নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুখীমানুষ

সুখী মানুষ

সত্যিকারের সুখীমানুষের সাথে আমার একটাই পার্থক্য, সুখীমানুষের গায়ের জামা ছিলো না, আমার আছে।

সুখী মানুষ › বিস্তারিত পোস্টঃ

Walton অভিজ্ঞতা

০৩ রা মে, ২০১৭ দুপুর ১:২০


Walton Primo RH কিনছিলাম একটা। সেই রকম কনফিগারেশন। অক্টাকোর প্রসেসর, ৮ জিবি রম। কয়দিন পর দেখি সফটওয়্যার ইনষ্টল করতে পারি না, জায়গা নাই! ঘটনা কী? জায়গা কেন থাকবে না? পরে দেখি, রম ৮ জিবি হইলে কী হবে, এপ্লিকেশন ম্যামরি ১.১ জিবি।

শুধু ফেসবুক, ভাইবারে সন্তুষ্ট থাকলাম। কিছুদিন পর দেখি ফেসবুকও জায়গা হয় না। কয়েক মাস পর দেখি এক জায়গায় টাচ করলে আরেক জায়গায় কাজ হয়। বুঝলাম দেশের ফোন মানেতো ঘরেরই ফোন। আর ঘরে থাকতে থাকতে গিন্নির স্বভাব পাবে, এইটাইতো স্বাভাবিক! ঘরেওতো বলি একটা, বুঝে আরেকটা, ঝগড়া হয় আরেকটা নিয়া। এইটা স্বাভাবিক ঘটনা হিসাবেই আমি ধরে নিলাম।

তবে ঘরে যে সুবিধা নাই, এই সুবিধা মোবাইলের ক্ষেত্রে আছে। Walton কে ড্রয়েরে রেখে একটা OPPO নিয়া নিলাম। OPPO নিয়া সুখেই আছি। আমার আর OPPO'র জন্য আপনারা সবাই দোয়া করবেন।

মন্তব্য ২২ টি রেটিং +২/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ০৩ রা মে, ২০১৭ দুপুর ১:২৭

মোস্তফা সোহেল বলেছেন: অপ্পো কোনটা কিনলেন?

০৩ রা মে, ২০১৭ দুপুর ১:৩০

সুখী মানুষ বলেছেন: A37

২| ০৩ রা মে, ২০১৭ দুপুর ১:৩১

ঢাকাবাসী বলেছেন: পৃথিবীতে সবচাইতে নিকৃস্ট লোভী অসৎ ব্যাবসায়ী হল বাংলাদেশীরা!

০৩ রা মে, ২০১৭ দুপুর ২:২০

সুখী মানুষ বলেছেন: দ্রুত বড় হতে চাওয়াই এর কারন। আরেকটা কারন হলো, বড় হওয়ার জন্য ধোকা দিতে তাদের বিবেকে বাজে না।

৩| ০৩ রা মে, ২০১৭ দুপুর ১:৩২

বিদ্রোহী ভৃগু বলেছেন: ওয়ালটন আবার মামলা করব কিন্তু!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

দেখেন না এক সাংবাদিকরে োয়ালটন নিয়া রিপোর্ট করায় িক ভূগাইতেছে!!!

কি অদ্ভুত দেশ! কোম্পানী আর প্রশাসন!

মামলা করল আর রিমান্ডে নিয়া নিল!!!!!!?????

আমার মত আমি প্রকাশ করতে পারুম না?
আমার ভাল লাগে নাই োয়ালটন এইটা আমি বলতে পারুম না???
কিনার পর সার্ভিস ঠিক মেতা পাইনাই এইটা লিখলে ৫৭ ধারায় েগ্রফতার!!!!!!!!!!!!!!!!!

ওয়ালটন! মনে রাখবেন জোর করে ভালুবাসা হয় না! আইন আর পুলিশ দিয়ে ব্যবসা হয়??????

নাকি সামনে থেকে ঘরে ঘরে পুলীশ পাঠাবে ওয়ালটন--- আমার পন্য নাই কেন???????

০৩ রা মে, ২০১৭ দুপুর ২:২২

সুখী মানুষ বলেছেন: জোর করার ফল তারা পাওয়া শুরু করছে। আমার মত নিরীহ মানুষও প্রতিবাদ জানাচ্ছি। জোর করে সব হয় না, লেজে গোবরে বরং এক হয়ে যায়। আখেরে এর রেজাল্ট ধ্বংস পর্যন্ত ডেকে আনতে পারে। আত্মঘাতী যারে কয়।

৪| ০৩ রা মে, ২০১৭ দুপুর ১:৩৯

অরন্যে রোদন - ২ বলেছেন: "ঘরে যে সুবিধা নাই, এই সুবিধা মোবাইলের ক্ষেত্রে আছে। Walton কে ড্রয়েরে রেখে একটা OPPO নিয়া নিলাম। OPPO নিয়া সুখেই আছি। আমার আর OPPO'র জন্য আপনারা সবাই দোয়া করবেন।"
দারুন পোষ্ট দিয়েছেন।

০৩ রা মে, ২০১৭ দুপুর ২:২৩

সুখী মানুষ বলেছেন: প্রতিবাদের ভাষাটাকে মজা করে বললাম ভাই। রাগ করে গালি দিয়ে ফল ভালো পাই নাই। কিন্তু মজা করে অভিযোগ দিলেও দেখছি কাজ হয় :)

