![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বহু নিয়ম মেনেছি। লেখাপড়া করার নিয়ম... মেনেছি, পরীক্ষা দেবার নিয়ম... মেনেছি, চাকরী করবার নিয়ম... মানব। কিন্তু নিয়মটা কে মানা উচিৎ একথাটাও কি মানতে হবে ?
আমি অমল,বিমল,কমল ,,,, অথবা হয়ত আমি ইন্দ্রজিৎ। আমি বর্ষার দিনে শুখনো মুখে কোর্টের বারান্দায় কোদাল,ঝুড়ি হাতে দাড়িয়ে থাকা দিন-মজুর, পুঁজিবাদের চাকায় পিষ্ট হওয়া সর্বহারা খনি শ্রমিক অথবা .... অথবা সার্টিফিকেটের ফাইল ও ক্ষয়ে যাওয়া সোলের জুতা পায়ে রোদ বাচিয়ে রাস্তা পার হতে যাওয়া বেকার গ্রাজুয়েট। আমি বিপ্লবী কারন এখনো নিজেকে শাসন করবার ক্ষমতা টি রাখি, আমি পিছিয়ে পড়াদের দলে কারন এখনো নিজের শেকড়টাকে খুব করে আকড়ে রয়েছি, আমি উন্মাদ কারন আমি ভুল মানুষ টিকে ভালোবেসেও ভুল স্বীকার করিনি। আমি বেচে আছি,,,,, বেচে আছি কারন আমি আজ ও পরিবর্তনের সপ্ন দেখি। সপ্ন দেখি ঘুনে ধরা নিয়ম গুলোকে মধ্যাংগুলি দেখিয়ে বেড়ে উঠছে কিছু মানুষ-ওদের জাত নেই, ধর্ম নেই গোষ্ঠি নেই !!! ওরা সবাই ইন্দ্রজিৎ। আমি বেড়ে উঠেছি আমার আমিত্ত্ব নিয়ে। হাজার নিয়ম মেনেছি, হয়ত ভবিষ্যতে আরো মানব - তবে আমার আমিত্ত্বটাকে আমি কখনোই ঐ নিয়মের দড়িটাকে পূজো করতে শেখায়নি। আমি ভীষনভাবে মধ্যবিত্ত। তবু আমি স্বাধীন, আমি সপ্নপীপাষু, আমি তথাকথিত শিক্ষিত - আমি অমল, বিমল, কমল এবং ইন্দ্রজিৎ।
২| ০১ লা অক্টোবর, ২০১৫ রাত ১০:৫৪
অন্ধবিন্দু বলেছেন:
হুম। আমি কেই খুঁজে পেলাম না।
৩| ০২ রা অক্টোবর, ২০১৫ দুপুর ২:২৯
শূণ্য মাত্রিক বলেছেন: অনেক ধন্যবাদ । @ সুমন কর
৪| ০২ রা অক্টোবর, ২০১৫ দুপুর ২:৩৬
লেখোয়াড়. বলেছেন:
ইন্টারেস্টিং!!!
আমি তো এই নামেই একটি কবিতা পোস্ট দিয়েছি!!
স্বপ্নপিপাসু আপনাকে ধন্যবাদ।
৫| ০২ রা অক্টোবর, ২০১৫ দুপুর ২:৫৮
শূণ্য মাত্রিক বলেছেন: আমার আমির সাথে সবার আমি মিলবে না, সেটাই স্বাভাবিক !!! মন্তব্যের জন্য ধন্যবাদ @ অন্ধবিন্দু
৬| ০২ রা অক্টোবর, ২০১৫ বিকাল ৩:১২
শূণ্য মাত্রিক বলেছেন: আপনি মিয়া অসাধারণ লেখেন। আপনার মন্তব্য দেখেই ওগুলো পড়ে আসলাম। মন্তব্যের জন্য ধন্যবাদ @ খেলোয়াড়
©somewhere in net ltd.
১|
০১ লা অক্টোবর, ২০১৫ বিকাল ৫:৪৭
সুমন কর বলেছেন: আমি ভীষনভাবে মধ্যবিত্ত। তবু আমি স্বাধীন, আমি সপ্নপীপাষু, আমি তথাকথিত শিক্ষিত - আমি অমল, বিমল, কমল এবং ইন্দ্রজিৎ। ভালো বলেছেন। +।