![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যিকারের সুখীমানুষের সাথে আমার একটাই পার্থক্য, সুখীমানুষের গায়ের জামা ছিলো না, আমার আছে।
কবিগুরু'র জন্মদিন নিয়া কিন্তু একটা ভেজাল আছে। ইংরেজীতে বলা হয় ৭ মে ১৮৬১। কিন্তু বাংলায় বলা হয় ২৫ বৈশাখ, ১২৬৮। অথচ ২৫শে বৈশাখ ১২৬৮ ছিলো মে এর ৯ তারিখ, ৭ তারিখ না।
আমার জন্মদিন নিয়াও এমন একটা ভেজাল আছে। জন্মদিনের প্রথম অফিসিয়াল প্রয়োজন পড়লো যখন ক্লাশ ফাইভ থেকে সিক্সে ভর্তি হই। মৌলভি স্যার আন্দাজ করে লিখে দিলেন ৩১ ডিসেম্বর ১৯৮১। মেট্রিক পরীক্ষার কয়দিন আগে মনে হইলো আমার জন্মদিন পারন করবো। কিন্তু অরিজিনাল ডেটতো জানি না! মা'র সাথে কথা বললাম। মা বললেন
- তুই শনিবারে সকাল বেলা অইছিলি। শাওন মাস আছিলো।
মা এর বেশী কিছু বলতে পারে না। আব্বা যে ডায়রীতে আমাদের জন্ম তারিখ লেখে রাখছিলেন, এই ডায়রী খুব অযত্নের সাথে গায়েব। এরপর বড় ফুপুর সাথে কথা বললাম, ফুপা বললেন
- প্রীতি, প্রকৃতি'র ভাই অরুণ যেইদিন বিয়া করছে হেই দিন তুই হইছিলি। তাই ঐ নামে তোর নাম রাখছিলাম। হিন্দুবাড়ীর মানুষের সাথে কথা বলতে গেলাম, দেখি তারা সব ইন্ডিয়া চলে গেছে। একজন বললো, অরুণ বিয়া করছিলো শাওন মাসের মাঝামাঝি। দিন কতক আগে অইবো, পরে না।
মা একদিন অনেকটা কনফিডেন্স নিয়াই বললেন, তুই হইছিলি শাওন মাসের ৮ তারিখ কি ৯ তারিখ। এই হিসাবটা অনেকটা ধর্তব্য মনে হইলো। কারন আমার চাচাতো বোনের জন্ম তারিখ লেখা আছে সেপ্টেম্বরের ৭ তারিখ। আর ও আমার চাইতে দেড় মাসের ছোট, এই কথা ছোটবেলা থেকেই জানি। তবে দেড় মাস আসলে কতদিন তা জানতাম না।
জন্মদিন ঠিক করে নিলাম ২৩সে জুলাই ১৯৮১। কিন্তু কোন অনুষ্ঠাণ ফনুষ্ঠান কিচ্ছু করা হয় না। কলেজে যখন পড়ি, আমার দুইটাই বন্ধু শাহীন আর মুন। জন্মদিনে উইশ বলতে শুধু মুনই করে।
ভার্সিটিতে উঠলাম। একদিন কম্পিউটারের ক্যালেন্ডার পিছনে নিয়া দেখি, বিপদ! ২৩ তারিখতো বৃহস্পতিবার! মা'রে ফোন দিলাম। মা বলতেছে, বাবু আমি শিউর ঐদিন শনিবার ছিলো। কিন্তু শ্রবান মাসের ৮ তারিখ কী বার ছিলো তা মিলায়ে দেখার বাংলা ক্যালেন্ডার খোঁজে পাওয়া গেলো না। তাই বাধ্য হয়ে দুই দিন সামনে নিয়ে গেলাম। দেখি ২৫ তারিখ শনিবার ছিলো ১৯৮১ সালের। এতে দাঁড়ায় আমার চাচাতো বোনের চেয়ে আমি ৪৬ দিনের বড়, যা অনেকটা দেড় মাস সূত্রের সাথে মিলে যায়। ফাইনাল করে ফেললাম, আমার জন্মদিন ২৫সে জুলাই ১৯৮১।
সমস্যা হইলো, ভার্সিটি'র কয়েক বছর মুন সুদূর চিটাগাং থেকে ২৩ তারিখ অনুযায়ী জন্মদিনের কার্ড পাঠাতো চিঠি দিয়ে। আর ২৫ তারিখ যা ফাইনাল করলাম, তা উইশ করার কেউ নাই।
কয়েক বছর পরেই মুন ইউশ করা ছেড়ে দিলো। আমার জন্মদিনে উইশ করার আর কেউ রইলো না। ফেসবুকের কল্যাণে কতগুলা ওয়াল পোষ্ট পাইতাম। গত বছর জন্মদিন হাইড করে রাখলাম। দেখা গেলো আমার জন্মদিনে উইশ করার কেউ নাই, একমাত্র প্রিয়'র মা ছাড়া।
এতে কী প্রমান হইলো? পুরুষ মানুষের জীবনে বৌ হইলো সেই মানুষ, যে কোন কিছু ভুলে না। এমনকি ঝগড়ার টপিকগুলাও না।
এতে আরেকটা জিনিস প্রমান হইলো। একটু লজ্জা লাগতেছে বলতে। তাও বলি, রবীন্দ্রনাথের রবি মানে সূর্য। আমার নাম অরুণ মানেও সূর্য। দুইজনের নামের একই অর্থ। দুইজনের জন্মদিনেও ভেজাল। শুধু উনারে সমস্ত পৃথিবী চিনে। আর আমার ঘরের মানুষটা পর্যন্ত আমারে চিনে না। প্রায়ই আমারে খোটা দিয়া বলে, তোমারে আজ পর্যন্ত চিনলামই না!
১৫ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:১১
সুখী মানুষ বলেছেন: এতে কিছু যায় আসে না। আমার মত আন্দাজ করে একটা ধরে নেন...
২| ১৫ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:০৮
সুমন কর বলেছেন: আপনাকে অনেক দিন ধরে, একটা কথা বলবো বলে ভাবছিলাম। আজ বলেই দেই, আপনি এতো পোস্ট দেন কিন্তু ব্লগে সময় দেন না এবং মন্তব্যও করেন না!!!! তাহলে ব্লগাররা জানবে কিভাবে আপনি ব্লগিং করছেন?
শুভ বিকাল।
১৫ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:১১
সুখী মানুষ বলেছেন: সুমন ভাই, মন্তব্য করতে ভয় লাগে। মন মত উত্তর দিতে পারি কি না এই ভয়। কিন্তু মন্তব্যগুলা পড়ি...মনযোদ দিয়াই পড়ি।
৩| ১৫ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:১৭
পবন সরকার বলেছেন: সুমন কর আমার মনের কথাই বলেছেন। আমিও আপনাকে এরকম কথা বলবো বলবো করে ভাবছি।
১৫ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:৩৪
সুখী মানুষ বলেছেন: ব্লগের জন্য আমি বড় অনুযোগী। আমার লেখা'র তেমন পাঠকও নাই। আমি বেসিক্যালি বাংলাটা টাইপ করি সামোতে, এখন থেকে কপি করে ফেসবুতে দেই। আর পুরনা অভ্যাসমতো পোষ্টও করে যাই। এই হইলো ঘটনা।
©somewhere in net ltd.
১|
১৫ ই জুলাই, ২০১৬ বিকাল ৫:২০
পবন সরকার বলেছেন: জন্ম তারিখের ঘটনা আমার সাথে মিলা গেছে। তবে আমার আসল জন্ম তারিখ আজো জানি না।