নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুখীমানুষ

সুখী মানুষ

সত্যিকারের সুখীমানুষের সাথে আমার একটাই পার্থক্য, সুখীমানুষের গায়ের জামা ছিলো না, আমার আছে।

সুখী মানুষ › বিস্তারিত পোস্টঃ

আমি কাদের সাথে আছি!

১৫ ই জুলাই, ২০১৬ দুপুর ২:১৮

ইনায়ে বিনায়ে জঙ্গিদেরকে সমর্থণ করা মানুষের সংখ্যা দেখি আশেপাশে কম না! এর মধ্যে একজন নারীতো নিব্রাসের বন্দুকওয়ালা ছবি তার টাইটেল পিকচার দিছিলো। আরেকজন দেখি আমারে বলতেছে
- নিব্রাসতো আগে একজন মানুষ। তারপরেই না একজন জঙ্গী, নাকি?
আমি স্পষ্ট বললাম
- নাহ সে আগে মানুষ ছিলো। পরে জঙ্গি হয়ে গেছে। জঙ্গি আবার মানুষ থাকে কেমনে!

আরেকজন বলতেছে
- যারা মানুষ মারতেছে তারা মুসলিম না।
তাদের নাম, বাপের নাম, পরিবার, জন্মের ইতিহাস, কাগজ পত্র সব কিছুই বলতেছে তারা মুসলিম। অথচ ঘটনা ঘটানোর পর তার জাত ভাইরা তারে স্বীকার করতেছে না।

মানুষ খুন করা কিভাবে এরা সমর্থণ করে? এদের তাহলে জঙ্গি হতে আর কয়টা ধাপ বাকী? আমি বলছিলাম
- যে ধর্মে নিরপরাধ মানুষ খুন করতে বলে, সেইটা ধর্ম হইতে পারে না।
আমারে কয়, আমি নাকি ভুল পথে আছি!
আমি উত্তরে বলছি
- মানুষরে ভালোবেসে যদি ভুল পথে থাকি তো আমি এতে সন্তুষ্ট। কারন আমি নিজে হয়ত দোযখ যাবো, দুনিয়াটারেতো দোযখ বানাবো না!

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৫ ই জুলাই, ২০১৬ দুপুর ২:৩৩

প্রামানিক বলেছেন: সুখী ভাই, যারা মানুষ মারে তারো তো মুসলমান না তারা জঙ্গী। যদি সত্যিকার মুসলমান হয় সে কখনই মানুষ মারতে পারে না। কারণ ইসলামে বলা আছে যে বিনা কারণে একজন মানুষ হত্যা করল সে সমগ্র মানব জাতিকে হত্যা করল। কাজেই ইসলাম হত্যা সমর্থন করে না।

২| ১৫ ই জুলাই, ২০১৬ দুপুর ২:৫০

কাছের-মানুষ বলেছেন: ইনায়ে বিনায়ে জঙ্গিদেরকে সমর্থণ করা মানুষের সংখ্যা দেখি আশেপাশে কম না!

এই ব্যাপারটা বেদনাধায়ক । সত্যিই ইনিয়ে বিনিয়ে সমর্থনের মানুষজন কম নাহ । এই ধরণের মানুষের সমর্থনের জন্য আজ ওরা টিকে আছে । আমাদের সকলের উচিৎ কোন ভাবেই এদের সমর্থন না দেয়া !

ভাল থাকুন !

৩| ১৫ ই জুলাই, ২০১৬ বিকাল ৩:০৯

আরণ্যক রাখাল বলেছেন: :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.