![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যিকারের সুখীমানুষের সাথে আমার একটাই পার্থক্য, সুখীমানুষের গায়ের জামা ছিলো না, আমার আছে।
মেয়ে মানুষ হইলো সমস্যা। এদের কারনে পরিবারের মান সম্মান বলে কিছু থাকে না। এরা প্রেম করে! বাপরে পরিবার ল্যাংটা হয়ে গেলো। এরা পর্দা করে না! ছি ছি ছি পরিবার মুখ দেখাবে কী করে! তাহলে এর সমাধান কী? মুসলিম পরিবারগুলা বুদ্ধি একটা বের করছে এই সমস্যার। সমস্যাটা'র ইংরেজী নাম অনার কিলিং। বাংলায় করলে দাঁড়ায় সম্মান রক্ষার্থে হত্যা। অনার কিলিং শুধু নারীর ক্ষেত্রেই প্রযোজ্য। কারন পুরুষের কারনে আবার পরিবারের কোন সম্মানহানী হয় নাকি! ভাই যদি প্রেম করে? এইটাতো ফান! বাপ যদি েশ্যালয়ে যায়? এইটা পুরুষের একটু এক্সট্রা বিনোদন।
সমাজে অনার কিলিংয়ের কোন শাস্তি নাই। কারন সমাজে মান সম্মান আগে। তবে মিডিয়ায় টুকটাক জানাজানি হয়ে গেলে মাঝেমাঝে টুকটাক বিচার হয়। পৃথিবীর প্রায় সব মুসলিম দেশেই এইটা কমন প্রাকটিস। অথচ বাংলাদেশে অনেকে জানেই না যে অনার কিলিং বলে একটা বিষয় আছে। কারন..., নাহ কারনটা বললাম না। শুধু এতটুকু বলি, বাঙ্গালী উৎসবের জাতি, খুনাখুনি'র জাতি না।
গত দুই দিন আগে পাকিস্তানে কান্দিল বালুচ নামের এক মডেলকে তার ভাই গলা টিপে মেরে ফেলছে। কারন সে মডেল, সে মিডিয়ায় কাজ করে, তার কারনে পরিবারের সম্মান হানি হচ্ছে। গুগুলে অনার কিলিং লিখে দেখেন কতশত এমন কাহিনী পাবেন। বাপ তার মেয়েকে মেরে ফেলে, ভাই তার বোনকে মেরে ফেলে। এমনকি পরিবারের সবাই একত্র হয়ে উৎসব করে এই পরিবারেরই একটা মেয়েকে মেরে ফেলে! এবং সমাজের সবাই এতে তলে তলে খুশিও হয়। যাক বাবা, চরিত্রহীন মেয়েটারে মেরে পরিবারের সম্মানতো রক্ষা হলো।
কিন্তু ঘরের ছেলেটা যে প্রেম করতে ছুঁকছুঁক করে একটা মেয়ের সাথে। তখন কোন সমস্যা নাই। আর যে মেয়েটার সাথে প্রেম করে, তার পরিবারে ধরা খেলে মেয়েটাকে মেরে ফেলবে। এতে ছেলেটারতো কোন রিস্ক নাই! সে আরেকজনের পিছনে ছুঁকছুঁক করবে। অন্যের ঘরের মেয়ের সাথে প্রেম, েক্স করা যায়। সমস্যা হইলো নিজের পরিবারের মেয়েটারে নিয়া! প্রায়ই ভাবি, এমন হায়েনাদের দেশে মেয়ে কেন জন্ম হয়!
ইউরোপ, আমেরিকারে যতই অসভ্য বলে গালি দেই। সম্মান বাঁচাইতে তারা অন্তত পরিবারের লক্ষীরে হত্যা করে না। বরং দূর সম্পর্কের লোকরেও আবেগ নিয়া পরিচয় করায়ে দেয়, সি ইজ মাই ফ্যামেলি।
আমরা অনার কিলিং জানিই না কী জিনিস। কারন আমাদের ঘরে মেয়েটা একটু বড় হলেই তারে আলাদা রুম দিয়ে ছেলেটাকে ড্রয়িং রুমে পাঠিয়ে দেই। আমাদের ঘরে মেয়েরা হয়ত মায়ের শাষণ পায়, কিন্তু যে কোন পরিস্থিতিতে বাপের চেয়ে বড় বন্ধু মেয়েদের আর নাই। ভাইয়ের চেয়ে নিরাপদ স্থান আর মেয়েদের নাই। কারন আমরা বাঙ্গালী।
০২ রা আগস্ট, ২০১৬ দুপুর ১২:৩৯
সুখী মানুষ বলেছেন: হুম, ইউটিউবের ভিডিও নিয়েও দেখেন। সিনেমা বানালো আমেরিকা, বেকুবের দল নিজের দেশের ২০/২৫ জনরে মেরে ফেল্লো আন্দোলন করে। আর ক্ষয়ক্ষতিতোতো করছেই সম্পদের...।
©somewhere in net ltd.
১|
১৮ ই জুলাই, ২০১৬ দুপুর ১২:২০
রানা আমান বলেছেন: পাকিস্তানীদের জাতি হিসেবে খুবই নির্বোধ বলে মনে হয় আমার । ওদের কাছ থেকে ভালো কিছু আশা করতে নেই ।