![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যিকারের সুখীমানুষের সাথে আমার একটাই পার্থক্য, সুখীমানুষের গায়ের জামা ছিলো না, আমার আছে।
- আব্বা মইরা গিয়া যে কী কপাল পাইছে স্যার!
- কিভাবে!
- আমার দাদী'তো আব্বারে জন্ম দিতে গিয়া মারা গেছিলো। আব্বা'তো দাদীর দুধ পায় নাই!
- তো!
- কবর'তো আমার বাপেরে চাপ দেয় নাই।
- চাপ দিবে কেন!
- ওমা! কবর চাপ দিয়া মা'র দুধ মুখ দিয়া বের করে, জানেন না স্যার?
বলতে পাররতাম
- যার কবর হয় না, তার কী হয়?
বলতে পাররতাম
- কবর একবার চাপ দিয়া হয়ত মা'র দুধ মুখ দিয়া বের করে। আপনের বাপের বের হচ্ছেনা দেখে, এখনো হয়ত চাপ চলতেছে।
কিন্তু কিছুই বললাম না। আমার মৌনতাকেই হয়ত তার কথার পক্ষে ধরে নিবে। নিক ধরে, অজ্ঞকে যুক্তি প্রমান দিলে হয় আড়ালে বদনাম করে নাহয় হিংস্র হয়ে উঠে।
২| ২৬ শে আগস্ট, ২০১৭ ভোর ৪:৫৫
উদাস মাঝি বলেছেন: কি বলব বুঝতে পারছি নাহ
©somewhere in net ltd.
১|
২৫ শে আগস্ট, ২০১৭ বিকাল ৩:৫৬
প্রামানিক বলেছেন: মন্দ না