নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুখীমানুষ

সুখী মানুষ

সত্যিকারের সুখীমানুষের সাথে আমার একটাই পার্থক্য, সুখীমানুষের গায়ের জামা ছিলো না, আমার আছে।

সুখী মানুষ › বিস্তারিত পোস্টঃ

টেলিটকের ভালোবাসা!

০৫ ই নভেম্বর, ২০১৬ সকাল ১১:১১

টেলিটকের ২৭০০ নম্বর থেকে গত কয়েকদিন ধরে আমারে ভালোবাসা'র কথা পাঠাচ্ছে।
প্রথমে ভাবলাম, কেউ দুষ্টামি করে হয়ত নম্বর হাইড করে সামহাউ আমার সাথে মজা করতেছে। বৌয়ের বান্ধবী, টান্ধবী হবে হয়ত। ভয়ে উত্তর দিলাম না।

হঠাৎ মনে হইলো, কোন ভেল্যু এডেড সার্ভিস আমারে বোকা বানাইতেছেনাতো আবার! করলাম, তাদের অফিসিয়াল ফেসবুকে নক। ওমা! সে দেখি আমারে ফোনে ফোন দিতে বলে! তাইলে তোরা অনলাইনে আছোস কেন? দিলাম ফোন
- হ্যালো, আমারে ২৭০০ থেকে ভালোবাসা'র কথা পাঠাচ্ছেন কেন?
- স্যার আপনি নিজে এই ভেল্যু এডেড সার্ভিসে এড রিকোয়েষ্ট পাঠিয়েছেন।
- আমি এক বাচ্চার বাপ, আমি ভালোবাসা শিখার জন্য টাকা খরচ করে আপনাদের সার্ভিস চাইবো! আর আমার সেন্ট এসেএমেসতো কোন রিকোয়েষ্ট এসএমএসের হিষ্টোরিও নাই!
- জ্বী স্যার, যে ভাবেই হোক, আপনি সাবস্ক্রাইব করেছেন।
- তো বন্ধ করবো কিভাবে?
- স্যার আপনিতো বন্ধ করতে পারবেন না।
- বাহ মজা তো! অন্ধরে রাস্তা পার করে দিবেন, অন্ধ বলবে যে আমি রাস্তা পার হইতে চাইনা। তবু জোর করে পার করে দিবেন?
- স্যার আর কিছু বলবেন?
- তো বন্ধ করার কোনই রাস্তা নাই?
- স্যার আপনার কমপ্লেইনটা রাখলাম, ৭২ ঘন্টা পর আপনাকে জানানো হবে।

-০-
প্রথম কথা, আমি ২৭০০ এ সাবস্ক্রাইব করি নাই, কেন জোর করে আমাকে সাবস্ক্রাইবার বানিয়ে আমার কাছ থেকে টাকা কেটে নেওয়া হলো?
দ্বিতীয় কথা: কেন আমি নিজে নিজে এই সার্ভিস অফ করতে পারবো না? কেন ৭২ ঘন্টা সময় নিয়ে আপনারা বিবেচন করবেন যে বন্ধ করবেন কি না। তাহলে প্রতি এসএমএসে যে টাকাটা কাটবে, তা ফেরত দিবে কে!
তৃতীয় কথা: অলরেডি যে টাকা কেটে নেওয়া হলো তা কি ফেরত দেবে কে!

টেলিটকের হেড এর নাম কি মগ? আমি কি মগের মুল্লুকের সিম চালাই?

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৫ ই নভেম্বর, ২০১৬ দুপুর ১২:০১

আবুল হাসান নূরী বলেছেন: Stop All লিখে 2700 নম্বরে এসএমএস করুন। সার্ভিসটি সাথে সাথে বন্ধ হয়ে যাবে।

০৫ ই নভেম্বর, ২০১৬ দুপুর ১:০১

সুখী মানুষ বলেছেন: ধন্যবাদ ভাই, দেখি আগে এরা কী করে।
এমন সিস্টেম থাকলে কাষ্টমার কেয়ার থেকে কেন বলবেনা?
যদি কিছু না হয়, তো এই লিখে এসএমএস করবো...

২| ১৪ ই নভেম্বর, ২০১৬ রাত ১:৩৫

ভ্রমরের ডানা বলেছেন:
আপনার ছবি দেখে আসলেই সুখী লাগতেছে। মান্না দের গান টা মনে পড়ে গেল-

সবাই তো সুখী হতে চায়....

২০ শে নভেম্বর, ২০১৬ রাত ২:১৭

সুখী মানুষ বলেছেন: সুখী মানুষের চা খেয়ে যান একদিন ;)

৩| ২০ শে নভেম্বর, ২০১৬ রাত ২:৫৭

ভ্রমরের ডানা বলেছেন: দেন চা!

২০ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৩:০৪

সুখী মানুষ বলেছেন: ঢাকায় আছেন? মহাখালী আসলে ০১৫৫২৩০৩৬৯৬ এ কল দিয়েন ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.