নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুখীমানুষ

সুখী মানুষ

সত্যিকারের সুখীমানুষের সাথে আমার একটাই পার্থক্য, সুখীমানুষের গায়ের জামা ছিলো না, আমার আছে।

সুখী মানুষ › বিস্তারিত পোস্টঃ

নিরহংকার হতে দেশ আমাকে সাহায্য করছে...

০৬ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:৩৩

জন্মভূমি আমারে নিরহংকারী হইতে সাহায্য করতেছে।
কবিগুরু বাংলাদেশের নাগরিক ছিলেন না, তাই কষ্ট করে তিনি লিখেছিলেন, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। বাংলাদেশে জন্মাইলে তার আর দোয়া টোয়া করা লাগতো না অহংকার চোখোর জলে ডুবানোর জন্য। এমনি এমনিই অহংকার নাক দিয়া, চোখ দিয়া বাইর হইতো।

আমাদের জমির উপর থেকে পল্লী বিদ্যুতের খুঁটি সড়াইতে গিয়া তা হাঁড়ে হাড্ডিতে টের পাইতেছি। জমিতে পুকুর কাটবো, খুঁটি জমির মাঝখানে। খুঁটিটা চার, পাঁচ হাত এদিক সেদিক সড়ায়ে দিলেই হয়। তারজন্য কেন আমাকে ১৫০০ টাকা দিয়ে এপ্লাই করা লাগলো? আমার দোষ কোথায়? প্রথম প্রশ্ন হইলো, কেন আমি ১৫০০ টাকা দিবো, কেন? এইটাই পল্লী বিদ্যুৎ এর নিয়ম। কিন্তু কেন!

কথা হয়ত এতদূর আসতো না। আসছে, কারন এখন আবার ৬৫ হাজার টাকা চাচ্ছে। পরে আরো কত চাইবো কে জানে! দেখি, আজকে বড় ভাই গেছেন কুমিল্লার জোনাল অফিসে। আমি স্পষ্ট বলে দিছি, ৬৫ পয়সাও না। টাকা বল ার ুটকি দিয়া বের হয় না।

দেশের নিয়ম, দুর্নীতি আমারে বাধ্য করতেছে ফিল করতে, আমার নিজের জমিটাও আমার না।
আমার শরীরতো জ্বলতেছে প্রথম ১৫০০ টাকা'র কারনেই! কেন আমি ১৫০০ টাকা দিবো? খুঁটি সড়ায়ে নেওয়ার এপ্লাই করতে ১৫০০ টাকা কেন লাগবে? কেন!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.