নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুখীমানুষ

সুখী মানুষ

সত্যিকারের সুখীমানুষের সাথে আমার একটাই পার্থক্য, সুখীমানুষের গায়ের জামা ছিলো না, আমার আছে।

সুখী মানুষ › বিস্তারিত পোস্টঃ

ঘোড়ার আগে চাবুক

২৮ শে আগস্ট, ২০১৬ দুপুর ২:৫৮

কলিগের গাড়ী করে যাচ্ছি। যাত্রাবাড়ী ফ্লাইওভারে গিয়ে টোলের জন্য ১০০ টাকা আমি আগায়ে দিলাম। ভদ্রলোক আমারে কয়
- ঐ মিয়া, আপনি দিতেছেন কেন?
বললাম
- এইটা হইলো ঘোড়া কিনা'র আগে চাবুক কিনা'র মত। গাড়ী কিনা'র আগে গাড়ী'র টোল দেওয়ার প্রাকটিস করতে দেন মিয়া।
ভদ্রলোক সুযোগ দিলেন। টোল দেওয়া শেষ। ভদ্রলোক মিনমিন করে বললেন
- অপমান করলেন মিয়া?
ভদ্রলোক ড্রাইভিং সিটে বসা। ৬০ টাকা টোল নিয়ে বাকী ৪০ টাকা উনার হাতে ফেরত দিলো। এই ৪০ টাকা উনি আমারে দিলেন, আমি নিলাম। নিতে নিতে বললাম
- অপমান করলাম কই? আপনারে তো গাড়ীর মালিক হিসাবেই ট্রিট করলাম। ড্রাইভার হিসাবে ট্রিট করলেতো বলতাম, ফেরত দেওয়ার দরকার নাই, রাইখা দাও।
ভদ্রলোক আরো রশিক। বললেন
- ড্রাইভার হইলেইতো ভালো হইতো, ৪০ টাকা ইনকাম হইতো ফাওএর উপর।

--
(toll) টোল কে টুল লেখছিলাম। আহলান ও বিদ্রোহী ভৃগু ভাইকে ধন্যবাদ, ভুল ধরিয়ে দেওয়ার জন্য :)

মন্তব্য ২২ টি রেটিং +৩/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ২৮ শে আগস্ট, ২০১৬ বিকাল ৩:৫২

সামিয়া বলেছেন: যান্ত্রিক জীবনে তবু কিছু সুখ।

২৯ শে আগস্ট, ২০১৬ দুপুর ১২:৩৩

সুখী মানুষ বলেছেন: দৈনন্দিন জীবনের কথাবার্তা ;)

২| ২৮ শে আগস্ট, ২০১৬ বিকাল ৪:৪৯

আহলান বলেছেন: টুল কি জিনিষ ভাইয়া?

২৯ শে আগস্ট, ২০১৬ দুপুর ১২:৩৫

সুখী মানুষ বলেছেন: toll এর উচ্চারণ সম্ভবত টোল হবে, সরি।

৩| ২৮ শে আগস্ট, ২০১৬ বিকাল ৫:৪৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: আহলান ভাই নিজ দায়িত্বে ো-কার বসাইয়া পইরা নেন ;)

টোল নিয়ে লাইভ ফান মজারু হইছে ;)

২৯ শে আগস্ট, ২০১৬ দুপুর ১২:৩৬

সুখী মানুষ বলেছেন: সরি ভাই, বানান ঠিক করে দিচ্ছি। আমি বানান এর দিক দিয়ে মীর মশারফ হোসেনের মত ;)

৪| ২৮ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:৫৩

সুমন কর বলেছেন: মজার !

২৯ শে আগস্ট, ২০১৬ দুপুর ১২:৩৯

সুখী মানুষ বলেছেন: সাধারণ জীবনে একটু কথা'র টুইষ্ট আর কি...

৫| ২৮ শে আগস্ট, ২০১৬ রাত ৮:১৪

ঢাকাবাসী বলেছেন: মোটামুটি মজার।

২৯ শে আগস্ট, ২০১৬ দুপুর ১২:৩৯

সুখী মানুষ বলেছেন: :) কথার মার প‌্যাঁচ আর কি... ;)

৬| ২৮ শে আগস্ট, ২০১৬ রাত ৯:১৯

রাজীব নুর বলেছেন: আমার কেন জানি মনে হচ্ছে, দিন দিন আমরা মাথা মোটা জাতিতে পরিণত হচ্ছি।

২৯ শে আগস্ট, ২০১৬ দুপুর ১২:৪০

সুখী মানুষ বলেছেন: হুম, আমার এমন সাদামাটা কথাবার্তার পোষ্টই তা প্রমান করে...

