![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যিকারের সুখীমানুষের সাথে আমার একটাই পার্থক্য, সুখীমানুষের গায়ের জামা ছিলো না, আমার আছে।
উপকার করার একটা একটা ফল বলি।
ক, খ দুই ভাই। সম্ভবত ৭৪ সালের দিকে তাদের জমিজমা আমাদের কাছে বিক্রি করে চলে গেলো পার্বত্য চট্রগ্রামে। টাইলং নামের কোন একটা জায়গায়। সমতলে থাকা মানুষের জন্য পার্বত্য জীবনের মত কঠিন সংগ্রাম করা সহজ না। মেলেরিয়ায় আর খাবার অভাবে কিছুদিন ভুগে আবার ফেরত চলে আসলো।
গ্রামে দুষ্টুলোকের কোন কালেই অভাব ছিলো না। তাদেরকে বুদ্ধি দিলো, তোরা মাওলানানার নামে মামলা করে দে। বল্ জোর করে তোদের জমি কিনে নিছে। মাদ্রাসা শিক্ষক দাদা আমার অকূল পাথারে পড়লেন। সম্পদবিমুখী জ্ঞানপিপাসু দাদা আমার তার সন্তানদেরকে দোষা শুরু করলেন। তোরা কী করবি জমিজমা দিয়ে! এই যন্ত্রনা এখন তোরাই পোহা। ক,খ যন্ত্রনা আমাদেরকে ভালোই দিলো। যন্ত্রনা দিতে গিয়ে নিজেদের হাতে ফেরত নিয়ে আসা জমানো অর্থ যখন শেষ। তখন আর কোন বুদ্ধিদাতা এদের নাই।
একদিন সকাল বেলা দুই ভাই আমাদের বাড়ী হাজির
- ভাই, অন্যের কথায় তোমারে যন্ত্রনা দিছি। এখন তোমরা ছাড়া আর কোন আশ্রয় দাতা নাই।
আমাদের বাড়ী থেকে আরো প্রপারে, মেইনরোডের একটা জমি দেখায়ে বললো
- এই জমিটাতে আমাদেরকে কিছু দিন থাকতে দাও। সারা জীবনের জন্য তোমাদের কাছে ঋণী থাকবো।
সারা জীবন তারা আমাদের কাছে আরো ঋণী হতেই থাকলেন। ছোট বেলায় দেখতাম, বাড়ীতে বিচার নিয়ে আসছে লোকজন।
- তোমরা যে বজ্জাত ঠাঁই দিছো, তারা আমার এই ক্ষতি করছে। এখন তোমরা এর ক্ষতি পূরণ দাও।
কুমিল্লা হইলো, মামলাবাজদের এলাকা। হাতে কোন ব্যস্ততা না থাকলে মানুষ শহরে গিয়া একটা মামলা করে আসে। এলাকায় একটা সময় আমাদেরকে হুমকি দেওয়ার একটা সুযোগ তৈরী হয়ে গেলো।
- এই সুবিধা দাও, না হয় মামলা করে দিবো, তোমাদের লোকই সাক্ষি দিবো।
এই আমাদের লোক গত তিরিশ, চল্লিশ বছর ধরে এমন করেই আছে। কিছুদিন আগে কে যেন তাদেরকে বুদ্ধি দিছে
- কোন জায়গায় এক যুগের বেশী থাকলে, তারা এই জমির মালিক হয়ে যায়।
এই কথা প্রচারের পর মনে হইলো, নাহ তাদেরকে এখন অন্তত বলা উচিৎ, কিছু দিন তোমাদের শেষ হইছে, এখন নিজের পথ দেখো। এলাকায় এখনো খারাপ লোকের অভাব নাই। ক, খ মারা গেছে কিছুদিন আগে। তার সন্তানেরাও একই পথে হাঁটা ধরলো।
একটু আগে আব্বা ফোন দিয়ে কয়
- বাবা ওরা উঠার জন্য কিছুটা রাজি হইছে, তবে একটা কিন্তু আছে।
- কী কিন্তু!
