![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যিকারের সুখীমানুষের সাথে আমার একটাই পার্থক্য, সুখীমানুষের গায়ের জামা ছিলো না, আমার আছে।
ভালো লোক, ভদ্রলোক হঠাৎ বদলায়ে গেলেন! এর তার সাথে দূর্ব্যাবহার করেন। কাছের বন্ধুদের সাথে ছোট ছোট ইস্যুতে ঝগড়া করেন। ঝগড়া হাতাহাতি পর্যায়ে চলে যায়। বিনা কারনে অফিসের পিওনরে ঠাস করে চড় দিয়া কয়
- চওক্ষে দেখোস না আমারে? সালাম দিতে মন চায় না?
একদিন বউয়ের গায়েও হাত তুললেন। এক বস্ত্রে বউ চলে গেলেন বাপের বাড়ী। অবস্থা এমন পর্যায়ে দাঁড়াইলো, সবাই এত এত এতই পছন্দ করতো যে মানুষটারে, তারে এখন আর একজনও পছন্দ করে না।
ভদ্রলোকের জন্য কাঁদার মত যখন আর কেউ বাকী রইলো না, তখন তার খোঁজ নেওয়ারও কেউ রইলো না। একদিন পঁচা গন্ধে প্রতিবেশীরা পুলিশে খবর দিলে, দেখা গেলো - লোকটা মারা গেছে। ক্যান্সার যখন ফাইনাল ষ্টেজে ধরা পড়লো, লোকটা সিদ্ধান্ত নিলো, কাউরে কাঁদায়ে মরবে না। লোকটার জন্য কেউ কাঁদেওনি।
২৩ শে আগস্ট, ২০১৭ বিকাল ৩:১০
সুখী মানুষ বলেছেন: হুমম, লোকটা হয়ত মনে করতেই পারে - সারা জীবন একটা ভালো লোক হারানোর বেদনা বয়ে বেড়ানোর চেয়, অন্য একটা লোককে হেসে খেলে বিয়ে করে ফেলুক। আর ভাবুব, যাক বাঁচা গেছে, খারাপ লোকটার সাথে আর নাই।
©somewhere in net ltd.
১|
২৩ শে আগস্ট, ২০১৭ বিকাল ৩:০১
রাজীব নুর বলেছেন: স্ত্রীলোকের গায়ে হাত তোলা খুব খারাপ কাজ।