![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যিকারের সুখীমানুষের সাথে আমার একটাই পার্থক্য, সুখীমানুষের গায়ের জামা ছিলো না, আমার আছে।
ডিস এন্টেনা তখন হুলস্থুল বড়লোকদের বাসাতেই থাকতো। গ্রুপ অব কোম্পানীজ এর মালিকের বাসার ছাদে এক কোম্পানী ডিস লাগায়ে দিলো। কিন্ত বিল দিলো আটকায়ে। ঘটনা হইলো, ডিস নাকি দেখা যায়না। ইঞ্জিনিয়ার গিয়ে দেখে, সবই ঠিক আছে। পরের দিন আবার অভিযোগ
- কই ডিস'তো দেখা যায় না!
পরে ঘটনা পরিষ্কার হইলো। ডিস লাগানোর পর চ্যানেল দেখা যায় ঠিকই। কথা হইলো, বাড়ীর সামনে দিয়ে লোকজন যাবার সময় ডিস এন্টেনা দেখতে পায় না।
ইঞ্জিনিয়াররা গিয়ে চেক করে দেখলো, বাড়ীর সামনে এন্টেনা বসাইলে সামনে অবস্টাকল পড়ে, ডিসে সিগনাল আসেনা। কিন্তু বাইরে থেকে ডিস না দেখা গেলে বিলও পাওয়া যাবে না। পরে ভদ্রলোকের মেয়ে একটা বুদ্ধি দিলেন ইঞ্জিনিয়ারদেরকে। বললেন
- ডিসের যে ছাতাটা এর দাম কত?
- বেশী না ম্যাডাম, মূল দাম হইলো বাকী যন্ত্রপাতি'র।
- গুড আরেকটা ছাতা কিনে নিয়ে আসেন। শো হিসাবে বাড়ীর সামনে বসায়ে রাখেন।
কত কঠিন সমস্যা, অথচ কত সহজ সমাধান
২| ২৬ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:১৮
বিজন রয় বলেছেন: হা হা হা হা .......... দারুন।
৩| ২৬ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:১৭
মানিজার বলেছেন:
৪| ২৬ শে আগস্ট, ২০১৭ রাত ৮:১৬
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: হাহাহাহাহা ।
৫| ২৭ শে আগস্ট, ২০১৭ দুপুর ১:৩৫
আমপাবলিক বলেছেন:
©somewhere in net ltd.
১|
২৬ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:০৩
জাহিদ অনিক বলেছেন: হা হা হা মজা পেলাম।