![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যিকারের সুখীমানুষের সাথে আমার একটাই পার্থক্য, সুখীমানুষের গায়ের জামা ছিলো না, আমার আছে।
BRAC এর প্রতিষ্ঠাতা তাঁর প্রতিষ্ঠানে একটা নিয়ম করলেন, স্যার ডাকা যাবে না। প্রায় এক লাখ বিশ হাজার মানুষ তাঁর প্রতিষ্ঠানে চাকরী করে। সবাই সবাইরে ভাই ডাকে। তাঁরেও ডাকে আবেদ ভাই। ২০১০ সালে তিনি নাইট উপাধী পাইলেন। নিউটনরে যেমন স্যার আইজ্যাক নিউটন বলতে হয়। আবেদ ভাইরেও বলতে হয়, স্যার ফজলে হাসান আবেদ। সারা দুনিয়া তাঁরে স্যার ডাকে। অথচ তাঁর অফিসের পিওনটাও তাঁরে ডাকে, আবেদ ভাই।
আর আমরা আশা করি, আমাদের কলিগরাও আমাদেরকে স্যার ডাকবে। কেন!
সরকারী লোকজনতো আরেক ডিগ্রি উপরে! যাদের চাকরী করে, অর্থাৎ জনগনের, তাদের কাছেই স্যার ডাক আশা করে!
২| ২৪ শে মে, ২০১৭ রাত ৮:৫৫
রাজীব নুর বলেছেন: হুম।
৩| ২৪ শে মে, ২০১৭ রাত ১০:০১
লর্ড অফ দ্য ফ্লাইস বলেছেন: সরকারিতে এখন ম্যাডামদেরও স্যার ডাকা লাগে
২৭ শে মে, ২০১৭ সকাল ১০:১৭
সুখী মানুষ বলেছেন:
৪| ১৪ ই জুন, ২০১৭ রাত ১২:৩৬
প্রামানিক বলেছেন: সরকারী অফিসে অনেকরে স্যার না ডাকলে মাইন্ড করে - -
৫| ২১ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:১৯
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: গণস্বাস্থ্যের ডাঃ জাফর উল্যাহকেও উনার প্রতিষ্ঠানের সবাই ভাই ডাকে।
২১ শে আগস্ট, ২০১৭ রাত ৯:৫৬
সুখী মানুষ বলেছেন: জানলাম, ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২৪ শে মে, ২০১৭ সকাল ১০:২১
মোস্তফা সোহেল বলেছেন: ব্রাকের এই কালচারটি আমার খুবই প্রিয়।
একে অপরকে ভাই ডাকার মাধ্যমে কাজ আরও সহজ হয়ে যায়।
স্যার ফজলে হাসান আবেদ ভাইয়ের প্রতি বিনম্র শ্রদ্ধা।