![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যিকারের সুখীমানুষের সাথে আমার একটাই পার্থক্য, সুখীমানুষের গায়ের জামা ছিলো না, আমার আছে।
লাউ চাষ শুরু করলেন এক ভদ্রলোক। চাড়া গাছগুলা কী সুন্দর দেখতে!
- হঠাৎ একদিন দেখেন কয়েকটা গাছ চুড়ি হয়ে গেলো। ভদ্রলোক ব্যস্ত হয়ে গেলেন চারপাশে বাউন্ডারী দিতে।
- কয়দিন পর দেখা গেলো বাউন্ডারীর বাইরে থেকে কারা যেন বড় বড় চাকা দিয়ে ঢিল মারে। এতে লাউয়ের চাড়া নষ্ট হয়ে যাবে। ভদ্রলোক সূতার জাল এনে ছাদের মত করে দিলেন।
- যে পুকুর থেকে গাছে পানি দিতেন সেই পুকুরওয়ালা লাউয়ের বাগান দেখে ঈর্ষান্বিত। একদিন জানালেন, পানি দেওয়া যাবে না। ভদ্রলোক ব্যস্ত হয়ে গেলেন নলকুপ বসানোর কাজে।
...
অথচ যে চাড়াগছগুলা'র জন্য এত এত আয়োজন, ভুলে গেলেন এইগুলা'র যত্ন নেওয়া। ভুলে গেলেন গাছগুলাতে মাচা দেওয়া দরকার ছিলো। গাছগুলা মাচাহীন, যত্নহীন হয়ে ধীরেধীরে নষ্ট হয়ে যেতে শুরু করলো।
-০-
বাংলাদেশের অবস্থা অনেকটা এই রকম। সরকার বেচারা পরছে মহা যন্ত্রনায়।
- রাজনৈতীক অস্থিরতা দূর করতে হয়
- মায়ের পেটে'র সন্তান গুলি করা'র মত নিজের দলের সন্ত্রাসীদের দেখভাল করতে হয়।
- নষ্ট হয়ে যাওয়া কর্মকর্তাদের সাত খুন টাইপ অপরাধের বিব্রতকর অবস্থাগুলা সামাল দেওয়ার প্ল্যান করতে হয়
...
মাঝখানে অযত্নে, অবহেলায় পড়ে আছে তারুন্যের রোল মডেল তৈরীর কাজ। তরুণরা ফলো করবে এমন নায়ক তৈরী হচ্ছে না দেশে। কারন ব্যবসা করে কেউ রোল মডেল হবে, সেই পথও অত সহজ না; আছে সোনা'র ছেলেরা। মুক্ত চিন্তা করে গবেষণা করবে, সেই পথও নাই। কারন সেই পথে আছে মৃত্যুহুমকি। সরকারেরও আছে মৌন সমর্থণ।
ধর্মের গুনকীর্তণ করার জন্য মিথ্যা বললেও কোন দোষ নাই। বরং হওয়া যায় পীর, যুক্তিবাদী। আর এই মিথ্যা, অন্ধকারে বড় হয় তরুণেরা। অথচ সত্য ইতিহাস নিয়ে মানবতার কথা বলা যায় না। কারন মানবতায় মূর্খ মানুষের বড় আপত্তি। মজার বিষয় হলো, দিন শেষে আমরা কারনটা বুঝতে পারি না, কেন ধর্মের নামে মানুষ মারে ওরা।
২| ০৯ ই জুলাই, ২০১৬ সকাল ১০:৩০
প্রামানিক বলেছেন: ভাই সুখী মানুষ আপনার কথাগুলা খুব ভাল লাগল। মূল্যবান কথাই বলেছেন।
৩| ০৯ ই জুলাই, ২০১৬ সকাল ১০:৩৬
রায়হানুল এফ রাজ বলেছেন: খুবই কঠিন কিন্তু সময়োপযোগী উপলব্ধি।
৪| ০৯ ই জুলাই, ২০১৬ সকাল ১০:৫৬
নতুন বলেছেন: সত্য কথাগুলি বুজতে পারেন বলেই আপনি সুখী মানুষ..
সবার এই জিনিস গুলি বুঝা দরকার।
৫| ০৯ ই জুলাই, ২০১৬ সকাল ১১:৫৬
রাজীব নুর বলেছেন: ঠিক ।
©somewhere in net ltd.
১|
০৯ ই জুলাই, ২০১৬ সকাল ১০:২৫
আহলান বলেছেন: তিন তিনটি ইয়াবা কারখানার মালিক এই দেশের স্বনামধন্য মন্ত্রীর পূত্র ... আর কি চান ! জঙ্গীরা মানুষ মারে চাপাতি দিয়ে কুপিয়ে,আর মরণ নেশা ইয়াবা দেশের যুব সমাজকে মারে তিলে তিলে .... কি করবে সাধারণ মানুষ ? কোথায় কার কাছে আশ্রয় নেবে?