নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাসছিল সজারু ... ব্যাকরণ মানিনা ... হয়ে গেল হাসজারু ... ক্যামনে তা জানিনা ...

শূণ্য মাত্রিক

বহু নিয়ম মেনেছি। লেখাপড়া করার নিয়ম... মেনেছি, পরীক্ষা দেবার নিয়ম... মেনেছি, চাকরী করবার নিয়ম... মানব। কিন্তু নিয়মটা কে মানা উচিৎ একথাটাও কি মানতে হবে ? 

শূণ্য মাত্রিক › বিস্তারিত পোস্টঃ

ছেলেদের লম্বা চুলের জন্য একটি অসাধারন হেয়ার স্টাইলঃ Top Knot

০৫ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:১৯


ছেলেদের ছোট চুলের জন্য অনেক রকমের হেয়ার কাট ইদানিং দেখা যাচ্ছে, কিন্তু আমাদের দেশে লম্বা চুলের জন্য খুব একটা ভেরিয়েশান পাওয়া যায় না। তবে ইউটিউবে একটু নজর দিলেই অনেক কিউট কিউট কিছু হেয়ার স্টাইল দেখতে পাওয়া যাবে খুব সহজেই। তার ভিতরে খুবই ইম্পর্টেন্ট একটা হেয়ার স্টাইলের ব্যাপারে লিখছি যেটা Top Knot নামে খুবই পরিচিত এবং আকৃতিটার জন্যই এই নামকরন করা হয়েছে। এটি Man Bun নামেও অনেক অনেক পপুলার, সুতরাং বোঝাই যাচ্ছে এটা স্পেশালি ছেলদের জন্য। আরেকটু পরিচিত করার জন্য বলি, লালন সাঈজীর আখড়ায় কিংবা বিভিন্ন সাধু সন্যাসীদের ক্ষেত্রে এই ঝুটিটা বহুল ভাবে দেখা যায়। আর এটার অনেক সুবিধা আছে যেমন একটি হল খুব লম্বা চুল না হলেও আপনি এটা ইউজ করতে পারবেন তবে অনেক হেয়ার স্টাইলিস্ট এমন লিখেছেন যে ৬ ইঞ্চি নূন্যতম লম্বা চুলে এটা দিব্যি এপ্লাই করা যেতে পারে। আর তাছাড়া এর আরেকটি বৈশিষ্ট হল একটি সবরকমের ফেসের সাথেই বেশ মানিয়ে যায়, তবে বেস্ট হয় লম্বা মুখ-মন্ডল ওয়ালাদের জন্য। অল্প কথায় যদি এইটা হেয়ার স্টাইল টা ফলো করার পদ্ধতির কথা বলি – প্রথমে চুলগুলো দুহাতে নিয়ে মাথার ঠিক উপরে নিয়ে উচু বরাবর টান দিন। এবার চুলগুলোকে প্রয়োজন মত দৈর্ঘে ভাগ করে ফেলে একটা ছোট রাবার (কালো রঙ এর হলে ভালো হয়) নিয়ে আটকে দিন। আরেকটি কথা না বললেই না যেহেতু এটা Man Bun/ The Menz Bun নামে সারা বিশ্বে জনপ্রিয় সুতরাং “মেয়েদের মত ঝুটি করা হয়েছে” এই টাইপের ননসেন্স ধারনা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। একটা কিছু মেনে নিতে আপনার আমার ব্যাক্তিগত সমস্যা থাকতেই পারে, তবে এটা ভুলে গেলে চলবেনা যে সেটা একান্তই আপনার আমার “ব্যাক্তিগত” সমস্যা। আমাদের ছোট্ট কুয়া টুকুর বাইরেও একটা আস্ত পৃথিবী পড়ে আছে। ভাল এতেই যে আমরা সবার দৃষ্টি ভংগিকেই রেস্পেক্ট করতে শিখব ইনশাল্লাহ ।

বিঃদ্র - আর এই নট টা আমার অনেক অনেক অনেক ফেভারিট,পোজ দেবার জন্য নয় জাস্ট একটা ডেমো দিয়ে বোঝানোর জন্য এই পিকটা দিলাম, বিস্তারিত অনেক ইউটিউবে পাওয়া যাবে।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৫ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:২৬

চুরি যাওয়া আগুন... বলেছেন: =p~ =p~ =p~

০৬ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১২:১৯

শূণ্য মাত্রিক বলেছেন: ?????? :O

২| ০৬ ই অক্টোবর, ২০১৫ সকাল ৯:৫৫

অগ্নি সারথি বলেছেন: চুল লম্বা করার প্রচন্ড খায়েশ একসময় থাকলেও তা আর কখনো করতে পারি না।

০৬ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১২:২০

শূণ্য মাত্রিক বলেছেন: বড় করে ফেলেন। নাহলে প্প্রে আরো আফসোস হবে কিন্তু !!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.