রথম আলু ডেস্ক
©somewhere in net ltd.
১|
০৩ রা জুন, ২০১৬ বিকাল ৩:৩৭
প্রামানিক বলেছেন: দারুণ উপমা দিয়েছেন ভাই, ধন্যবাদ