![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যিকারের সুখীমানুষের সাথে আমার একটাই পার্থক্য, সুখীমানুষের গায়ের জামা ছিলো না, আমার আছে।
সতীস নামের এক ইন্ডিয়ান ভদ্রলোকের সাথে সার্ভার কনফিগারেশনের কাজ করছিলাম। সহজ কাজটাও মহা যন্ত্রনা দিচ্ছে। আনমনেই মিনমিন করে বললাম
- হোয়াই ইট হজ গিভিং সো মেনি ট্রাবলস! (এত যন্ত্রনা করতেছে কেন এইটা!)
ভদ্রলোক আমার পিঠে মায়াময় একটা হাতের চাপড় দিয়ে বললেন
- স্যার, ট্রাবল কিপস আস ইন দ্যা জব! (সমস্যা হয় বলেই তো আমাদেরকে তা সমাধান করার জন্য চাকরী দেওয়া হয়েছে)
কত সুন্দর করে ভাবা যায়, তাই না?
আরেকটা উদাহরণ মনে পড়লো শিভ খেড়া'র। বিশালদেহী এক খারাপ মানুষ। তারে কেউ মারতে সাহস পায় না। এক লোক বললো
- তোমরা তারে প্যাদানি দাও না কেন?
লোকগুলা বললো
- হি ইজ ঠু বিগ টু হিট। ( সে তো বিশাল সাইজ, তারে মারবো ক্যামনে?)
ভদ্রলোক বললেন
- বরং এই ভাবে চিন্তা করো, হি ইজ ঠু বিগ টু মিস। (মানে এত বড় একটা দেহ, মাইর মিস হওয়ার কোন সুযোগ নাই।)
এবং সত্যি সত্যি এই মটু পরের দিন প্যাদানি খেয়ে সোজা হয়ে গেলো।....
আহারে ভাবনাগুলা কত সুন্দর করে ভাবা যায়... আহা....
©somewhere in net ltd.
১|
২৩ শে জুন, ২০১৬ সকাল ১০:৫৪
শরতের ছবি বলেছেন: ভাল লেগেছে ।