নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুখীমানুষ

সুখী মানুষ

সত্যিকারের সুখীমানুষের সাথে আমার একটাই পার্থক্য, সুখীমানুষের গায়ের জামা ছিলো না, আমার আছে।

সুখী মানুষ › বিস্তারিত পোস্টঃ

মানবপ্রেম

০৩ রা জুলাই, ২০১৬ দুপুর ১২:০৩

রিক্সা থেকে নেমে প্রিয় রিক্সাওয়ালাকে থ্যাংক্স দেয়। কিন্তু সমস্যা হইলো, প্রায়ই তার মনে থাকেনা কোন আঙ্গুলটা খাড়া করে থ্যাংক্স দিতে হয়। ঐদিন রিক্সা থেকে নেমে বললাম
- টুনটুনি চাচ্চুটাকে থ্যাংক্স দাও।
ও আঙ্গুলের দিকে তাকায়ে এইটা, ওইটা করে আঙ্গুল বের করে আবার বাঁকা করে। কিন্তু বৃদ্ধাঙ্গুলিটা'র নিয়ন্ত্রন নিয়ে খাড়া করতে পারতেছেনা। রিক্সাওয়ালা ঘাম মুছতে মুছতে সব কয়টা দাঁত বের করে অপেক্ষা করছে। বিষয়টা তার কাছে ব্যপাক বিনোদনের। একটা পর্যায়ে রিক্সওয়ালা বললো
- থাওক লাইগদোনা।
আর তখনই ঠিকঠাক মত বৃদ্ধাঙ্গুলটা খাড়া করে প্রিয় থ্যাংক্স দিলো। থ্যাংক্স দিতে পারার আনন্দে প্রিয় হাসছে, আর থ্যাংক্স পেয়ে হাসছে রিক্সাওয়ালা। আর মনেমনে আমি গর্বের হাসি হাসছি। সব মানুষের প্রতি মায়া ও ভালোবাসা নিয়ে বড় হউক সন্তান আমার।

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৩ রা জুলাই, ২০১৬ দুপুর ১২:১০

আহলান বলেছেন: ওয়েলডান .. .. .. !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.