![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যিকারের সুখীমানুষের সাথে আমার একটাই পার্থক্য, সুখীমানুষের গায়ের জামা ছিলো না, আমার আছে।
- আচ্ছা ভাইজান, তোমার বাগানে রোজ যেতাম... একটা গান আছে না?
- থাকতে পারে, কেন কী হইছে?
- নাহ সিরিয়াসলি বলেন না।
- আচ্ছা সিরিয়াসলি বললাম, কী হইছে কন্।
- গানটা একটু খুঁইজা বাইর করতে পারবেন?
- আচ্ছা ঠিক আছে দেখি...
এরপর গানের কথা ভুলে গেলাম। হঠাৎ আরেকদিন দেখা। আবার ধরলেন
- ভাইজান গানটা পাইছিলেন?
- কোন্ গান!
- ঐ যে তোমার বাগানে যেতাম
- তোমার বাগানে যেতাম তো কোন গান জানি না ভাই। তবে তুমি রোজ বিকেলে আমার বাগানে ফুল নিতে...
কথা শেষ করতে পারলাম না। ভদ্রলোক উত্তেজিত হয়ে বললেন, এইটাই এইটাই...।
জিজ্ঞাসা করলাম
- তো এই গান খুঁজতেছেন কেন?
ভদ্রলোক খুব আগ্রহ নিয়ে বললেন
- ভাইজান এই গানের শেষে কী হয়? বাগানওয়ালা ছেলেটা কি মনের কথা বলতে পারে? নাকি মেয়েটাই বলে!
বললাম, গানটাতো মুখস্থ নাই ভাই। শোনে দেখি, আপনারে জানাবো নে।
ভদ্রলোক খুব মিনতি করে বললেন, জানাবেন প্লিজ, খুব দরকার ভাই। খুব দরকার জানা...
২| ২৭ শে জুন, ২০১৬ সকাল ১১:৩২
মুক্তকণ্ঠ বলেছেন: আপনি আসলেই সুখী মানুষ ভাই, এইটা আপনার লেখা পড়লে বোঝা যায়।
©somewhere in net ltd.
১|
২৭ শে জুন, ২০১৬ সকাল ১০:৩৪
শায়মা বলেছেন: ভাইয়া কে তোমাকে গান খুঁজে দিতে বলে?
তোমাদের বাগানের মালী তাইনা?
নিশ্চয়ই রোজ বিকেলে তার বাগানে কেউ ফুল নিতে আসছে.....