![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যিকারের সুখীমানুষের সাথে আমার একটাই পার্থক্য, সুখীমানুষের গায়ের জামা ছিলো না, আমার আছে।
বিদেশে থাকে বলতে, আগে শুধু মালয়েশিয়া, সিঙ্গাপুর, মিডেলইষ্ট এইসবই জানতাম। আর মনে করতাম, থাইল্যান্ড মানুষ আসে ঘুরতে, মজা করতে। থাইল্যান্ডে রাস্তাকে সই বলে। এইখানে দেখি সইয়ে সইয়ে বাঙ্গালী! হোটেল ব্যবসা, রেষ্টুরেন্সট ব্যবসা, টুরিষ্ট গাইড কী না করে তারা! যারেই জিজ্ঞাসা করি
- কত দিন ধরে থাইল্যান্ডে আছেন?
সবারই উত্তর দেবার ভঙ্গিটা এক। তাচ্ছিল্যের স্বরে বলে
- খুব বেশী দিন না, বছর দশেক হইবো।
একটু আগে আবুল নামের এক আবুলের সাথে দেখা। যেন কত দিনের পরিচয়! এমন ভঙ্গিতে কথা বলা শুরু করলেন
- চলেন রাতের খাবারটা খাইয়া নেন। আর সকালের নাস্তা করার পর সস্তায় বাজার করার মার্কেট পাতুনামে ক্যামনে যাইবেন দেখাইয়াও দিমু।
গিয়ে দেখি ভাত খাইতে লাগে মোটামুটি ৪০০ বাথ। মানে বাংলাদেশী টাকায় এক হাজার টাকা, একজনের এক বেলার ভাত খাওয়া। পকেট থেকে মোবাইল বের করে সার্চ দিলাম, পাতুনাম মার্কেট। লোকেশন চলে আসলো। বাকীটা আগামী দিন দেখি...
০৮ ই এপ্রিল, ২০১৭ সকাল ১১:৩৬
সুখী মানুষ বলেছেন: বৌ, বাচ্চা সাথে ছিলো, বাকী দু:খের ইতিহসাটা বুঝে নেন...
২| ০৪ ঠা এপ্রিল, ২০১৭ রাত ১১:৫২
এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: বিদেশ গেলে স্বভাবতঃই দেশী লোক খুঁজি। কিন্তু মালয়েশিয়ায় একজন, সৌদি আরবে একজন আর অস্ট্রেলিয়ায় একজন ছাড়া বাংলাদেশীদের সাথে বিদেশে আমার অভিজ্ঞতা ভালো নয়। ব্যবসায়ী বাংলাদেশীরা বাংলাদেশীদের কাছে দাম বেশি নেয়। বিশেষ করে খাবারের দাম বেশি নেয়। শুধু মদিনায় মসজিদ-ই নবুবীর কাছে ঢাকা হোটেলে খাবারের দাম একটু কম মনে হয়েছে।
০৮ ই এপ্রিল, ২০১৭ সকাল ১১:৩৭
সুখী মানুষ বলেছেন: একই রকম অভিজ্ঞতা।
এরা বিদেশ গিয়ে ফাঁদ পাতে বাঙ্গালী ধরার জন্য ।
৩| ০৫ ই এপ্রিল, ২০১৭ রাত ১:০৯
অতঃপর হৃদয় বলেছেন: বিদেশে যাবো, ইচ্ছে আছে।
০৮ ই এপ্রিল, ২০১৭ সকাল ১১:৩৭
সুখী মানুষ বলেছেন: কক্সবাজারের চাইতেও কম খরচে বিদেশ ঘুরে আসা যায় আজকাল। সময় করে বের হয়ে পড়েন...।
৪| ০৫ ই এপ্রিল, ২০১৭ সকাল ১০:৫২
মোস্তফা সোহেল বলেছেন: বাকিটা দিয়েন তাড়াতাড়ি।
০৮ ই এপ্রিল, ২০১৭ সকাল ১১:৩৮
সুখী মানুষ বলেছেন: কমপ্লিট প্যাকেজ দিবে, আজ/কালের মধ্যে
দেশে আসলাম, আজ ভোরে..
৫| ০৯ ই এপ্রিল, ২০১৭ রাত ২:২৭
সচেতনহ্যাপী বলেছেন: মাগুর এবং কাজীর পেয়ারা মানে সেই ওজনের পেয়ারা পেয়েছিলাম(অনেক খুজে) দেশের চেয়েও কম দামে!!
সময়টা ৮০র দশকের প্রথম ভাগে।।
১২ ই এপ্রিল, ২০১৭ সকাল ১১:৫০
সুখী মানুষ বলেছেন: হ্যাঁ পেয়ারা সস্তা। ২০ বাথ এ একটা প্যাকেট পাওয়া যায় ফুটপাথে।
৬| ১২ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১:৪১
বিজন রয় বলেছেন: কেমন আছেন?
শুভনববর্ষ।
১৬ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৫:১২
সুখী মানুষ বলেছেন: বজিন রয় দা, আপনাকে না দেখে তো মন হয় বিজন দেশে ছিলাম
সুখে আছি দাদা। আপনার নববর্ষ কেমন গেলো? কী কী করলেন?
©somewhere in net ltd.
১|
০৪ ঠা এপ্রিল, ২০১৭ রাত ১১:৪৮
ওমেরা বলেছেন: সুখী মানুষ থাইল্যান্ডে ঘুরার সময় গায়ে জামাটা ছিল তো ?