![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যিকারের সুখীমানুষের সাথে আমার একটাই পার্থক্য, সুখীমানুষের গায়ের জামা ছিলো না, আমার আছে।
প্রায়ই ভাবি, দশ বছর যাবৎ সামুতে আছি। ইদানিং ব্লগারদের সাথে ব্যক্তিগত যোগাযোগ নাই। যদি মরে যাই, ব্লগের কেউ তো জানতেই পারবে না! তাহলে কালো ব্যাজে আমার ছবি ঝুলাবে কে!
২৯ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৩৬
সুখী মানুষ বলেছেন: লাভ নাই। ইদানিং অন্য ব্লগাররা আমাকে যে হারে অভিযোগ, অপমান করতেছেন! আমার দোষ, আমি অন্যের ব্লগে মন্তব্য করি না। তাই মরার আগে আপনারে জানায়ে উল্টা আপনারে গালি খাওয়ার রাস্তা করে দিবো । দরকার নাই, সুখে আছেন, সুখে থাকেন মিঞা ভাই।
২| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:২৭
নতুন বলেছেন: আমি মারা গেছি শিরোনামে একটা ব্লগ লিখবেন তবেই সবাই জানতে পারবে।
২৯ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৩৭
সুখী মানুষ বলেছেন: দোযখে পাবো ওয়াইফাই!
৩| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:২৯
রুবিনা পাহলান বলেছেন: এক কাজ করুন আপনার পাসওয়ার্ডটা আমাকে দিয়ে যান আমি ঝুলাইয়া দিমুনে------
২৯ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৩৮
সুখী মানুষ বলেছেন: বউয়ের কাছে চড়ামূল্যের ব্যবসা করতে চান, তাই না?
আপনি দুষ্ট
৪| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:৩২
এ আর নির্ঝর বলেছেন: ছবি ঝোলানো কি খুব জরুরী।
২৯ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৩৯
সুখী মানুষ বলেছেন: ফানি পোষ্টে এত সিরিয়াস হইলেতো ভয় পাই মিঞা ভাই
৫| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:৪১
সাহসী সন্তান বলেছেন: সুখি মানুষ হঠাৎ মৃত্যু চিন্তায় বিভোর? ব্যাপারটা বেশ ভাবনারই বলতে হবে!
নিঃস্বন্দেহে একটা স্টিকি যোগ্য পোস্ট! কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি......
২৯ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৪০
সুখী মানুষ বলেছেন: একমাত্র আপনিই এত ভালোবাসা দেখানের সাহস করলেন, সাহসী সন্তান কি না
সুখে থাকেন মিঞা ভাই।
৬| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:৪৫
শায়মা বলেছেন: এই কথা আমিও মাঝে মাঝে ভাবি। আমি মরলে কেউ তো জানবেই না।
তবে এই পোস্টের কমেন্টগুলো দেখে হাসতে হাসতে মরলাম।
বিশেষ করে নতুনভাইয়ার কমেন্ট দেখে কয়েকবার মরলাম।
আমার ছবিও এখন ঝুলানো যেতে পারে।
বেঁচে থাকতেই লুকাই লুকাই দেখে যাই মরলে কি হয়, কে কি বলে!
২৯ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৪১
সুখী মানুষ বলেছেন: মরলে কে কী বললো'র কোন ভেল্যু নাই। কারন যে ভালোবাসে, সে তো শোকে বোবা হয়ে যাবে, তার কথা তো আর জানতেই পারবেন না! যারা ভালোবাসে না, শুধু মুখ চিনা চিনে, তাদের মতামতে আর কী আসে যায়!
৭| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৩৪
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হ্যাঁ। হয়ত আমরা কেউই জানতে পারব না। আর জানলেও বা কি লাভ হবে বলেন- আমরা সবাই হারিয়ে যাচ্ছি। একদিন সব কিছুই মুছে যাবে! এটাই বাস্তব।
২৯ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৪৩
সুখী মানুষ বলেছেন: আজকাল স্বর্গ, নরকেও ওয়াই ফাই চালু'র প্রজেক্ট সৃষ্টিকর্তা নিতেই পারেন! সব কিছুইতো দিনে দিনে আপডেট হয় মিঞা ভাই!
