![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যিকারের সুখীমানুষের সাথে আমার একটাই পার্থক্য, সুখীমানুষের গায়ের জামা ছিলো না, আমার আছে।
বউয়ের ঝাড়ি খেয়ে খেয়ে লোকটা একদিন মন থেকে দোয়া করলো
- ইয়া পরোয়ারদেগার, তুমি একদিনের জন্য আমারে বউ, আর ঐ মহিলারে জামাই কইরা দাও।
দোয়া'র গভীরতা এতই বেশী ছিলো, দোয়া কবুল হইলো। কিন্তু ভদ্রলোক যত সহজ মনে করছিলেন, মহিলাদের দায়িত্ব পালন করা আসলে এত সহজ না। সকাল বেলা উঠেই রান্না চড়াইলেন। এখন তার বউতো হয়ে গেছে জামাই! জামাই এসে বললো, গোসলের গরম পানি এখনো করো নাই! এক চুলা বন্ধ করে গরাম পানি বসালেন। গরাম পানি বাথরুমে দিয়ে আসলেন। গোসল করে এসেই, এখনো নাস্তা দাও নাই! নিজেই এবার শুরু করলো ঝাড়ি দেওয়া
- তুমি কি বউ বিয়া করছো! নাকি দশ হাত ওয়ালা দূর্গাদেবী বিয়া করছো!
সারা দিন, খাটা খাটনির পর সন্ধার পর ক্লান্ত শরীর নিয়ে বিছানায় পড়ে গেলো। ভাবলো, আর কয়েকটা ঘন্টা, এরপর আবার আমি পুরুষ হয়ে যাবো। আল্লাহ, কী করে পারে মহিলারা এত যন্ত্রনা নিতে!
কিন্তু না, মহিলাদের জীবন এত সহজ না। বৌতো এখন জামাই! জামাই অফিস থেকে ফিরেই বললেন, ভাত দাও। ক্লান্ত কণ্ঠে জবাব দিলো
- আমি উঠতে পারতেছি না, তুমি একটু নিয়া খাও না প্লিজ।
খুব রোমান্টিক স্বরে জামাই বললো
- নিয়া খাইতে পারি, তবে পুষায়ে দিতে হবে কিন্তু...।
ভদ্রমহিলা বিরক্ত হয়ে শুয়ে রইলেন। তার উত্তর দেবার শক্তিটা পর্যন্ত নাই। আর ঐদিকে ভদ্রলোক ভাত টাত খেয়ে রোমান্টিক মোডে বউয়ের কাছে আসলেন।
পরের দিন মহিলা'র পুরুষ হয়ে যাবার কথা ছিলো। কিন্তু না! মহিলাই থেকে গেলো! ভয়ে চিৎকার দিয়ে বললো
- আমি তো এক দিনের জন্য মহিলা হইতে চাইছিলাম! একদিন তো শেষ! আমি এখনো মহিলা কেন?
উপর থেকে গায়েবী বাণী আসলো
- গত রাতে তুমি বাচ্চার মা হতে চলেছো। যে দায়িত্ব নিয়েছো, তা থেকে আগে মুক্তি পাও। পরবর্তী নয় মাসের জন্য অন্তত তোমার বউ সেজে থাকতে হবে।
১৬ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৩:৪৮
সুখী মানুষ বলেছেন: বুঝি না আবার!
তিনি যা বলেন, তাই করি, তাই।
২| ১৬ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৩:২৫
মোস্তফা সোহেল বলেছেন: অনেক মজার। অনেক দিন পরে লিখলেন মনে হয়।
১৬ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৩:৪৭
সুখী মানুষ বলেছেন:
বিদেশী জোক্স, সার্বজনীন সত্য কথা। না্হ তো, লেখি তো।
৩| ১৬ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৪:০১
সামিউল ইসলাম বাবু বলেছেন:
৪| ১৬ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:৩২
করুণাধারা বলেছেন:
ভালই লিখসেন।মিনা রাজুর কার্টুনেও এমন কাজ বদলাবদলির গল্প আছে। সেই গল্পের এডাল্ট ভার্সন আপনারটা।
৫| ১৬ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:৫৫
কানিজ রিনা বলেছেন: ভাল লাগল হাসতে হাসতে মন্তব্য দিলাম,
আমার মেয়ে বলে আমি বেকার ছেলেকে
বিয়ে করে ঘর সংশারের দায়ীত্ব্য দিব।
হয়ত এমন যুগ আসতে পারে। ছেলেরা
ঘর সংশার করবে কিন্তু কাজের কোনও
মুল্যয়ন হবেনা। যুগ যুগ ধরে মেয়েরা যা
পায়না। ধন্যবাদ,
৬| ১৬ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:২৭
ওমেরা বলেছেন: আপনার তো কোন সমস্যা নেই যেই দিলখোলা হাসি দিয়েছেন দেখলেই মনেহয় সুখী মানুষ ।
©somewhere in net ltd.
১|
১৬ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৩:২২
কাজী ফাতেমা ছবি বলেছেন: াহাহাহাহাহাহাহাহাহাহ আসলেই তো মহিলাদের দায়িত্ব এত সোজা না
আফসোস
আন্নেরাই বুঝেন না
লেখা সুন্দর হইছে