![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যিকারের সুখীমানুষের সাথে আমার একটাই পার্থক্য, সুখীমানুষের গায়ের জামা ছিলো না, আমার আছে।
কাক একটা ঝাড়ু'র শলাকা টানাটানি করতেছে। আমি মনে মনে ভাবতেছি, কাক এত বুদ্ধিমান প্রাণী! অথচ এতক্ষণ ধরে এর টানাটানি করা লাগে? দূরের ছাদে, তাই ভালোমত দেখতে পাচ্ছিলাম না। যখন উড়ে কাছে আসলো, তখন দেখি ঠোঁটে আট, দশটা শলাকা! তারমানে একটা একটা করে না নিয়ে সে অনেকগুলা করে নিয়ে যাচ্ছে। পাশের গাছে উড়ে গিয়ে বসলো। সেখানে বাসা বানাচ্ছে।
কোকিলের এমনি কণ্ঠ বড়ই কর্কশ। বসন্তে যখন প্রেমিকাকে কাছে টানতে ডাকাডাকি করে, তখন কণ্ঠে আহ্লাদের কুও কুও ডাক বের হয়। সাথে সাথেই মনে হইলো, আরে! কোকিলতো কিছু দিন পর ডিম দিবে! আর বুদ্ধিমান কাকের বাসা থেকে একটা ডিম ফেলে দিয়ে নিজে সেখানে সুযোগ বুঝে ডিম দিয়ে আসবে।
বিষয়টা হইতে পারে, কাক এই ক্ষেত্রে বুঝেই না যে ডিমটা কোকিলের। একটা কথা আছে-
কাকের বাসায় কোকিলের ছা
জাত-আনমান করে রা।
মানে, ডিম ফুটে বাচ্চা বের হবার পরেও কাক আর কোকিল দেখতে একই রকম। কাক বেচারাই এরে খাওয়ায় নিজের বাচ্চা মনে করে। কিন্তু যখন বড় হয়, তখন কা কা না ডেকে তখন কোকিলের মত করে ডেকে উঠে। এদ্দিনে বাচ্চাটা বড় হয়ে যায়। সে এখন স্বয়ংসম্পূর্নভাবে বাঁচতে প্রস্তুত।
অবশ্য এমনও হইতে পারে, কাক বুদ্ধিমান বলেই জেনেশুনে এই সেক্রিফাইটা করে। সে জানে কোকিল অলস, সে বাসা বাঁধবে না। তাই অন্যের ডিম জেনেও সে ডিমে তা দেয়, বাচ্চা ফুটায়। আর এখানেই চালাক আর বুদ্ধিমানের পার্থক্য। চালাক, নিজের লাভ ছাড়া কিছু বুঝে না। এতে অন্যের ক্ষতি হলেও তার কিছু যায় আসে না। আর বুদ্ধিমান আগে অন্যের লাভ দেখবে, পরে অন্যের ক্ষতি না হলে নিজের সুবিধার কথা ভাববে।
২৪ শে মার্চ, ২০১৭ সকাল ১০:২৪
সুখী মানুষ বলেছেন: কোকিল যেখানে আছে, ভালো না হয়ে তা উপায় আছে!
ধন্যবাদ ভাই।
২| ২৩ শে মার্চ, ২০১৭ বিকাল ৪:২০
নীল-দর্পণ বলেছেন: প্রথম ভাল লাগা
২৪ শে মার্চ, ২০১৭ সকাল ১০:২৩
সুখী মানুষ বলেছেন: নিরন্তর শ্রদ্ধা।
৩| ২৩ শে মার্চ, ২০১৭ বিকাল ৪:৩৮
অতঃপর হৃদয় বলেছেন: আপনার পোস্ট পড়ার সময় কোকিলের ডাক শুনতে পেলাম বাসার পাশের গাছ থেকে।
২৪ শে মার্চ, ২০১৭ সকাল ১০:২৩
সুখী মানুষ বলেছেন: পুরুষ মানুষ নিভৃতে নারীদের সাথে কত কুয়ারা করে! গোপন বিষয়টা ওপেন হয়ে গেলে, নিজের কাছেই মনে হয়, হায় হায় এইটা আমি! কোকিলের ডাক শুনলে আমার এমনটা মনে হয়। কত কুয়ারা করে তার নারী সঙ্গীরে ডাকে! এত কর্কশ কণ্ঠেও কত মধু নিয়ে আসতে পারে!
আপনি কোকিলের কুয়ারা শোনলেন মজা তো।
©somewhere in net ltd.
১|
২৩ শে মার্চ, ২০১৭ বিকাল ৪:১৪
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: ভাল পোষ্ট