৮| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:৩৬
সঞ্জয় নিপু বলেছেন: তাইলে আগে থেকে কিছু ছবি তুলে রাখতে হবে ডি এস এল আর দিয়ে আর সামু তে মেইল দিয়ে রাখমু যাতে মারা গেলে ঐ খান থেকে ছবি বাছাই করে একেক দিন একেকটা ঝুলাইয়া দিতে পারে, একই ছবি প্রতিদিন দেখতে কেমন লাগে ? কি বলেন কাল্পনিক ভাই ?
২৯ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৪৪
সুখী মানুষ বলেছেন: দিবো তো শোকের কালো ছবি, রঙ্গীণ ফটো তুইলা কোন লাভ নাই মিঞা ভাই!
৯| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:১৭
বিচার মানি তালগাছ আমার বলেছেন: ঝুলাইলেই কি না ঝুলাইলেই কি? আপনি কি জানবেন কিছু?
২৯ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৪৫
সুখী মানুষ বলেছেন: আরে ভাই লুঙ্গিতেও জিপার লাগানোর ইচ্ছা করেনা মাঝেমাঝে?
১০| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:২৯
সুমন কর বলেছেন: ঝুলাবে নাকি ঝুলাবে না....এতে কোন লাভ নাই !!
২৯ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৪৭
সুখী মানুষ বলেছেন: হ,
ভাইবে সুখীমানুষ বলে
কোন কিছুতেই কোন লাভ নাই, মৃত্যু হলে।
১১| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৪৮
মারুফ মোহাম্মদ বদরুল বলেছেন: অামরা অাপনার ফটু ঝুলাইতে পারি আর না পারি আপনাকে ঝুলাইতে পারবো ঝুলবেন ভাইজান?
২৯ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৪৮
সুখী মানুষ বলেছেন: কবি বলেছেন,
ভয় দেখায়ো না বিবাহিত নরে
বউ ছাড়া আর কোন ভয় তারে নোয়াতে না পারে...
১২| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:২৭
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: হয়ত আমরা কেউই জানতে পারব না। আর জানলেও বা কি লাভ হবে বলেন- আমরা সবাই হারিয়ে যাচ্ছি। একদিন সব কিছুই মুছে যাবে! এটাই বাস্তব।
কা ভার এই মন্তব্যটি নির্মম হলেও ১০০% সত্য।
২৯ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৫১
সুখী মানুষ বলেছেন: সত্য যে বড় কঠিন
আমি কঠিনেরে ভালোবাসিলাম...
১৩| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৫৭
মোটা ফ্রেমের চশমা বলেছেন: ছবি ঝুলানো হয়- কথাটা একটু সস্তা হয়ে গেলো না?
২৯ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৩৪
সুখী মানুষ বলেছেন: এর চাইতে দামি বলতে পারলে অবশ্যই বলতাম। সস্তা লেখা আপনার পড়তে হলো বলে ক্ষমাপ্রার্থী।
১৪| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:০৯
দিগন্ত জর্জ বলেছেন: আপনার ছবি ঝুলানো প্রসঙ্গে সামু কর্তৃপক্ষ বরাবর একটা এপ্লিকেশন দিয়ে রাখেন। সাথে আপনার মরার ডেট টাও দিয়েন।
১২ ই মে, ২০১৭ দুপুর ১:৪৭
সুখী মানুষ বলেছেন: চিন্তা করছেন দিগন্ত ভাই! এত সহজ বুদ্ধিটা মাথায় আসলো না!
আচ্ছা দেখি, সুন্দর একটা ফটু খুঁজি।
১৫| ১১ ই মে, ২০১৭ সকাল ৭:৪৫
হাফিজ রাহমান বলেছেন: সত্যিই আপনিক একজন অসম্ভব রকমের সুখী মানুষ। সুতরাং প্রকৃত সুখী মানুষটার সাথে আপনার যে ব্যবধানটুকু রয়ে গেছে সেটুকু ঘুচিয়ে ফেলুন। তখন আপনার সুখী মানুষ হওয়ার ব্যাপারে কেউ দ্বিধা করবে না।
১২ ই মে, ২০১৭ দুপুর ১:৪৬
সুখী মানুষ বলেছেন: হাফিজ ভাই, নামটা বদলাবো ভাবতেছি। আসেপাশের এত কিছু দেখে আজকাল আর সুখী ভাবি না নিজেরে। শুধু পরিবারটায় যখন আসি, তখনই সুখী মনে হয়।
©somewhere in net ltd.
১|
০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:২৪
পবন সরকার বলেছেন: আপনি মরার আগে আমারে জানায়া যাইয়েন যদি বাইচা থাকি তাইলে ব্লগে ছবি দেয়ার চেষ্টা করুম।