নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাসছিল সজারু ... ব্যাকরণ মানিনা ... হয়ে গেল হাসজারু ... ক্যামনে তা জানিনা ...

শূণ্য মাত্রিক

বহু নিয়ম মেনেছি। লেখাপড়া করার নিয়ম... মেনেছি, পরীক্ষা দেবার নিয়ম... মেনেছি, চাকরী করবার নিয়ম... মানব। কিন্তু নিয়মটা কে মানা উচিৎ একথাটাও কি মানতে হবে ? 

শূণ্য মাত্রিক › বিস্তারিত পোস্টঃ

পাহাড়তলি - Symbol Of Desire

২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৩৫


আমার ইচ্ছে করে সকাল বেলায়
মেঘের সাথে ভাব করি,
দুপুরটাকে চোখ রাংগিয়ে
রোদের সাথেই দিই আড়ি।

আমার ইচ্ছে করে পাহাড়তলি
একে দিই তোর ফ্রেমে,
তোকে ইচ্ছে করে ভুলতে গিয়ে
পড়ে যায় আমি তোর প্রেমে।

আমার ইচ্ছে করে তোকে নিয়ে
হারিয়ে যায় অন্য গ্রহে,
তুই হাসবি ভীষন প্রান খুলে
আমি দেখব অনেক দূর থেকে।

আমার ইচ্ছে করে অংকের সব
সূত্রগুলো যায় ভুলে,
তোকে না পাওয়ার এই হিসেবগুলো
মিলতে কত রাত লাগে।

তোর অশ্রুগুলোই ইচ্ছে করে
মেখে নিই আমি নিজ চোখে,
মন খারাপের রাত গুলো আমি
মুছে দিই শহর থেকে।

আমার ইচ্ছে করে একদিন আমি
চলে যাব ঐ দূর দেশে,
তুই খুজবি আমায়,কাদবি ভীষন
দেখব না আমি চোখ মেলে।

আমার লেখা এই গানটি শুনতে চাইলে : https://db.tt/CS2OOfUX

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৪৮

সৈয়দ জায়েদ আহমদ বলেছেন: অনেক ভালো লাগলো

২| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:০৫

শূণ্য মাত্রিক বলেছেন: অসংখ্য ধন্যবাদ ভাইয়া :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.