- ক'র পোলারা একটা জায়গা কিনছে, এইটা বাড়ী বানানোর মত রেডি করে দিতে হবে। আমাদের জমি থেকে মাটি দিলে মনে হয় লাখ খানেক টাকা হইলেই হবে। আর খ'র পোলাপানেরতো কোন জমি নাই। এদেরকে আমাদের অন্য একটা জায়গায় থাকার ব্যবস্থা করে দিতে হবে, অন্তত পাঁচ বছরের জন্য।
আমি অবাক হয়ে বললাম
- আমাদের জায়গায় প্রায় চল্লিশ বছর থাকলো! এরপরে আবার টাকা দিয়ে বাড়ী বানায়ে অন্য জায়গায় শিফ্ট করায়ে দিতে হবে? কারা এই সিদ্ধান্ত দিলো!
আব্বা কোন উত্তর দিলো না।
উপকারকারীকে বাঘে খায়, এই প্রবাদ এমনি এমনি তৈরী হয় নাই। ব্যক্তিগতভাবে বহু বন্ধুকে, আত্মীয়কে বিপদে টাকা ধার দিয়েছি। টাকা'র সাথে শেক্সপিয়ারের সূত্রমত সম্পর্কও গেছে। টাকা দিয়ে বিপদে সাহায্য করেছি। পরে তাদের চাহিদা বৃদ্ধি পেয়ে দিনের পর দিন আমাকে বিব্রতকর অবস্থায় ফেলেছে।
উপকার যদি করতেই হয়, তবে তা নিজেকে করা ভালো, যেন কোনদিন অন্যের কাছে উপকার চাইতে না হয়।
২| ১০ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৯:৪৩
জগতারন বলেছেন:
এখানে আপনি যা উল্লেখ করলেন তা আপনার বা আপনাদের ব্যাক্তিগত সমস্যা। এই সমস্থ জগা খিচুরি ব্লগে আনেন কেন।
এখানে এমন কিছু পড়তে চাই যা সুখপাঠ্য হয়, সার্বজনিন শিক্ষা হয়, উপকারে আসে বা আমার জন্য কিছু আছে ইত্যাদী। বেশি করে ব্লগে অন্যান্যদের লিখা পড়ার অভ্যাস করুন বুঝতে পারবেন।
১৩ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৪৬
সুখী মানুষ বলেছেন: ব্যাক্তিগত সমস্যার অভিজ্ঞতা কি অন্য কারো কাজে লাগে না? অন্য কেউ যদি তাদের জমিতে এমন করে কাউকে আশ্রয় দিয়ে থাকে, তিনি সিদ্ধান্ত নিতে পারবেন, এখনই বের করে দিবেন, নাকি একেবারে জমিটা দিয়ে দেবার পথে যাবেন।
অন্যদের পোষ্ট কী পড়বো? আপনি নিজেইতো কোন পোষ্ট দেন নাই। বছর দশেক আগে যখন ব্লগিং করতাম, তখন অবশ্য যা মনে আসতো তাই লেখতাম। ভাবনা গুলা, কথাগুলা প্রকাশের একটা প্লাটফর্ম ছিলো। ইদানিং আপনার মত অনেকেই একই কথা বলছেন। অন্যদের পোষ্ট না পড়ে অনেক পিছিয়ে গেছি। মনে হচ্ছে এখন রবীন্দ্রনা, নজরুল না হলে ব্লগে কিছু লেখা ঠিক না।
৩| ১৭ ই মে, ২০১৭ সন্ধ্যা ৬:৩৬
সপ্নীল বলেছেন: @জগতারন আপনি কি ব্লগার? @জগতারন আপনি কি ব্লগার? আপনার প্রোফাাইল দেখলাম
যার পোষ্টে মন্তব্য করেছেন তার প্রোফাইল পড়েছেন?@জগতারন আপনি কি ব্লগার? @জগতারন আপনি কি ব্লগার? আপনার প্রোফাাইল দেখলাম
যার পোষ্টে মন্তব্য করেছেন তার প্রোফাইল পড়েছেন?
