নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুখীমানুষ

সুখী মানুষ

সত্যিকারের সুখীমানুষের সাথে আমার একটাই পার্থক্য, সুখীমানুষের গায়ের জামা ছিলো না, আমার আছে।

সুখী মানুষ › বিস্তারিত পোস্টঃ

গল্প লেখার টিপস: হারিয়ে যাওয়া চন্দন ভাইয়ের কাছ থেকে

০৯ ই জুলাই, ২০১৭ সকাল ১০:১২

ওবায়দুল গনি চন্দন ভাইরে আমার লেখা একটা গল্প পড়ে শোনাইছিলাম। মনযোগ দিয়ে শোনলেন। গল্প শেষে বললেন
- আপনের হার্টের অবস্থা কেমন?
মুচকি হাসি দিয়ে বললাম
- সমালোচনা সহ্য করার মত।
প্রাণখুলে ছোট্ট একটা হাসি দিয়ে বললেন
- লাইন মত বুইজ্জা ফালাইছেন। শোনেন, আপনের গল্প ভালো, টার্নিং পয়েন্ট, এন্ডিং পয়েন্ট সবই ভালো। কিন্তু গল্পের বর্ণনাইতো ফালতু।
কিঞ্চিৎ মর্মাহত হয়ে উপদেশ নিচ্ছি।
- শোনেন, ইয়া বড় দশ কেজি ওজনের হেন তেন বলারতো দরকার নাই। সহজ করে বললেই হয়, হুলুস্থুল সাইজের। গল্প লেখতে গেলে মাথায় রাখবেন, কত সহজে পাঠক বিষয়টা বুঝবো।
সহজ করে বুঝায়ে দেওয়া মানুষটা কঠিন মৃত্যুরে বরণ করে বসে আছে। কোন মানে হয়! মিস ইউ চন্দন ভাই

মন্তব্য ৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৯ ই জুলাই, ২০১৭ সকাল ১১:৪৮

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: সহজ কথায় লিখতে আমায় কহ যে / সহজ কথা যায় না লেখা সহজে--কবি রবীন্দ্রনাথ ঠাকুর।

২| ০৯ ই জুলাই, ২০১৭ সকাল ১১:৫৪

ওমেরা বলেছেন: মৃত্যু বড় কঠিন হলে এর থেকে পরিত্রানের উপায় নেই ।

৩| ১০ ই জুলাই, ২০১৭ দুপুর ২:১০

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: ভাল টিপস।

৪| ১৩ ই জুলাই, ২০১৭ সকাল ১১:৪৬

ভাবুক কবি বলেছেন: এই কঠিন কাজটার স্বাদ আমাকেও যে একদিন নিতে হবে। আর এটাই বড্ড কঠিন।

৫| ১৬ ই জুলাই, ২০১৭ সকাল ১১:৫৬

খায়রুল আহসান বলেছেন: অল্প আর সহজ কথায় আপনিও তো যা বলার তা বলে গেলেন।
মৃত্যুকে নিয়ে ভাবেন?
পোস্টে ভাল লাগা + +

২৯ শে জুলাই, ২০১৭ রাত ৮:১৯

সুখী মানুষ বলেছেন: হুমম মৃত্যুকে নিয়ে ভাবি। প্রতিদিন বহুবার ভাবি। মরার আগে কিছু একটা করে যেতে চাই। মরার পর যেন অন্তত কয়েক বছর মানুষ এর সুফল ভোগ করতে পারে। মরার পরেও কিছু বছর বেঁচে থাকার ব্যাকুলতাটা খুব ভাবাচ্ছে ইদানিং...।

৬| ৩১ শে জুলাই, ২০১৭ দুপুর ১:৩১

বিজন রয় বলেছেন: কেমন আছেন?
প্রিয় কেমন আছে?

নতুন পোস্ট দিন।

৭| ০২ রা আগস্ট, ২০১৭ রাত ১২:০৩

প্রামানিক বলেছেন: শেষের লাইনে কষ্ট পেলাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.