![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যিকারের সুখীমানুষের সাথে আমার একটাই পার্থক্য, সুখীমানুষের গায়ের জামা ছিলো না, আমার আছে।
গুলশান থেকে আমতলী হয়ে উত্তরা যাবার সময় সোজা যাওয়া যায় না। অনেকটা পথ বাঁয়ে গিয়ে রেলগেটে ইউ টার্ণ নিয়ে তবেই যেতে হয়। নিশ্চয়ই ট্রাফিক কন্ট্রোল করতে সুবিধা হয় বলেই এই ব্যাবস্থা করা। অবশ্য মাঝে মাঝে ঢিলা ট্রাফিক পুলিশ থাকলে,চট করে সোজা চলে যাওয়া যায়। ঐদিন এমন এক ঢিলা পজিশনে ড্রাইভার সোজা যাবে বলে ব্রেক কষে বসে আছে। অনেকটা পথ বাঁয়ে গিয়ে রেলগেটে সে ইউ টার্ন নিবে না। মতিগতি দেখে বললাম
- ভাই আপনি রেল গেটে গিয়েই ইউ টার্ন নেন
ভদ্রলোক খুটি শক্ত করতে বললেন
- স্যার আরো কয়েকটা গাড়ী গেলো তো!
বিজ্ঞের মত বললাম, কাজী নজরুল ইসলাম কী বলে গেছেন? তিনি বলছেন, তোমার ছেলে উঠলে গো মা রাত পোহাবে তবে! আমি আপনি যদি মায়ের ঐ ছেলে না হই, তো কে আর হবে! যান ইউ টার্ন নিয়াই যান, নিয়ম মানেন।
২| ১৬ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:৩৪
পবন সরকার বলেছেন: চমৎকার
©somewhere in net ltd.
১|
১৬ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৫২
দেশ প্রেমিক বাঙালী বলেছেন:
ভালো থাকুন নিরন্তর। ধন্যবাদ।