![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যিকারের সুখীমানুষের সাথে আমার একটাই পার্থক্য, সুখীমানুষের গায়ের জামা ছিলো না, আমার আছে।
ঈদ করবো ক্যামনে, যখন মন থেকে মুছতেই পারতেছি না, এতগুলা নিরীহ মানুষের রক্ত
কবি নজরুল গরীব কৃষকদেরকে নিয়ে লেখেছিলেন - জীবনে যাদের হররোজ রোজা ক্ষুধায় আসে না নিদ / মুমুর্ষ সেই কৃষকের ঘরে এসেছে কি আজ ঈদ?
ঠিক তেমনি জানতে ইচ্ছা করে, ধর্মের দোহাই দিয়ে এতগুলা খুন যে এরা করলো। এর পরে বিবেকবান বাঙ্গালী'র ঘরে কি ঈদ আসবে? অর্থনীতি, কূটনৈতিক সম্পর্কের কথা বাদই দিলাম।
আমার মনে ঈদ নাই রে ভাই। মানুষের গায়ে ফুলের টোকাটা পড়লেও যে মনে কান্না চলে আসে, সেই মনে এত বড় ঘটনার পর ঈদ আসছে না।
(এইখানে কেউ সিরিয়া, ইরাকের রক্তের কথা বলতে আইসেন না। তখনো খারাপ লাগছে, তবে নিজের ঘরে যখন রক্তের দাগ লাগলো, তখন বুঝতেছি এই খারাপ লাগা কতটা কাঁদায়)
©somewhere in net ltd.
১|
০৬ ই জুলাই, ২০১৬ দুপুর ১:১০
গাজী বুরহান বলেছেন: এদের কোন ধর্ম নেই।