৫| ০৩ রা মে, ২০১৭ দুপুর ২:০০

পান্হপাদপ বলেছেন: Walton মোবাইল ব্যবহার করেছিলাম।অভিজ্ঞতা সুখকর নয়।

০৩ রা মে, ২০১৭ দুপুর ২:২৪

সুখী মানুষ বলেছেন: ওয়ালটন নিজেও মনে হয় টার্গেট নিছে, ষোলো কোটি মানুষ, জীবনে একবার করে কিনে কিনে ধরা খেলেও এদের অন্তত ষোলো কোটি সেট বিক্রি হবে। আর অভিজ্ঞতা শেয়ার যে করবে, তারে টাকা দিয়ে রিমান্ডে নিয়ে যাবে, সিম্পল।

৬| ০৩ রা মে, ২০১৭ দুপুর ২:১৩

সুমন কর বলেছেন: জীবনে কিনুম না !! X((

০৩ রা মে, ২০১৭ দুপুর ২:২৪

সুখী মানুষ বলেছেন: সব ভুল নিজে করেই শিখতে হয় না :)
আমাদেরটা দেখে শিখুন।

৭| ০৩ রা মে, ২০১৭ দুপুর ২:৪৬

অক্টোপাস বলেছেন: কষ্ট করে টাকা জমান, একটা আই ফোন কেনেন, সুখে থাকেন। নিজের অভিজ্ঞতা থেকে বলছি ।
আপনার সংসার সুখের হোক :P :P

০৩ রা মে, ২০১৭ বিকাল ৪:৩৮

সুখী মানুষ বলেছেন: :) চেরেষ্টা করবো...

৮| ০৩ রা মে, ২০১৭ বিকাল ৩:৪০

কাজী ফাতেমা ছবি বলেছেন: আর ঘরে থাকতে থাকতে গিন্নির স্বভাব পাবে, এইটাইতো স্বাভাবিক! ঘরেওতো বলি একটা, বুঝে আরেকটা, ঝগড়া হয় আরেকটা নিয়া। এইটা স্বাভাবিক ঘটনা হিসাবেই আমি ধরে নিলাম। তীব্র নিন্দা জানাচ্ছি হুহ

১৪ ই মে, ২০১৭ সকাল ১০:৪৮

সুখী মানুষ বলেছেন: :) আমিও। কেন ঝগড়া আরেকটা জিনিস নিয়া কেন হবে? সব কিছু নিয়া ঝগড়া করতে সমস্যা কোথায়! তাই না?

৯| ০৫ ই মে, ২০১৭ দুপুর ১২:১০

রঙিনমানুষ বলেছেন: ওয়াল্টনের ফ্ল্যাগশিপ সেটগুলো মোটামুটি চলে। কিন্তু সবচেয়ে ঝামেলায় পড়ে ব্যবহারকারীরা যখন কাস্টমার কেয়ারের দারস্থ হয় তখন। সার্ভিস বাজে আর অনেক দেরী করে। অনেক সময় সেটের পার্টস পাওয়া যায় না আর গেলেো সার্ভিস চার্জ অনেক বেশী রাখে। /:) /:)

১৪ ই মে, ২০১৭ সকাল ১০:৪৮

সুখী মানুষ বলেছেন: এত দ্রুত বড় হতে থাকা একটা কোম্পানী, এইদিকে নজর দেওয়া দরকার ছিলো না, বলেন?

১০| ১৩ ই মে, ২০১৭ বিকাল ৩:২৪

বর্ষন হোমস বলেছেন: OPPO দিয়ে তো সেই ছবি উঠে।একটা সুন্দর ছবি তুলে পোষ্টায়া দেন।

১৪ ই মে, ২০১৭ সকাল ১০:৫১

সুখী মানুষ বলেছেন: ভাই ইজ্জত বাঁচাইছে অপ্পো। থাইল্যান্ড ট্যুরে গেলাম কয়দিন আগে। গিন্নি কয়, ডিএসএলআর কিনো। কিন্তু টাকা ম্যানেজ করতে পারলাম না। গিন্নিরে বললাম
- ডিএসএলআর কিনে ছবি তোলা শিখতে লাগবো তিন মাস, বাদ দাও। আর সেলফি তুলতে হবে না?
ভই কী বলবো, সত্যিই সুন্দর আসছি ছবিগুলা। কেউ মনেই করবে না, এইগুলা মোবাইলে তোলা ছবি। দেখেন - https://www.facebook.com/alladerdibba

১১| ১৪ ই মে, ২০১৭ রাত ১২:৪৬

নাগরিক কবি বলেছেন: সুখী মানুষদের বাড়ি আসলে নিজেকেও সুখী মনে হয়। :) তনে ওয়াল্টন মোবাইল না কিনাই ভাল। B-)

১৪ ই মে, ২০১৭ সকাল ১০:৫২

সুখী মানুষ বলেছেন: এই নগরে কেউ কবিতা শোনায় না :(
আপনার মত নাগরিক কবি থাকার পরেও যদি এই সৌভাগ্য না হয়!
মহাখালি আসলে ফোন দিয়েন ০১৫৫২৩০৩৬৯৬, কবি'র কবিতা শোনবো কফি খেতে খেতে, লাইভ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.