নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুখীমানুষ

সুখী মানুষ

সত্যিকারের সুখীমানুষের সাথে আমার একটাই পার্থক্য, সুখীমানুষের গায়ের জামা ছিলো না, আমার আছে।

সুখী মানুষ › বিস্তারিত পোস্টঃ

ব্যাংকে মুশফিক ভাই...

২২ শে আগস্ট, ২০১৬ বিকাল ৪:০৯

মুশফিক ভাইয়ের সাথে একবার ব্যাংকে গেলাম রেমিটেন্সের কাজে। মানিগ্রাম লেখা ডেস্কে কেউ নাই। টিবিলের সামনে রাখা দুইটা চেয়ারে দুইজন বসলাম। মুশফিক ভাই ঘাড় এদিক সেদিক করে মুচকি হাসি দিয়া বলা শুরু করলেন
- এই ডেস্কে যে স্মার্ট, ইয়াং ভদ্রলোকটা বসতেন, তিনি কোথায়? হয়্যার ইজ দ্যাট ডেম স্মার্ট, স্মাইলিং ফেস গাই?

হন্তদন্ত হয়ে পঞ্চাশ বছরের ইয়াং এক ভদ্রলোক বত্রিশ দন্ত বের করে সিটে এসে বসলেন। ভদ্রলোকের মুখ থেকে হাসিই পড়ে না! আমাদেরকে মারাত্মক খাতির করলেন। চা খাওয়ালেন। অন্য কোন ডেস্কে যেতেই দিলেন না। নিজে দৌড়ে দৌড়ে বিভিন্ন জায়গায় গিয়ে রেডি ক্যাশ হাতে ধরিয়ে দিলেন।

ব্যাংক থেকে বের হয়ে বললাম
- মুশফিক ভাই, ভদ্রলোক আপনার ফ্র্যান্ড তো মনে হইলো না, আত্মীয়ও না। এত গভীর সম্পর্ক করলেন কিভাবে?
আমাকে অবাক করে দিয়ে মুশফিক ভাই বললেন
- ্যাওড়া, এরে আমি কি চিনি নাকি!
- মানে!

আমার ঘাড়ে একটা হাত রেখে বললেন
- শোনো, আমরা যখন ঐ ডেস্কের দিকে হাটা দিলাম, তখনই ফাঁকিবাজ লোকটা ওঠে গেলো। পাশেই দেখি খোশগপ্প করতেছে। তাই অমন সুন্দর করে ডাকলাম। অন্য কেউ হয়ত মুখ গোমড়া করে অভিযোগ দিতো যে ডেস্কে কেউ নাই। ভদ্রলোকও বাহানা বানায়ে বলতো যে সে কাজের কারনে অন্য ডেস্কে ছিলো। কিন্তু প্রশংসা করাতে লোকটা প্রথমে অবাক হইলো। তারপর পরবর্তী আচরণ সবটাই অবাক আর মুগ্ধ হওয়ার কারনে...।

মন্তব্য ১১ টি রেটিং +৩/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ২৮ শে আগস্ট, ২০১৬ রাত ১২:৩৩

সানি ফরায়েজি বলেছেন: অনেক ভালো লাগলো

২৮ শে আগস্ট, ২০১৬ দুপুর ২:৫৯

সুখী মানুষ বলেছেন: :) ব্যক্তিগত কথাবার্তা ভালো লাগায় অবাকও হইছি, মজাও পাইছি। ধন্যবাদ ভাই।

২| ২৯ শে আগস্ট, ২০১৬ রাত ১২:১১

জহির টিনটিন বলেছেন: আপনার ব্যাক্তিগত ঘটনা গুলো ও খুব মজাদার, আমরা ঘটনা গুলোকে আপনার মতো করে ভাবতেই পারি না।
বাস্তব জীবনের ঘটনা গুলোকে কতই সুন্দর করে উপস্থাপন করেন.
মুগ্ধ আমি!!!

২৯ শে আগস্ট, ২০১৬ দুপুর ১২:৪৩

সুখী মানুষ বলেছেন: যা দেখি, তার বাইরে কিছু লেখতে পারি না। আপনি পছন্দ করলেন, কিন্তু বেশীরভাগ মানুষই দেখি আজকাল অপমান করছে ব্লগে। বছর দশেক আগে যখন ব্লগিং করি তখনতো এইসব কথাবার্তা চলতো, আজকাল কি পার্সোনাল কথাবার্তা চলেনা ব্লগে? কেবলই কি বিষয়ভিত্তিক জ্ঞানগর্ভ কথা চলে?

ধন্যবাদ ভাই...

৩| ২৯ শে আগস্ট, ২০১৬ রাত ১২:২৪

মিঃ অলিম্পিক বলেছেন: দারুনতে!! একদম সেইরাম.....

২৯ শে আগস্ট, ২০১৬ দুপুর ১২:৪৫

সুখী মানুষ বলেছেন: মুশফিক ভাই একটা চিজ রে ভাই। উনাকে নিয়ে বেশ কয়েকটা ফেসবুক পোষ্ট আছে আমার... ;) ব্লগে দিতে ভয় লাগে। পাবলিক দেখি পার্সোনাল কথাবার্তায় পোষ্ট দিলে অপমান করে :(

৪| ২৯ শে আগস্ট, ২০১৬ রাত ১২:৩৬

গেম চেঞ্জার বলেছেন: এইরকম উপস্থিত জ্ঞান আমারও কমবেশি আছে ;)

২৯ শে আগস্ট, ২০১৬ দুপুর ১২:৪৪

সুখী মানুষ বলেছেন: আপনিও কমবেশী মজার মানুষ :) তাইলে...

৫| ২৯ শে আগস্ট, ২০১৬ দুপুর ১:০৪

দিশেহারা রাজপুত্র বলেছেন:
:) মজার। সাথে শেখার আছে।

২ নং মন্তব্যের প্রতিউত্তরে আপনার কথায় বলছি /এইগুলানে কান দিয়েন না। আপনি যেটা করছেন সেইটা যথার্থ। ব্যক্তিজীবনে রসবোধের দরকার আছে। আর এগুলো শিক্ষনীয় তো বটেই। তাছাড়া সুখী মানুষরে সবাই একটু বাঁকা চোখেই দেখে। ;) /

ধন্যবাদ।

২৯ শে আগস্ট, ২০১৬ বিকাল ৩:০৬

সুখী মানুষ বলেছেন: ভাই রাজপুত্র আমার, দিশাহারা হয়ে পথ ভুলে একদিন মহাখালী চলে আসেন প্লিজ, চা খেয়ে যান।

৬| ২৯ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:৪৮

মিঃ অলিম্পিক বলেছেন: দূর এটা কোন একটা কথা বললেন..!!

দিশেহারা রাজপুত্র বলেছেন:
মজার। সাথে শেখার আছে।
২ নং মন্তব্যের প্রতিউত্তরে
আপনার কথায় বলছি /এইগুলানে
কান দিয়েন না। আপনি যেটা করছেন সেইটা
যথার্থ। ব্যক্তিজীবনে রসবোধের দরকার
আছে। আর এগুলো শিক্ষনীয় তো বটেই।
তাছাড়া সুখী মানুষরে সবাই একটু বাঁকা
চোখেই দেখে। /
ধন্যবাদ।
একমত।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.