![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বহু নিয়ম মেনেছি। লেখাপড়া করার নিয়ম... মেনেছি, পরীক্ষা দেবার নিয়ম... মেনেছি, চাকরী করবার নিয়ম... মানব। কিন্তু নিয়মটা কে মানা উচিৎ একথাটাও কি মানতে হবে ?
Chord … !!! মিউজিকের এই টপিকটা খুবই জনপ্রিয়, হয়ত যারা গিটার অল্প শিখেছেন কিংবা কোন মিউজিশিয়ানের আশেপাশে থেকেছেন অথবা মিউজিক নিয়ে আগ্রহ আছে তাদের এই শব্দটা কানে না যাওয়ার কোন কারন নেই। তবে সুযোগ যখন পেয়েছি তখন এই সুযোগে বলে রাখি, প্রাইমারি লেভেলের অনেক গিটারিস্টই কর্ড গুলোকে না বুঝে বাজায়। ইভেন আমি যখন শিখেছিলাম আমাকে খানিকটা এমন বোঝানো হয়েছিল যে কর্ড হল কিছু শেপ, যেগুলো মুখস্থ করতে হবে আর দ্রুত এক্সচেঞ্জ করে বাজাতে হবে। কিন্তু কর্ডের ফরমেশন এর পিছনে অনেকগুরুত্ত্বপূর্ণ কিছু লেসন আছে। চেস্টা করব সহজ ভাষায় সেগুলো নিয়ে কিছুটা আলোচনা করার।
কর্ডের সাথে যে শব্দটা ওতপ্রোত ভাবে জড়িত সেটা হল “স্কেল”। প্রথমে আমাদের স্কেল সম্পর্কে জানতে হবে কারন স্কেল থেকেই কর্ডের উৎপত্তি। সহজ ভাবে যদি স্কেলের সংগা বলি তাহলে স্কেল হল গানিতিক ভাবে ক্রম বর্ধমান কম্পাংকের কিছু নোটের সমষ্টি। আমার জানা মতে, সাধারনত দুটা স্কেলের কথা বলা হয়ঃ ১) ডায়াটনিক স্কেল । ২) পেন্টাটনিক স্কেল । ডায়াটনিক স্কেলে সাতটি নোট থাকে আর পেন্টাটনিক স্কেলে থাকে পাচটি নোট। যদি উদাহরন হিসেবে আমি C Major Diatonic Scale এর কথা বলি তবে সেটা হবেঃ সা- রে- গা- মা- পা- ধা- নি । যেহেতু মিউজিকে সাংকেতিক রূপটি বেশি ব্যাবহৃত হয় তাই ঐ স্কেলের সাংকেতিক রূপটি হবেঃ C- D- E- F- G- A- B । মিউজিকে যেমন অনেক গুলা নোট আছে তেমন প্রতিটা নোট নিয়েই এক একটা স্কেল গঠন করা যায়, আর কোন স্কেলের নাম করন করা হয় স্কেলের প্রথম নোট টির নামে। যেমনঃ (C-D-E-F-G-A-B) – স্কেলটির প্রথম নোট বা কী-নোট হল “C” তাই এটা C (উপমহাদেশিয় নিয়মেঃ সা) Major Scale । আবার (D-E-F#-G-A-B-C#) – স্কেলটির প্রথম নোট বা কী-নোট হল “D” তাই এটা D (উপমহাদেশিয় নিয়মেঃ রে) Major Scale। স্কেল কিভাবে গঠন হচ্ছে কিংবা স্কেলের নামের সামনে আমি কেন “মেজর” শব্দটা লিখছি এই গুলা আপাতত আমি অমিট করে যাচ্ছি কারন সেগুলোর উত্তর খুবই বিশাল। আর সেগুলোর আলোচনা করতে গেলে অনেকেই ধৈর্য হারিয়ে ফেলবেন। আপাতত আমি উদাহরন হিসেবে শুধু C Major Scale ব্যাবহার করব, কারন এটাই সবচে সহজ স্কেল এবং এই স্কেলে কোন “সেমিনোট” নাই। যাই হোক, স্কেল ও স্কেলের নামকরন কিছুটা জানলাম আমরা।
