![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যিকারের সুখীমানুষের সাথে আমার একটাই পার্থক্য, সুখীমানুষের গায়ের জামা ছিলো না, আমার আছে।
ছোটবেলায় আব্বার সাথে বাজারে গিয়ে একবার হারিয়ে গেলাম। এই দোকান, ঐ দোকান খুঁজি, আব্বার মত কাউকে দেখলে কাছে যাই। কিন্তু আব্বাকে আর পাই না। হঠাৎ করে এক দোকানে পিছন সাইড দেখে মনে হইলো, আব্বা হয়ত। গলায় উৎকণ্ঠা নিয়ে ডাক দিলাম
- আব্বা!
লোকটা ফিরলো, দেখি আব্বা না। আমাকে দেখে বললো
- তোমার আব্বার নাম কী?
বললাম। ভদ্রলোক আমার হাত ধরে বললেন
- ও তুমি আউয়াল স্যারের ছেলে? এইখানে বসে থাকো, কোথাও যাবা না। আমি লোক পাঠাচ্ছি, তোমার আব্বারে খুঁজে আনতে।
আব্বার অপেক্ষায় বসে আছি। আর সে কি লজ্জা! আরেকজন'কে আব্বা ডেকে ফেল্লাম!
লজ্জায় এই কথা কাউকে কোনদিন বলি নাই। বড় হইলাম, বয়সে ছোটদেরকে আব্বা, বাপ এইসব ডাকতে আর লজ্জা লাগে না। ঐদিন এক কলিগের সাথে এক রেস্টুরেন্টে গেলাম। বয়'টাকে ডেকে বললাম
- ঐটা নিয়ে আয়'তো বাপ।
কতক্ষণ পর ভুলে গেলাম, অর্ডার দিয়েছি কি না। কলিগকে জিজ্ঞাসা করলাম
- আচ্ছা অর্ডার কি দিলাম?
ভদ্রলোক হাসি দিয়ে বললেন
- কারে না বাপ ডেকে দিতে বললেন!
এই কথা বলে হাসলেন। কতক্ষণ পর ছেলেটা অর্ডার নিয়ে আসলো। পরিষ্কার করা প্লেটটা টিস্যু দিয়ে আরেকবার পরিষ্কার করলো। তারপর আবার পাশে দাঁড়ায়ে আছে টিস্যু নিয়ে, আরো পরিষ্কার করতে হবে কি না। এবার আমি হাসি দিয়ে বললাম
- দেখলেন, বাপ ডাকলাম, বাপের কাজও কিন্তু সে করলো!
০৫ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:২৯
সুখী মানুষ বলেছেন: দেশটা সুন্দর। আপনার মত মানুষরাও কিন্তু এই দেশেরই, তাই!
২| ০৫ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:২৫
বিষাদ সময় বলেছেন: বরেন্য কবি ঠিকই বলেছেন। ভাল লাগলো আপনার পোস্টটি।
০৫ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:২৮
সুখী মানুষ বলেছেন: বরেন্য কবি কে রে ভাই!
কবিগুরু বলে গেছেন
মোর নাম এই বলে খ্যাত হোক / আমি তোমাদেরই লোক।
বিষাদ সময়, আমি আপনার ভাই
০৫ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:৩০
সুখী মানুষ বলেছেন: ওপস সরি, বরেন্য কবি একজন ব্লগারের নাম! সরি ভাই, আমি ভাবছিলাম, আপনি আমারে বরেন্য কবি বলতেছেন। এই ব্লগে বছর দশেক আগে কবিতাওতো লেখতাম তবে বরেন্য হইতে পারি নাই, আফসোস।
৩| ০৫ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:৩৪
বিষাদ সময় বলেছেন: আমার মন্তব্যের আগেই বরেন্য কবি আপনার পোস্টে মন্তব্য করেছেন, আপনি তার উত্তরও দিয়েছেন । তার পর বলছেন.
বরেন্য কবি কে রে ভাই!
বরেন্য কবি তো মাইন্ড করবেন।
০৫ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৪:১৭
সুখী মানুষ বলেছেন: প্রথমে বুঝি নাই। পরে বুঝতে পেরে, সরি সহ মন্তব্য করছি ভাই।
৪| ০৫ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:০০
মো চৌঃ বলেছেন: মিস করি বাপ...।ভালো লেখেচেন ভাই
৫| ০৫ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৪:১৩
ওমেরা বলেছেন: ডাকতে তো আর পয়সা লাগে না কাজেই ডাকলে সমসা নেই বরং আপন আপন লাগে। ধন্যবাদ ভাইয়া ।
৬| ০৫ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:০৩
বিচার মানি তালগাছ আমার বলেছেন: ছোট বেলায় আমিও একবার বাবার পেছনে ঘুরতে গিয়ে হারিয়ে অন্য একজনকে বাবা ভেবে হাত ধরেছিলাম। পরে অবশ্য ভুল ভাঙার পর আসল বাবাকেই পেয়েছিলাম। আপনার লেখায় আমার বাবার কথা মনে পড়ে গেল...
৭| ২৯ শে জুলাই, ২০১৮ দুপুর ১:০৪
মোঃ আল মামুন শাহ্ বলেছেন: মিষ্টি কথার মূল্য অনেক।
©somewhere in net ltd.
১|
০৫ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:১৪
বরেন্য কবি বলেছেন: সত্যি এটাই সন্মান দিলে সন্মান পাওয়া যায় ,সব মানুষগুলো যদি আপনার মত হত তাহলে দেশটা অনেক সুন্দর হত ভাই