৭| ২৯ শে আগস্ট, ২০১৬ ভোর ৫:৩৮

ফেরদৌসা রুহী বলেছেন: হুম সময়টা গাড়িতে ভালো কেটেছে কিছুক্ষণ বুঝা গেল।

২৯ শে আগস্ট, ২০১৬ দুপুর ১২:৩৯

সুখী মানুষ বলেছেন: জ্বী, ভদ্রলোকের সেন্স অব হিউমার মারাত্বক হাই। আড্ডায় বসলে আর উঠতে ইচ্ছা হয় না...

৮| ২৯ শে আগস্ট, ২০১৬ রাত ১১:০৮

প্রামানিক বলেছেন: আপনার মজার মজার লেখা ভালই লাগে।

৩০ শে আগস্ট, ২০১৬ বিকাল ৩:০৩

সুখী মানুষ বলেছেন: প্রামানিক ভাই, আপনি তো আমার একেবারে আপনার লোক ;) তাই ভালো লাগে হয়ত...

৯| ২৯ শে আগস্ট, ২০১৬ রাত ১১:৫২

ডঃ এম এ আলী বলেছেন: খুব ভাল লাগল কোতুকময় ছোট গল্পটি ।
শুভেচ্ছা রইল সুখী মানুষের প্রতি ।

৩০ শে আগস্ট, ২০১৬ বিকাল ৩:০৪

সুখী মানুষ বলেছেন: বাস্তব অভিজ্ঞতা তো ভাই... :)

১০| ৩০ শে আগস্ট, ২০১৬ রাত ৯:৪৮

মাহবুবুল আজাদ বলেছেন: হা হা B-)

১১| ৩১ শে আগস্ট, ২০১৬ রাত ২:১৬

সুন্দর পৃথিবী/হাসান বলেছেন: সুখী মানুষ আমার বিশ্বাস আমাকে দুখী করবেন না। আমাকে একজন কয়েকটি প্রশ্ন করেছেন আমি প্রশ্ন গুলোর জবাব পাচ্ছিনা আমার বিশ্বাস আপনি আমাকে সহযোগীতা করলে প্রশ্নগুলোর জবাব পেয়ে যাব।দয়া করে প্রশ্নগুলোর বিস্তারীত জবাব সংগ্রহ করে দিলে খুশি হবো।
প্রশ্ন: {এক} ”মহান আল্লাহ কুরআনে বলেছেন আনুগত্য কর আল্লাহর, আনুগত্য কর রাসুলের” আমার প্রশ্ন হলো আল্লাহর আনুগত্য বলতে কি বুঝায় এবং রাসুলের আনুগত্য বলতে কি বুঝায় বা আল্লাহর আনুগত্য কিভাবে করবো এবং রাসূলের আনুগত্য কিভাবে করবো?
প্রশ্ন: {দুই} কুরআনে মহান আল্লাহ দুইটি সূরার দুই আয়াতে বলেছেন আমি মানুষ কে শক্ত মাটি থেকে সৃষ্টি করেছি এবং এবং অন্য আয়াতে বলেছেন-নরম মাটি থেকে সৃষ্টি করেছি। দুই জায়গায় দুই রকম বলেছেন কেন?
প্রশ্ন: {তিন} “সময়কে গালি দিওনা আমিই সময়” এ বক্তব্যটি দিয়ে কি বুঝাতে চেয়েছেন এবং বক্তব্যটি কোরআনের না হাদীসের ?

৩১ শে আগস্ট, ২০১৬ বিকাল ৩:২২

সুখী মানুষ বলেছেন: ভাই আমি ধর্ম সম্পর্কে কম জানি।
ভালো হয় যদি আপনি এই ভদ্রলোকের ভিডিও দেখেন। তিনি স্কাইপেও উত্তর দেন...
https://www.youtube.com/user/JajaborTheNomad/videos
Skype: jajabor9

১২| ৩১ শে আগস্ট, ২০১৬ বিকাল ৫:৫০

পবন সরকার বলেছেন: মন্দ বলেন নাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.