![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যিকারের সুখীমানুষের সাথে আমার একটাই পার্থক্য, সুখীমানুষের গায়ের জামা ছিলো না, আমার আছে।
"সবার আগে সব সংবাদ" তো সবাই দেখায়। এখন দরকার একটা "সব পিছনের সংবাদ", ইংরেজীতে যারে বলে ফলোআপ।
- সাগর-রুনি, রাজন, তনু, খাদিজা... আপডেট কী?
- রামপালের অগ্রগতি কতদূর?
- বনের রাজা'র টাকাগুলা কী হইছে, লোকটা এখন কই?
- ঐশী'র ঘটনার কী হইলো?
- খালিদ হাসান মিলু'র ছেলে অমিত হাসান কি পারছে ফ্যামিলির হাল ধরতে?
- প্রাইম মিনিষ্টারের বাসভবনের সামনে যে একটা ছেলে প্ল্যাকার্ড নিয়া দাঁড়ায়ে ছিলো, সম্ভবত নরসিংদি'র। ছেলেটার ভিটামাটি কি বাঁচাইতে পারছিলো রাক্ষসদের হাত থেকে?
- রানাপ্লাজা'র রানা, হলমার্কের তানভির এখন কই?
- রিজার্ভ চুরি'র আপডেট কী? কতটাকা ফেরত পাইলাম, কত বাকী?
- রজা'র বেশ ধরা ডিসি সাহেব কি মজা করেই ড্রেস পড়ছিলেন? নাকি কোন ছোটখাটো এলাকার রাজা নিজেরে ডিক্ল্যায়ার দিয়া বসে আছেন?
- নারায়নগঞ্জের ঐ শিক্ষকের দিনকাল এখন কেমন যাচ্ছে?
- সাত খুন মামলার আপডেট কী?
এমন করে কিন্তু অন্তত কয়েকশো গুরুত্বপূর্ণ ঘটনার আপডেট বলা যাবে। যেগুলা সম্পর্কে পাবলিকের ইন্টারেষ্ট কারেন্ট নিউজের চাইতে বেশী। কারন মানুষ শেষ দেখতে চায়, ভালো কোন শেষ। আর পাবলিকের ইন্টারেষ্ট আছে এমন একটা বিষয়ে কোন অনলাইন নিউজ পোর্টাল হইতেই পারে। তাদের কাজই হবে অনুসন্ধান করে পুরানো ঘটনাগুলার আপডেট দেওয়া।
কোন কিছু কি এমন আছে? না থাকলে নিশ্চয়ই টাকাওয়ালা মানুষের অভাব নাই, যারা এই আইডিয়ায় কোন একটা নিউজপোর্টাল করে ফেলবে পারবে...।
১৭ ই অক্টোবর, ২০১৬ সকাল ১০:২৪
সুখী মানুষ বলেছেন: বিজন ভাই, ভালো আছি
আপনি এমন করে খবরাখবর নেন, একেবারে আপনজন মনে হয়
২| ১৬ ই অক্টোবর, ২০১৬ দুপুর ২:৩৬
কাবিল বলেছেন: সুন্দর আইডিয়া।
প্রিয় কেমন আছে?
১৭ ই অক্টোবর, ২০১৬ সকাল ১০:২৬
সুখী মানুষ বলেছেন: কাবিল ভাই, ফেবুতে প্রিয়'রে নিয়ে লেখি। ব্লগের মানুষের বড় অভিযোগ, বড় নিষ্ঠুর ভাবে সবাই এটাক করে কথা বলে
কেনম মন্তব্যের উত্তর দেই না, কেন অন্যের ব্লগ পড়ি না... ভাইরে এত অভিযোগ শোনতে ইচ্ছা করেনা। তাই ফেবুকে একটিভ বেশী থাকি। Jahangir Arun দিয়ে সার্চ দিলে পাবেন...
৩| ১৬ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:০১
সামিউল ইসলাম বাবু বলেছেন: অসংখ্য তারার মাঝে চাঁদ একটি তাই চোখে পড়ে, যদি উল্টোটা হয় তবেকি চাঁদকে কি কেও খুজবে?
অাজ চাঁদ কোথাই ...
১৭ ই অক্টোবর, ২০১৬ সকাল ১০:৩০
সুখী মানুষ বলেছেন: হুমম
৪| ১৭ ই অক্টোবর, ২০১৬ রাত ৩:১১
রক্তিম দিগন্ত বলেছেন:
ফলো আপ কেউ করতে চায় না। কারণ, এত বেশি ঘটনা ঘটছে যে - ফলো আপের জন্য পর্যাপ্ত সময়টাও আসছে না।
১৭ ই অক্টোবর, ২০১৬ সকাল ১০:২৯
সুখী মানুষ বলেছেন: কিন্তু ঐসব নিউজের আপডেটগুলা কি আপনারও জানতে ইচ্ছা করেনা!
৫| ১৭ ই অক্টোবর, ২০১৬ সকাল ১০:৩৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: মানুষ শেষ দেখতে চায়, ভালো কোন শেষ।
রাষ্ট্র যেমন মানুষের মতের তোয়াক্কা করে না , মিডিয়া এককাঠি বেশি সরেশ.। তাই উপেক্ষিত জন আকাংখা
আপনার আহবানে কেউ সাড়া দিক!
তকণ হয়তো ঘটনার নীচে ঘটনা চাপা পড়ে দূর্ঘটনার কলংকের পাহাড় জমবেনা !!!
++্
৬| ১৮ ই অক্টোবর, ২০১৬ রাত ১২:২৮
রক্তিম দিগন্ত বলেছেন:
নিউজের আপডেট আমার জানতে ইচ্ছা করলেই কে জানাবে আমাকে? জানানোর কেউ আছে?
একটা বড় ঘটনার পর আরেকটা বড় ঘটনা ঘটতেও খুব বেশি সময় লাগে না। সংবাদ দাতারাও ফলোআপে কিছুই করতে পারছে না, কারণ তাদেরকে আপডেট দিতে হচ্ছে নতুনটার।
স্বাভাবিক ভাবেই নতুন বিপর্যয়ের সময় পুরোনো ঘটনা জানতে চায় না কেউ ই। জানাতে গেলে সাধারণ মানুষই বিরক্ত হয়।
সো - পিছনের সব ভুলে সামনের দিকে এগিয়ে যাওয়া ছাড়া কিন্তু উপায়ও নেই আর।
সাধারণ একজন-দুইজনের কী ইচ্ছা তা কেউ ই জানতে চাইবে না। এমনকী আমাদের দেশের মানুষদেরকে সত্যটা জানালেও তারা জানতে চায় না।
ফলোআপ করতে চাইলে সাধারণ মানুষের মানসিকতা আগে পাল্টাতে হবে। নয়তো, কোন কিছুতেই কোন লাভ হবে না।
©somewhere in net ltd.
১|
১৬ ই অক্টোবর, ২০১৬ দুপুর ২:২৪
বিজন রয় বলেছেন: ফলোআপ কেউ করতে চায় না।
আপনি কেমন আছেন?