![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যিকারের সুখীমানুষের সাথে আমার একটাই পার্থক্য, সুখীমানুষের গায়ের জামা ছিলো না, আমার আছে।
রবীন্দ্রনাথের মা রিলেটেড একটা কবিতা পড়লাম। পড়ে বাড়ী গেলাম। মা'র দিকে অনেক্ষণ তাকায়ে থাকলাম। কবিতাটা হইলো-
আমার মা না হয়ে তুমি
আর কারো মা হলে
ভাবছ তোমায় চিনতেম না,
যেতেম না ঐ কোলে?
কিন্তু মা'রে কিছু বলতে পারলাম না। ভাবছিলাম, কবিতাটা মা'রে শোনাবো, পারলাম না, লজ্জা লাগলো। বললাম
- মা, তুমি আমার সাথে ঢাকা চলো।
কিন্তু মা আসবেন না। তিনি বিছানায় পড়া। হয়ত ভাবতেছিলেন, ঢাকায় এসে কাউকে যন্ত্রনা দিবেন না। গ্রামের নিজের চেনা, নিজের গড়া বাড়ীতেই মৃত্যুর জন্য অপেক্ষা করবেন। মৃত্যু মা'কে অনেক বছর অপেক্ষায় রেখে তবেই এসে নিয়ে গেলো সাথে করে। মা'কে জড়ায়ে ধরে বলা হয় নাই - তুমি অন্য কারো মা হইলেও আমি ঠিকই চিনতাম, তুমি যে আমার মা।
বেশ কিছুদিন ধরেই প্রিয় একটা বাহানা শুরু করছে। তার মা খেতে বসলেই
- মাম্মা খাইও না, খাইও না, খাইও না...
তার মা বাথরুমে গেলে
- মাম্মা বাথরুমে যাবা না, যাবা না, যাবা না
ঝুমু যখন ওর মা'র সাথে কথা বলে
- মাম্মা ওমু'র কথা শোনবা না, শোনবা না, শোনবা না
মানে, প্রতিটা কাজে, প্রতিটা ক্ষণ ও তার মা'রে আকড়ায়ে ধরে রাখবে। এই ছেলেই কিছুদিন পর তা'র মা'র কাছ থেকে দূরে যাবে। ভালোবাসবে, এ আমি জানি। কিন্তু মুখ ফুটে হয়ত বলবে না, আমার মা না হয়ে তুমি আর কারো মা হলে / ভাবছো তোমায় চিনতেম না, যেতেম না ঐ কোলে? কারন অতিরিক্ত ভালোবাসায় মুখে কথা জুটে না।
১৪ ই মে, ২০১৭ সকাল ১১:১০
সুখী মানুষ বলেছেন: প্রিয়'র শরীরটা বেশী ভালো না কাবিল ভাই। ৯ দিন হলো আমাশা। এন্টিবায়োটিকের কোর্স শেষ, তাও কিছুটা আম আম আসে মনে হচ্ছে। প্রতিদিন ২/৩ বার বাথরুমে যাচ্ছে। আজকের দিনটা দেখি। এর পর আবার নিয়ে যাবো ডাক্তারের কাছে। আপনার ভালোবাসা মনে থাকার মত
আপনার সম্পর্কে তেমন কিছুইতো জানি না ভাইজান! কই থাকেন, কী করেন একটু বলেন না। সুযোগ থাকলে ফেসবুকে Jahangir Arun লেখে একটু সার্চ দিয়ে এড করেন প্লিজ।
২| ১৪ ই মে, ২০১৭ সকাল ১১:১৮
শূন্যনীড় বলেছেন: সত্যি মা সন্তানের জন্য শ্রেষ্ঠ দান
সুখী সকল মায়েরা।
আপনার লেখাটা পড়ে ভালো লাগলো।
১৪ ই মে, ২০১৭ সকাল ১১:২২
সুখী মানুষ বলেছেন: মা বাপ দুইজনরেই হারায়ে বসে আছিরে ভাই
মা বাপ যদি থাকেন, পায়ের কাছে গিয়া বসে থাকেন...।
৩| ১৪ ই মে, ২০১৭ সকাল ১১:৪৫
নাগরিক কবি বলেছেন: সব কথা বলা যায় না। ভাল থাকুক পৃথিবীর সব মা।
৪| ১৫ ই মে, ২০১৭ রাত ১:১১
সচেতনহ্যাপী বলেছেন: মা-সন্তানের ভালবাসাটা অন্তরের যা প্রকাশ করা যায় না।। মনে করেন করবেনই, তাহলে কি ভাষা ব্যাবহার করবেন?? বলেও কি মনে তৃপ্তি পাবেন??
১৬ ই মে, ২০১৭ সকাল ১০:০৬
সুখী মানুষ বলেছেন: নিজের মা'র কাছে প্রকাশ করতে না পারি, অন্য মা'রা অন্তত বুঝুক, আমরা মা'রে কত ভালোবাসি।
৫| ১৫ ই মে, ২০১৭ সকাল ৯:১৪
সম্রাট৯০ বলেছেন: প্রতিটাদিন মা'কে খুব মিস করি,তাই দিবস মনে থাকেনা আমার।কত্তদিন মায়ের গা ঘেষে বসা হয়না, মায়ের গালের সাথে গাল লাগানো হয়না, মায়েরা ভালো থাকুক।
৬| ১৫ ই মে, ২০১৭ সকাল ৯:১৭
মোস্তফা সোহেল বলেছেন: প্রচন্ড ভালবাসার কথা হয়তো মুখে বলা যায়না।
৭| ১৫ ই মে, ২০১৭ রাত ৯:১৩
শিরোনামহীন বলেছেন: প্রিয় কে ভালবাসা। ভাল আছ দাদা ?
১৬ ই মে, ২০১৭ সকাল ১০:০৭
সুখী মানুষ বলেছেন: পুতলা, তোরে কোথায় হারিয়ে ফেললাম বল্ তো!
৮| ১৯ শে মে, ২০১৭ রাত ১০:৪৪
প্রামানিক বলেছেন: জবাব নাই
©somewhere in net ltd.
১|
১৪ ই মে, ২০১৭ সকাল ১১:০৭
কাবিল বলেছেন: পৃথিবীটাই হয়ত এমন, প্রিয়ও একদিন আপনার মত মুখ ফুটে বলতে পারবেনা।
প্রিও কেমন আছে?
মা দিবসে সকল মাকে শ্রাদ্ধাঞ্জলি।