নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুখীমানুষ

সুখী মানুষ

সত্যিকারের সুখীমানুষের সাথে আমার একটাই পার্থক্য, সুখীমানুষের গায়ের জামা ছিলো না, আমার আছে।

সুখী মানুষ › বিস্তারিত পোস্টঃ

ট্রাফিক পুলিশের কেউ আছেন???

০৮ ই আগস্ট, ২০১৭ রাত ১:০৬

বিকাশ পরিবহন লি: একটা গাড়ী করে উত্তরা আসতেছি। বনানী এসে দেখি এদেরই একটা গাড়ী নষ্ট হয়ে আছে। নষ্ট হওয়া গাড়ীর নম্বর: ঢাকা মেট্রো-ব, ১১-৭৮৫০। আমাদের গাড়ীর ড্রাইভারের সাথে কী যেন কথা বললো। এরপর দেখি আমাদের গাড়ী নষ্ট গাড়ীটাকে ধাক্কাচ্ছে। মনে মনে ভাবলাম, হয়ত স্টার্ট নিচ্ছে না, তাই ধাক্কা দিচ্ছে। ওমা! অবাক হয়ে দেখি নষ্ট গাড়িকে ধাক্কায়ে সামনের দিকে নিয়ে যাচ্ছে!
ধাক্কাতে ধাক্কাতে বনানী থেকে স্টাফরোড নিয়ে আসলো। আমাদের ড্রাইভার আক্ষরিক অর্থে সামনে কিছুই দেখছে না! সামনের গাড়ী ব্রেক করলে আমাদের গাড়ীতে ভূমিকম্পের মত ঝাকি লাগতেছে। মারাত্মক রিস্কি কাজ। যাত্রী সবাই বাধা দিচ্ছি, কিন্তু ড্রাইভার, হেল্পার কেউই কানে তুলতেছেনা।
গাড়ী বিশ্বরোড আসলো। দুইজন পুলিশ দাঁড়ায়ে আছে। চিল্লান দিয়ে বললাম
- পুলিশ, পুলিশ! গাড়ীটা থামান, হারামজাদা সবাইরে মেরে ফেলবে।
পুলিশ দুইজন একবার তাকাইলো, তারপর আর তাকাইলো'ই না! গাড়ী থেকে নেমে যাবার মত স্পিডও নাই। বিশ্বরোড আর খিলক্ষেতের মাঝামাঝি এসে ড্রাইভার পশুর মত হুংকার দিয়া কয়
- ঐ এরে নামায়ে দে। পুলিশের ভয় দেখায়! পুলিশ কি াল করবো! হে কোন দেশে থাকে?
চিল্লান দিয়া বললাম
- ুত্তার বাচ্চা তুই গাড়ী থামা।
গাড়ী থামায় না। খিলক্ষেত পেট্রোলপাম্পের কাছে চার পাঁচজন পুলিশ। ডাকলাম
- পুলিশ! ভাই গাড়ী এইটা থামান, প্লিজ।
পুলিশ একজন তাকাইলো, গুরুত্ব দিলো না।
এয়ারপোর্ট এসে একটু সিগনাল পাইলাম। কিন্তু এত ভীড়ে নেমে যাবার মত অবস্থা নাই। গাড়ী চলে আসলো হাউজবিল্ডিং। সিগনালে নামলাম। কিন্তু কোন পুলিশ, সার্জেন্ট নজরে পড়লো না। ব্যার্থ, অপদস্থ হয়ে বাসার দিকে রওয়ানা দিলাম।

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০৮ ই আগস্ট, ২০১৭ রাত ১:২১

মোটা ফ্রেমের চশমা বলেছেন: সোনার বাংলাদেশের জনগণের ভক্ষক পুলিশের কাছে এর চাইতে কম কিছু আশা করি না এখন।

২| ০৮ ই আগস্ট, ২০১৭ রাত ১:৩৮

সুমন কর বলেছেন: এর নাম সোনার বাংলাদেশ !!

৩| ০৮ ই আগস্ট, ২০১৭ রাত ১:৫৩

ফয়েজ উল্লাহ রবি (পারিজাত) বলেছেন: X(
এই কিছু না, এটা একটা সাধারণ ব্যাপার X((
এর চেয়ে আরও অনেক বড়-বড় কান্ড হচ্ছে
সে দিকে নজর দেয়ার কেউ নেই, দেশ তো বাতাসে চলে। ঘুমিয়ে যান ভাল থাকবেন কিছু বলবেন না কিন্তু!

৪| ০৮ ই আগস্ট, ২০১৭ রাত ১:৫৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: কেন আশা করেছিলেন? নিজের মান সম্মান রেখে চলবেন সোনার বাংলাদেশে...

৫| ০৮ ই আগস্ট, ২০১৭ রাত ২:৫৭

ওমেরা বলেছেন: যাক বেঁচে এসেছেন ।

৬| ০৮ ই আগস্ট, ২০১৭ রাত ৩:০৬

প্রামানিক বলেছেন: ড্রাইভাররে ধন্যবাদ দেই, সামনের দিকে না দেইখা একটা গাড়িরে পিছন থাইকা ঠেইলা উত্তরা নিয়া গেছে তারপরেও কোন এক্সিডেন্ট হয় নাই, বিদেশ ওয়ালারা এরকম ড্রাইভার পাইলে নিশ্চয় অলিম্পিক পুরুষ্কার বরডা ধরায়া দিব। পাকা ড্রাইভারই বটে!!

৭| ০৮ ই আগস্ট, ২০১৭ সকাল ১০:০৬

মৌমুমু বলেছেন: আমরা (জনগন) হচ্ছি ছাগলের তিন নম্বর বাচ্চা। শুধু চিল্লাচিল্লি, আফসোস আর লাফালাফিই করবো কিন্ত শোনার মত কেউ নেই।
উপরের মন্তব্য গুলোর সাথেও একমত।
সুস্হ্য ভাবে বেঁচে ফিরেছেন এটাই শুকরিয়া!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.