নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুখীমানুষ

সুখী মানুষ

সত্যিকারের সুখীমানুষের সাথে আমার একটাই পার্থক্য, সুখীমানুষের গায়ের জামা ছিলো না, আমার আছে।

সুখী মানুষ › বিস্তারিত পোস্টঃ

মনের ছবি...

১৯ শে জুলাই, ২০১৬ সকাল ১১:৪০

নারী জাতিরে সারা জীবন যন্ত্রনাই দিয়ে গেলাম।
- মা'রে সারা জীবন হুমকি, ধামকি দিয়া দাবি আদায় করছি।
- দুই বড় বোনের কোলে কোলে থাকতাম, নামাইলেই কান্না। বেশ মনে আছে, আমারে কোলে নিয়া কুতকুতও খেলতে হইতো তাদের।
- বিয়ে করে মানুষের দায়িত্ব বাড়ে। আমি সব দায়িত্ব দিয়ে বসে আছি প্রিয়'র মা'র ঘাড়ে।

এরপরেও নারী জাতি নিয়ে কত কত কথা প্রায়ই লেখি। আরো কত কথা আছে যা লেখা'র মত না। সব কথা লেখা যায় না, লেখা ঠিকও না। মানুষ সব কিছু'র ছবি তোলে না। কোন কিছু সুন্দর লাগলে তবেই মন চায়, মুহূর্তটা ধরে রাখি। লেখালেখিও অনেকটা এমন। সুন্দর কোন কথা, সুন্দর কোন বার্তা যখনই মনে আসে, তখনই মনে হয় লেখে রাখি। মনের ছবি তোলার কোন সুযোগ নাই। মনে'র ছবি তোলার জন্য লেখালেখিই হচ্ছে সব চেয়ে সহজ। আর সবচেয়ে কঠিন হলো, মনের সুন্দর কথা, সুন্দর বার্তাগুলা কাজের মাধ্যমে সমাজে তুলে ধরা। যার প্রতিচ্ছবি রয়ে যাবে সহস্রবছর ধরে...।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৯ শে জুলাই, ২০১৬ সকাল ১১:৫২

প্রামানিক বলেছেন: বিয়ে করে মানুষের দায়িত্ব বাড়ে। আমি সব দায়িত্ব দিয়ে বসে আছি প্রিয়'র মার ঘরে।

আপনি উপরের কথাডা ঠিক কন নাই, সব দায়িত্ব প্রিয়'র মায়ের ঘাড়ে দেন নাই কিছু দায়িত্ব নিজে রাখছেন যেমন-- আয় ইনকামের দায়িত্ব।

২০ শে জুলাই, ২০১৬ সকাল ১১:৩৮

সুখী মানুষ বলেছেন: ভাই আয় ইনকাম যে কেউ চাইলেই করতে পারে। কিন্তু সংসারটারে সুখী, সুন্দর সবাই করে রাখতে পারে না, যা প্রিয়'র মা করে রেখেছেন।

২| ১৯ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:৩৯

প্রামানিক বলেছেন: মন্তব্য করলাম উত্তর নাই,
এরকম মন্তব্য কইরা কি মজা পাই।

২০ শে জুলাই, ২০১৬ সকাল ১১:৩৭

সুখী মানুষ বলেছেন: প্রামানিক ভাই, আমি অন্তত আপনার মন্তব্যের উত্তর দিতে চেষ্টা করি, যত ব্যস্ততাই থাক। আজ থেকে বিপিএল শুরু হচ্ছে। আজ উদ্ভোধনী অনুষ্ঠান। এই নিয়া খুব কাজের চাপে আছি। এই জন্য উত্তর দেওয়া হচ্ছে না। সরি ভাই।

আশা করি খেলা দেখবেন বৈশাখীতে :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.