নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুখীমানুষ

সুখী মানুষ

সত্যিকারের সুখীমানুষের সাথে আমার একটাই পার্থক্য, সুখীমানুষের গায়ের জামা ছিলো না, আমার আছে।

সুখী মানুষ › বিস্তারিত পোস্টঃ

ফাওয়ের যন্ত্রনা আছে...

২২ শে আগস্ট, ২০১৬ বিকাল ৪:১১

একটা সময় গিফ্ট পাইলে খুশি হইতাম। আর এখন গিফ্ট পাইলেই আঁতকায়ে উঠি। মনে হয়, আরেকটা বর্শী গিলে ফেল্লাম! উদাহরণ দেই-
জন্মদিনের দিন আমারে সারপ্রাইজ দেওয়ার জন্য এক ভদ্রলোক কেক, টেক আনলেন। ঘরের বাইরে এই প্রথম আমার জন্মদিন পালন। আমি গণ্য'র আগে "ন"যুক্ত মানুষ। বিষয়টাতে আমি যার পর নাই আনন্দিত হইলাম। অতি আনন্দে বিব্রত হইলাম তারচেয়েও বেশী। এক দিনের পরিচয়ে ভদ্রলোক এমন করবেন, তা আশা করি নাই। যাই হোক, ঘটনাটা এই খানেই শেষ হইতে পারতো। কিন্তু হইলো না।

রবীন্দ্রনাথের মত জ্ঞানী মানুষও খেইপা গিয়া বলছিলো "ক্ষমা যেথা ক্ষীণ দূর্বলতা / হে রুদ্র, নিষ্ঠুর যেন হতে পারি তথা"। ঠিক তেমন একটা সিচুয়েশনে আমিও ভদ্রলোকের সাথে রুদ্র নিষ্ঠুর হয়ে গেলাম। ওমা! এরপর দেখি, এর কাছে, ওর কাছে বলা শুরু করছে
- তার জন্মদিনে আমি কেক এর ব্যবস্থা করছি...।
কেমনটা লাগে? আমি বললাম
- ভদ্রলোকের কেকের টাকা ফেরত দিলে তো খারাপ দেখা যায়। এখন বমি করে হয়ত সামান্য কিছু ফেরত দিতে পাবো, এ ছাড়া আর কোন বুদ্ধি আমার মাথায় আসতেছে না।

ভাই ও ভগিনীগন, আমারে কোনদিন গিফট, টিফ্ট দেওয়ার দরকার নাই। সুন্দর ব্যবহারের খোটা সহ্য হয়, গিফটের খোটা সহ্য হয় না। আর কাছের লোকের গিফটের আশায় কেউ থাকেনা, জোর করে তা নিয়ে নেয়। সেই রাস্তাতো রইলোই...

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২২ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:২৯

প্রামানিক বলেছেন: নিজেও খাওয়াবেন না আবার আরেক জন খাওয়াইতে আইছে সেটাও খাইবেন না আপনি তো ভাই মহা কৃপণ।

২৪ শে আগস্ট, ২০১৬ দুপুর ১:৫৭

সুখী মানুষ বলেছেন: খোটা সহ্য হয়না প্রামানিক ভাই :(

২| ২৫ শে আগস্ট, ২০১৬ দুপুর ২:১৪

বিজন রয় বলেছেন: কেমন আছে?

প্রিয়রা কেমন আছে?

২৮ শে আগস্ট, ২০১৬ বিকাল ৩:০১

সুখী মানুষ বলেছেন: বিজন ভাই ভালো আছে। http://www.facebook.com/alladerdibba এ আপডেট পাইবেন :) ব্যক্তিগত কথা লেখলে ব্লগের কেউ কেউ অপমান করে :( , তাই কম লেখি আজকাল।

৩| ২৬ শে আগস্ট, ২০১৬ বিকাল ৫:৪৩

সৈয়দ আবুল ফারাহ্‌ বলেছেন: খাওয়া - খাওয়ানো দুটোই দরকার। তবে তা নিঃস্বার্থ হওয়া দরকার। গিফট দেওয়ার কথা অন্যকে বলে বেড়ানো অন্যায়। অন্যদিকে, এটাও ঠিক, মানুষ স্বার্থ ছাড়া কিছু করে না।

২৮ শে আগস্ট, ২০১৬ বিকাল ৩:০১

সুখী মানুষ বলেছেন: হুম বড়ই জটিল...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.