![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যিকারের সুখীমানুষের সাথে আমার একটাই পার্থক্য, সুখীমানুষের গায়ের জামা ছিলো না, আমার আছে।
HAS (হ্যাজ) ডাক্তারী ভাষায় একটা মেয়েলী রোগের নাম। হ্যাজের মানে হইলো, হাজবেন্ড এবসেন্স সিন্ড্রম। যাদের হাজবেন্ড দূরে থাকে, তাদের এই রোগ হয়। লক্ষণ হইলো, কোমর ব্যাথা, মাথা ব্যাথা, মাথা ঘুড়ানো, শরীর ব্যাথা ইত্যাদি। এইটা আসলে শরীরের কোন রোগ না, রোগটা পুরাপুরি মনের। এই রোগের দুইটা চিকিৎসা আছে। প্রথম চিকিৎসা হইলো, হাজবেন্ডকে দূরে না রাখা।
কিছুদিন আগে এক আড্ডায় খুব মজা করতেছি। হাসি, তামাশা মনে হয় একটু বেশীই করতেছিলাম। একজন বললেন
- ভাই আজকে আপনার হইছেটা কী! খুব দেখি চনমনে মন নিয়া ফুড়ফুড় কইরা উড়তাছেন?
মন খারাপ করে বললাম
- ভাইরে এইটা একটা মানসিক রোগ।
ভদ্রলোক কিছুটা বিশ্বাস, কিছুটা অবিশ্বাস করে আমতা আমতা করে বললেন
- কী..ই রো..গ?
বললাম
- ডাক্তারী ভাষায় এরে বলে ওয়াজ।
ভদ্রলোক একটু ডিটেইল জানার জন্য আবারো বিশ্বাস অবিশ্বাস মিশায়ে বললেন
- এই রোগ হইলে কী হয়?
বললাম
- ওয়াজ (WAS) মানে হইলো ওয়াইফ এবসেন্স সিন্ড্রম। বউ বাসায় না থাকলে এই রোগ দেখা দেয়। এই রোগ হইলে হাজবেন্ডের মন মারাত্মক ফুড়ফুড়া থাকে। কারনে, অকারনে ভিতর থেকে শুধু আনন্দের হাসি বাইর হইতে থাকে।
https://youtu.be/vTIIMJ9tUc8?t=40s
২| ১৩ ই অক্টোবর, ২০১৭ রাত ১২:০৩
বর্ষন হোমস বলেছেন:
আপনিতো ভালই আড্ডা মারেন!
৩| ১৩ ই অক্টোবর, ২০১৭ রাত ১২:১৯
সচেতনহ্যাপী বলেছেন: ভাবি জানেন আপনার এই রোগের কথা
৪| ১৩ ই অক্টোবর, ২০১৭ রাত ১:১২
এম এ কাশেম বলেছেন: এই রোগ হলে বউ বাপের বাড়ী চলে যায়, আর আসে না।
৫| ১৩ ই অক্টোবর, ২০১৭ রাত ১:৪৬
বিচার মানি তালগাছ আমার বলেছেন: তাহলে আমার বউর এই রোগ!...ঘটনা সত্যি...
৬| ১৩ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:৪৩
টারজান০০০০৭ বলেছেন:
ভাই, আফনের বিবিসাব ইহা জানিতে পারিলে লৌড়ানি দিবে !
৭| ১৮ ই অক্টোবর, ২০১৭ সকাল ১০:০৪
সমাজবিরোধী বলেছেন: লেখাটা পড়ে সক্কাল বেলা জোরে হাইসা উঠলাম। আমার ব্লগ ঘুরে আসার আহ্বান রইলো। ফেসবুকে view this link
©somewhere in net ltd.
১|
১২ ই অক্টোবর, ২০১৭ রাত ১১:৫৭
সুমন কর বলেছেন: