নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাসছিল সজারু ... ব্যাকরণ মানিনা ... হয়ে গেল হাসজারু ... ক্যামনে তা জানিনা ...

শূণ্য মাত্রিক

বহু নিয়ম মেনেছি। লেখাপড়া করার নিয়ম... মেনেছি, পরীক্ষা দেবার নিয়ম... মেনেছি, চাকরী করবার নিয়ম... মানব। কিন্তু নিয়মটা কে মানা উচিৎ একথাটাও কি মানতে হবে ? 

শূণ্য মাত্রিক › বিস্তারিত পোস্টঃ

আমার বানানো একটি এন্ড্রয়েড এপ্লিকেশনের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি !! :) বিজ্ঞাপন মূলক কিছুই নয়, আপ্নাদের প্রয়োজনের কথা ভেবেই দিলাম।

০৩ রা অক্টোবর, ২০১৫ রাত ১১:২৩

নিচে একটি Android এপ্লিকেশন এর ডাউনলোড লিংক দিলাম। নির্মাতা আমি অধম নিজেই :D। এপটির নাম Train Kit । আমার একটা কোর্সের প্রোজেক্ট হিসেবে বানিয়েছিলাম এটা। পরে ভাবলাম যদি আপ্নাদের কাজে লাগে। তাই আর কি !!! :D এই এপটিতে পাচ্ছেন :

১) বাংলাদেশের সকল ইন্টারসিটি, লোকাল এবং কমিউটার ট্রেনের নম্বর, ছেড়ে যাওয়া ও গন্তব্য স্টেশানের নাম এবং সময়সূচী এবং কোন দিন কোন ট্রেনটি বন্ধ থাকে। তবে মধ্যবর্তী স্টেশান গুলার ডিটেইল নাই এতে, পরে ইনশাল্লাহ ওগুলো আপডেট করব।
২) কোন রুটে কোন কোন লোকাল এবং ইন্টারসিটি চলে সেটা দেখতে পারবেন।
৩) মেসেজের মাধ্যমে এপের তথ্য শেয়ার করতে পারবেন। এক্ষেত্রে এপের ইন্টারফেস থেকেই আপ্নার ফোনের মেসেজিং এপটিকে কল করতে পারবেন।
৪) রেলওয়ের কর্তাবাবুদের সাথে যোগাযোগ করতে পারবেন। লিস্টে দেখানো তাদের পদবির উপর টাচ করলেই কল চলে যাবে :D
৫) ছোটখাটো এলার্ম (যেমন: ১৫, ৩০, ৫০মিনিট ) এপ থেকেই দিতে পারবেন। এক্ষেত্রে সময়টি অবশ্যই মিনিট এককে হইতে হবে। এবং কখনো এই সার্ভিস টি ব্যাবহার করলে , ব্যাবহার শেষে "Cancel Frequent Reminder" অবশ্যই ক্লিক করে নিবেন।
নাহলে আপ্নাকে বার বার জ্বালাবে।
৬) SOS ( Save Our Soul ) মেসেজ পাঠানোর সুবিধা !!! এক্ষেত্রে " set a sos number" এ ক্লিক করে একটি ফোন নম্বর আপ্নাকে আগে থেকে দিয়ে দেওয়া লাগবে যেটা এপ তার ডাটাবেজে সেভ করে রাখবে। তারমানে আর পরবর্তীতে আর নম্বর দেবার প্রয়োজন নাই। এবং আপ্নি কোন বিপদে পড়লে "Send a sos message " এ ক্লিক কর্লেই স্বয়ংক্রিয় মেসেজ সিম ১ দ্বারা ঐ নম্বরে চলে যাবে যেটা কিনা বুঝাবে আপ্নি বিপদে আছেন! !!
৭) আমার ডিটেইলস প্রয়োজন হলে About তো আছেই। :)

ডাউনলোড লিংক : https://db.tt/z3gFvYRD

বি:দ্র - এপটির জায়গা ১.১১ মেগাবাইটের মত। যদি এপটি পছন্দ না হয় তবে আমাকে বকা দেওয়া চলবে না :( । কজ আমি এখনো প্রফেশনাল ডেভেলপার নই। :(

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা অক্টোবর, ২০১৫ রাত ১২:০১

গেম চেঞ্জার বলেছেন: প্লে স্টোরে দিচ্ছেন না কেন?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.