![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যিকারের সুখীমানুষের সাথে আমার একটাই পার্থক্য, সুখীমানুষের গায়ের জামা ছিলো না, আমার আছে।
iPAY ইউজার হইলাম। সহজ, সুন্দর, অত্যাধুনিক মনে হইলো।
bKash এর মতই একটা পেমেন্ট সিস্টেম। তবে
- bKash এখনো মোবাইল অ্যাপ আনতে পারে নাই। আর iPAY শুরুই করেছে মোবাইল অ্যাপ সহ।
- bKash একাউন্ট খুলতে দোকানে যেতে হয়। ম্যানুয়ালি ফর্ম ফিলআপ সহ আরো নানান যন্ত্রনা। iPAY তে সব কিছুই মোবাইল অ্যাপ বা ওয়েবে বসে করে ফেলা যায়।
- iPAY তে একাউন্ট করার সাথে সাথে ২০ টাকা গিফ্ট চলে আসে
iPAY মোবাইল অ্যাপ ডিউনলোড বা https://www.ipay.com.bd/ এ গিয়ে একটা একাউন্ট করে ফেলেন।
উন্নত দেশগুলায় কাগজের টাকা প্রায় বন্ধ হয়ে যাচ্ছে। আমরাও ডিজিটাল পেমেন্টে চলে যেতে চাই দ্রুত
১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:৩৭
সুখী মানুষ বলেছেন: তা বলতে পারবো না। তবে বাংলাদেশ ব্যাংকের পার্মিশন ছাড়া'তো নিশ্চয়ই শুরু করতে পারে নাই। ফিচার ফোনের সুযোগ রাখতে হলে প্রতিটা টেলকো অপারেটরের সাথে চুক্তি করা লাগবে। মনে হচ্ছে তারা এমন ভেজালে যাবে না। কারন এদের ওয়েবপেজ ঘেঁটে যা বুঝলাম, তাদের কোন এজেন্টও হবে না, বিকাশের মত।
২| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:৫৫
স্বল্প বাঁধন বলেছেন: ব্র্যান্ড এম্বাসেডর অফ iPAY.
১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:৩৬
সুখী মানুষ বলেছেন: আহা যদি হইতাম!
একটা জিনিস ব্যাবহার করে মজা লাগলো, তাই শেয়ার করলাম ব্লগে। এটাক করার কী আছে?
অভিজ্ঞতা শেয়ার না করলে তবে এখন ব্লগে মানুষজন তাহলে কী করে?
©somewhere in net ltd.
১|
১৬ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৫
বিচার মানি তালগাছ আমার বলেছেন: এটা কোন ব্যাংকের সহযোগী নাকি? তবে বিকাশ ফিচার ফোন থেকেই অপারেট করা যায়। এটাও অনেক বড় সুবিধা। এ্ড্রয়েড-এ হলেও ভালো হবে। আমাদের ১ টাকা/২ টাকা/৫ টাকা কয়েনগুলোর ব্যবহার আমরা ডিজিটালি করতে পারি! কারণ, এসব কয়েন এখন জাতির জন্য বোঝা...