![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যিকারের সুখীমানুষের সাথে আমার একটাই পার্থক্য, সুখীমানুষের গায়ের জামা ছিলো না, আমার আছে।
আমেরিকায় এক ভদ্র মহিলা মারা গেলেন। ছোট ছেলের সাথে থাকতেন তিনি। শেষ ইচ্ছা অনুযায়ী দেহ পাকিস্তানে পাঠানোর ব্যাবস্থা করা হলো। কফিনের উপরে একটা চিঠি লাগিয়ে দিলো তার ছেলে। চিঠিতে লেখা
প্রিয় গফুর ভাই,
আম্মার শেষ ইচ্ছা অনুযায়ী তার লাশ দেশে পাঠাইলাম। আম্মার কফিনের নীচে ৪ প্যাকেট চকলেট, ২ বোতল সস আর তিনটা পারফিউম আছে। এইগুলা বাচ্চাদের আর ভাবীর জন্য। আম্মার পায়ে যে রিবুকের জুতাজোড়া আছে, এইগুলা কাশেমের জন্য। কফিনের বাম পাশে কিছু গয়না আছে, এইগুলা জুবাইদার জন্য।
আম্মার গায়ে ছয়টা টি-শার্ট পড়ানো আছে। বড়টা আপনার, ছোটগুলা বাচ্চাদের জন্য। এর নীচে যেগুলা পড়ানো, এইগুলা জারিনের জন্য। আম্মার বাম হাতে যে ক্যাসিও ঘড়িটা আছে, এইটা আমিনা'র জামাই এর জন্য। আর গলার নেকলেসটা সারা'র জন্য।
যদি আরো কিছু লাগে, আগে থেকে জানায়ে রাখবেন, আব্বার শরীরটাও ভালো যাচ্ছে না।
সালাম সহ ইতি
আব্দুল ইউসুফ এবং জামিলা।
২| ০৬ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৫১
ওমেরা বলেছেন: মানুষ এটা ঠিকি করত যদি সুযোগ থাকত। লাশ চলে যাবে হাসপাতাল থেকে তাই সুযোগ নেই ।
০৭ ই অক্টোবর, ২০১৭ সকাল ১১:২৫
সুখী মানুষ বলেছেন: জানতাম না, জানলম। ধন্যবাদ ভাই।
৩| ০৬ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:৩১
মলাসইলমুইনা বলেছেন: কঠিন রম্য হয়ে গেছে রে ভাই !
৪| ০৬ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:৫০
ঢাকার লোক বলেছেন: বেশ লাগলো!
৫| ০৮ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:০৪
ভূতুড়ে বাবু বলেছেন: অচাম চালা অচম চালা
৬| ১০ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৫২
খায়রুল আহসান বলেছেন: গুজরাটিদের সম্বন্ধে ঠিক এ রকমেরই একটা লেখা অন্য কোথাও পড়েছিলাম বলে মনে পড়ছে।
১৩ ই অক্টোবর, ২০১৭ সকাল ১১:৩১
সুখী মানুষ বলেছেন: ইনবস্কে পাওয়া জোকসকে বাংলায় ভাষান্তর করেছি হয়ত আপনার ভার্সণটিতে গুজরাটি ছিলো।
©somewhere in net ltd.
১|
০৬ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:২৫
কানিজ রিনা বলেছেন: হা হা হা বেশ রম্য,ধন্যবাদ।