এ পর্যন্ত কোন পোষ্ট না দিয়ে একজন ৯ বছর ৮ মাসের পুরনো ব্লগারের পোষ্টে এমন মন্তব্য কাম্য নয়। ব্লগ পড়ুন শিখুন কিভাবে মন্তব্য করতে হয়। ওনার সবগুলো পোষ্ট পড়ুন।
আমি নিজেও কোন ব্লগার না, বা সুখী মানুষ ভাইকে চিনিও না, কিন্তু আপনার মন্তব্যটা মানতে পারলাম না তাই লিখলাম।
ভাল থাকুন সুস্থ ব্লগিং এ সহযোগিতা করুন।
@লেখক, আপনার মত ঠিক না তবে উপকার করে নিজেও বহু ধরা খেয়েছি, তার পরেও বলব উপকার করার সুযোগ পেলে করা উচিৎ।
ভাল থাকুন, সুখে থাকুন। ওহ আপনি তো এমনিতেই সুখী মানুষ।
১৮ ই মে, ২০১৭ সকাল ১১:০৬
সুখী মানুষ বলেছেন: নাম সুন্দর, মনও সুন্দর।
আপনার মত সুন্দর, সম্মান করে কথা বলা মানুষ আজকাল খুব কম ভাইজান।
ফেসবুকে আমি নিউজের পাশাপাশি মন্তব্যগুলাও পড়ি। মন্তব্যগুলা পড়ে আমি হতাশ। আমরা এত নোংড়া জাতি! সাগর সমান খারাপ মানসিকতার মানুষের ভীড়ে আপনি ভাসমান খড়কুটার মতই। এই সংখ্যাটা আরো কমে যাচ্ছে ।
ধন্যবাদ ভাই। আগের মত সময় পই না, ব্লগ পড়ার। ফেসবুকে স্টেটাস দেওয়ার জন্য সামুতে বাংলা টাইপ করি। মাঝেমাঝে পোষ্টও দিয়ে দেই। নব্য ব্লগাররা তাই এক হাত নেয়, অনেকে অভদ্রভাবেই নেয়। আমি ধরেই নিয়েছি, আমাদের সময়ের সুন্দর কথাবলা ব্লগাররা আজকাল আর ব্লগ করেন না।
৪| ১৮ ই মে, ২০১৭ দুপুর ২:১২
সপ্নীল বলেছেন: ধন্য হলাম আমাকে নিয়ে আপনার মন্তব্যে। আমি মুলত অলস একজন পাঠক, চুপি চুপি ব্লগ পড়ে যাই, মন্তব্য খুব কম করি। আমি যতদুর দেখেছি আপনি সুস্থধারার একজন ব্লগার, ছোট ঘটনা থেকে পয়েন্ট বের করে লিখেন, কখনো পজেটিভ রসাত্নক কিছু কখনো শিক্ষণীয় কিছু। কাল আপনাকে নিয়ে এই মন্তব্য টা মানতে পারিনি তাই লিখেছি। ব্লগ একটি খোলা প্লাটফরম এখানে সবাই সবকিছু লিখতে পারে শুধু অস্লিলতা কিংবা কারো অনুভুতিতে আঘাতকারী কিছু না হলেই হল।
আবারও ধন্যবাদ আপনার সুন্দর জবাবের জন্য। সুস্থ ব্লগিং সুস্থ মন্তব্য কাম্য সবার কাছে।
ভাল থাকুন নিরন্তর, আর আপনার প্রিয়কে প্রিয়তোষ আদর আর ভালবাসা দিবেন। ভাল থাকুক সবার বুকের প্রিয় কিংবা প্রিয়জন।
©somewhere in net ltd.
১|
০৮ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:১৭
রানা আমান বলেছেন: উপকারকারীর অপকার সেতো আর নতুন কি ! আমরা জাতি হিসেবে উন্নত তো তাই ।