নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাসছিল সজারু ... ব্যাকরণ মানিনা ... হয়ে গেল হাসজারু ... ক্যামনে তা জানিনা ...

শূণ্য মাত্রিক

বহু নিয়ম মেনেছি। লেখাপড়া করার নিয়ম... মেনেছি, পরীক্ষা দেবার নিয়ম... মেনেছি, চাকরী করবার নিয়ম... মানব। কিন্তু নিয়মটা কে মানা উচিৎ একথাটাও কি মানতে হবে ? 

শূণ্য মাত্রিক › বিস্তারিত পোস্টঃ

অভিমানী রাজকন্যাদের নিয়ে একটু অনধিকার চর্চা !!!

০২ রা অক্টোবর, ২০১৫ রাত ১০:৩৫

সামান্য একটু অনধিকার চর্চা করি ?? --- আমি বলব, আপ্নার রাজকন্যা টাকে খুব করে আগলে রাখুন। খেয়াল করে দেখবেন অভিমান করাটা কিন্তু তার মানায়, আপ্নার না। প্রতিবার অভিমান ভাংগানোর পর আপনি আপ্নার রাজকন্যা টাকে একদম নতুন ভাবেই আবিষ্কার করবেন। কেন,,,,,কেন তার ভিতরে সবসময় নতুনত্ব খুজতে যাবেন? সে তো আপ্নার মতই রক্ত-মাংশের মানুষ।আপনি তার রক্তের সম্পর্কের কেউ না হয়েও তার সমপর্যায়ের বিশ্বাস সে আপনার উপরে করে, এই স্যাক্রিফাইস টুকু কি খুব কম ? না,,,একদম না। কক্ষনো না। আর সেটুকুর বিনিময়ে না হয় আপ্নি না হয় আপ্নার পছন্দটুকু বিসর্জন দিয়ে তার মতই হয়ে গেলেন। সপ্তাহের কল রেকর্ড চেক করে দেখলেন আপনার দেওয়া ফোন কলের সংখ্যা তার চেয়ে সাড়ে তিন গুণ বেশি !! আপনার উপরে তার আগ্রহ কমে যাচ্ছে এই ভেবে রাগ করবেন রাজকন্যাটার উপর ?? আসলে পারবেন কি রাগ টাকে ধরে রাখতে ? কারন আপনি নিজেও জানেন আপনার ধারনাটি মোটেও সত্য না। এক কাজ করুন না, অভিমান অভিযোগ গুলো ফেসবুকের সার্ভারে তুলে না দিয়ে অভিমানি গলায় রাজকন্যার কানে তুলে দিন না !! দেখবেন লক্ষী মেয়ের মত সে আপনার অযৌক্তিক ঐ সাপ্তাহিক ফোন কলের পরিসংখ্যানটিকে কেমন এক হাত দেখে নেয়। সে কি অনেক জেদী ? সমসময় জিততে চায় ? দিন না তাকে,,,,,,, জিতুকই না সে। বুঝলাম আপ্নি হারছেন, কিন্তু কার কাছে ?খেয়াল করে দেখেন তো তাকে হারিয়ে দিলে কি আপ্নি সত্যিই আপ্নার বিজয় টাউপভোগ করতে পারবেন?একদিন জিততে জিততে ক্লান্ত হয়ে যাবে সে, সেদিন ঠিকই সে নিজের ভুলটুকু বুঝে নিবে। স্বাধীন থাকতে চায়? দিন না,,,,পুরো স্বাধীন করে দিন।

হয়ত তার দুটা ডানা থাকবে, কিন্তু কোনো গন্তব্য থাকবে না। একদিন সেই স্বাধীন বাউন্ডুলে সীমাহীন আকাশটার তুলনায় আপ্নার চাপিয়ে দেওয়া খাচাটাই অনেক মিস করবে। যদি আর কখনো আপ্নার কাছে ফিরে না আসতে না চায় স্বাধীন আকাশটা ছেড়ে ? আপ্নিই তাহলে হয়ে যান না সেই আকাশ টা। অনেক দূরে থেকেও আপনার কল্পনার বিশালতা দিয়ে আপ্নি আগলে রাখবেন আপ্নার প্রিন্সেস কে। :)

মন্তব্য ৫ টি রেটিং +২/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০২ রা অক্টোবর, ২০১৫ রাত ১১:৩৩

চিরন্তন মহাশূন্য বলেছেন: দারুন লিখেছেন… :)

২| ০২ রা অক্টোবর, ২০১৫ রাত ১১:৪০

শূণ্য মাত্রিক বলেছেন: অনেক ধন্যবাদ :) @চিরন্তন মহাশূন্য

৩| ০৩ রা অক্টোবর, ২০১৫ রাত ১২:৫৫

স্পর্শিয়া বলেছেন: ভালো লাগলো

০৫ ই অক্টোবর, ২০১৫ সকাল ৮:১৫

শূণ্য মাত্রিক বলেছেন: অসংখ্য ধন্যবাদ :)

৪| ০৩ রা অক্টোবর, ২০১৫ সকাল ৯:৪১

সৈয়দ জায়েদ আহমদ বলেছেন: অনেক অনেক ভালো লাগছে :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.