নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুখীমানুষ

সুখী মানুষ

সত্যিকারের সুখীমানুষের সাথে আমার একটাই পার্থক্য, সুখীমানুষের গায়ের জামা ছিলো না, আমার আছে।

সুখী মানুষ › বিস্তারিত পোস্টঃ

বাবারে বাবা...উনারে কে নিবে?

০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৪৪

অপরিচিত নম্বর থেকে ফোন আসলো, কড়া কণ্ঠ
- হ্যালো, আপনি জাহাঙ্গীর অরুণ?

চট্ করে অনেকগুলা জিনিস ভাবলাম।
১) যেহেতু জাহাঙ্গীর অরুণ বলছে, তারমানে ফেসবুক রিলেটেড কেউ। কারন আমার সার্টিফিকেটের নাম মোঃ জাহাঙ্গীর হোসেন, আর ডাক নাম অরুণ। ফেসবুকে আমার দুই নামের জোড়া দেওয়া।
- ভাবলাম, ফেসবুকে কি কাউরে উত্যাক্ত করছি? নাহ তো!
- ফেসবুকে কারো বউয়ের সাথে ইনবক্সে কোন লটরপটর টাইপ কথা বলছি? নাহ তো!
তাইলে ফেসবুকের কেউ কেন আমারে কড়া কণ্ঠে কথা বলবে?
- ভাবলাম, রাষ্ট্র নিয়া কিছু বলছি? নাহ তো, যে মাটিতে শোয়ে আছে আমার মা, জননী জন্মভূমি, এই মাতৃভূমি নিয়া নেগেটিভ কিছু কেন লেখবো!

তারপর ওপাশ থেকে আবার প্রশ্ন আসলো
- আচ্ছা আপনি কি বৈশাখী টিভি'র আইটি হেড?
- জ্বী
এখনো বুঝতেছি না, মোটিভটা কী লোকটার! হোমড়াচোমড়া কেউ না তো? রাষ্ট্রীয় বড় কোন কর্মকর্তি না তো! এত কড়া কণ্ঠে কেন কথা বলতেছে!
- আচ্ছা আপনাদের এইখানে লোক নিওগের সিস্টেমটা কী?
হাফ ছেড়ে বাঁচলাম, বড় কোন কেস না। এবার ভাবা শুরু করলাম
- কোন সাংবাদিক নাহ তো? নিয়োগ নিয়া কোন ঝামেলা হইছে? নাহ তো, বছর তিনেক ধরেতো নতুন কেউ আইটিতে ঢুকে নাই! আর সাংবাদিক হইলে আমার সাথে কড়া গলায়তো কথা বলার কারনই নাই!

এমন করে আরো আট দশটা প্রশ্ন করলো। আমি হুম, হা দিয়া উত্তর দিলাম। আমারে কথা বলার কোন সুযোগই দিচ্ছে না! সামান্য সুযোগ পাইয়াই জিজ্ঞাসা করলাম
- ভাই আপনি নিজে কে!
- আমি ওমুকের রেফারেন্সে আপনারে ফোন দিছি। ওমুকতো আপনার বন্ধু, নাকি?
এই প্রশ্নও কড়া কড়া। ভাবটা এমন যে ওমুক যে আমার বন্ধু, এইটা আমার সাপ পুরুষের সবার ভাগ্য একত্র করে আমি পাইছি, তাই। আসল কথা হইলো, ওমুক আমার পরিচিত, বন্ধু না। কিন্তু এইসব কথা ওপেনলি বলা যায় না। বললাম
- আপনি বলেন

...
বহু কাহিনীর পর আমারে স্মার্টলি বললো
- ওমুক পোষ্টে আমি জয়েন করতে আগ্রহী। আপনারে একটা সিভি পাঠালে কিছু হবে?

টাআআ..ন দিয়া শ্বাস নিলাম বুক ভরে। সমস্ত শ্বাসটাকে নিঃশ্বাসে রুপান্তর করে ফোনের মাইক্রোফোনে ছেড়ে বললাম
- নাহ আমারে সিভি দিয়ে কিছু হবে না। চাকরী দেওয়ার মত আমি বড় কেউ না।

মন্তব্য ৯ টি রেটিং +১/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:০০

প্রামানিক বলেছেন: যাক-- - বাইচা গেছেন যে আপনারে সন্ত্রাসে পায় নাই।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:৫৮

সুখী মানুষ বলেছেন: সন্ত্রাস ভাবি নাই, ভাবছিলাম কোন ফাচুকি টাইপ অপরাধ করে ধরা পড়লাম কি না ;)

২| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:৩৬

ইফতি সৌরভ বলেছেন: হা হা হা!!!

এমনে যদি চাকরি চায়, কেমনে হবে?

১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:৫৯

সুখী মানুষ বলেছেন: আর ভাবেন, তার আন্ডারে যে চাকরী করবে তার সাথে ক্যামনে কথা বলবে!

৩| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:৪৭

শামচুল হক বলেছেন: ক্যান্ডিডেট বটে!!

১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:৫৮

সুখী মানুষ বলেছেন: আর সে কি রাশভারী কণ্ঠরে ভাই! ভয় পাইয়া গেছিলাম, সত্যি!

৪| ১১ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:০০

ইয়াছির মিশুক বলেছেন: হাহা মজাময়

১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:৫৯

সুখী মানুষ বলেছেন: আমার জন্য ছিলো ভয়ময়... :(

৫| ০৯ ই অক্টোবর, ২০১৬ রাত ১১:৩৯

Wahiduzzaman Utsho বলেছেন: :D কিছু বলতে হবে???

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.