এবার আসতেছি কর্ডে। কর্ড বলতে সাধারন ভাবে বোঝায় কিছু প্রয়োজনীয় নোটের সমষ্টি। অর্থাৎ কিছু নোটকে একসাথে বাজানোকেই কর্ড বলে। প্রাথমিক ভাবে আমি দুই ধরনের কর্ডের গঠন পদ্ধতি নিয়ে আলোচনা করবঃ ১) মেজর কর্ড। ২)মাইনর কর্ড। কোন স্কেলের প্রথম, তৃতীয় এবং পঞ্চম নোট নিয়ে যে কর্ডটি তৈরী হয় তাকে ঐ স্কেলের মেজর কর্ড বলে। অর্থাৎ মেজর কর্ডের জন্য কোন স্কেলের (1-3-5) এই তিনটি নোট একসাথে বাজালেই হবে। আবার উদাহরনে আসি, যেমন সি মেজর স্কেলটা হলঃ (C-D-E-F-G-A-B) । এখান থেকে ১ম, ৩য়, ৫ম নোটগুলি বেছে নিলে দাড়ায়ঃ (C-E-G)। তারমানে সি মেজর কর্ডটি বাজাতে হলে আপনাকে যে তিনটি নোট একসাথে বাজাতে হবে সেগুলো হলঃ C,E,G অর্থাৎ উপমহাদেশিয় রীতিতে (সা-গা-পা) । আর মাইনর কর্ডের ফরমেশান কিছুটা মেজর কর্ডের মতনই তবে সামান্য পরিবর্তন আছে। মাইনর কর্ডের নোটগুলো হল (1-3b-5) । এখানে তিন নম্বর নোটের পাশে b লেখার অর্থ হচ্ছে ঐ নোট টিকে “হাফস্টেপ” নিচে বাজাতে হবে। আমার বিগত পোস্টটিতে আমি হাফস্টেপ সম্পর্কে লিখেছিলাম। যাই হোক, তাইলে সি মাইনর কর্ডের নোটগুলো দাড়াচ্ছেঃ (C-Eb-G)। এখানে স্পষ্টতই বোঝা যাচ্ছে যে মেজর আর মাইনর কর্ডের মূল পার্থক্য হচ্ছে স্কেলের তিন নম্বর নোট টিকে নিয়ে। মেজর স্কেলের ক্ষেত্রে তিন নম্বর নোট (উদাহরন অনুযায়ী E) অবিকৃত অবস্থায় বাজানো হয় আর মাইনর স্কেলেক্ষেত্রে তিন নম্বর নোট টিকে হাফ স্টেপ নামিয়ে বাজানো হয়। এই আর কি !!! গিটার, পিয়ানো সব যন্ত্রের ক্ষেত্রেই একই নিয়ম প্রযোজ্য।
অর্থাৎ মদ্দাকথা দাড়াল কর্ড হল কিছু নোটের সমষ্টি যেগুলোকে এট এ টাইম বাজানো হয়। সেজন্য খেয়াল করে দেখবেন গিটারিস্টরা যখন গিটার বাজায় তারা গিটারের উপর একাধিক তারকে একসাথে চেপে ধরে সুন্দর একটা শেপ তৈরী করে হাতে। অর্থৎ তারা বাম হাত দিয়ে ঐ নোট গুলো চেপে ধরে। ছবিটি দেখেও আপ্নারা ধারনা করতে পারবেন যে সি মেজর কর্ডের নোট গুলোকে কিভাবে আংগুল দিয়ে একসাথে ধরা হয়েছে। আসলে মিউজিকের ব্যাপার গুলো লিখে বোঝানো খুবই কঠিন। আমি চেস্টা করলাম যতটুকু আমার সাধ্যে কুলোয়।
১০ ই অক্টোবর, ২০১৫ সকাল ৯:৩২
শূণ্য মাত্রিক বলেছেন: অসং্খ্য অসং্খ্য ধন্যবাদ মন্তব্যের জন্য
২| ১০ ই অক্টোবর, ২০১৫ রাত ১:০৫
গেম চেঞ্জার বলেছেন: তথ্যবহুল পোস্ট। চালিয়ে যান। প্লাস।
১০ ই অক্টোবর, ২০১৫ সকাল ৯:৩৩
শূণ্য মাত্রিক বলেছেন: দোয়া রাখবেন, ইনশাল্লাহ চালিয়ে যাব।
১০ ই অক্টোবর, ২০১৫ সকাল ৯:৫৯
শূণ্য মাত্রিক বলেছেন: আপনার আপত্তি না থাকলে ভাবছি আপনাকে রুজি ভাই বলেই ডাকব
৩| ১০ ই অক্টোবর, ২০১৫ রাত ১:২৯
ক্রিবিণ বলেছেন: Well done...
১০ ই অক্টোবর, ২০১৫ সকাল ৯:৫৯
শূণ্য মাত্রিক বলেছেন: Thank You Vaiya
৪| ১০ ই অক্টোবর, ২০১৫ রাত ১:৪৭
প্রবাসী পাঠক বলেছেন: আপনার সিরিজটা উপভোগ্য হচ্ছে। সাথেই আছি।
১০ ই অক্টোবর, ২০১৫ সকাল ১০:০৫
শূণ্য মাত্রিক বলেছেন: খুবই অনুপ্রেরণা পেলাম। অসং্খ্য ধন্যবাদ
৫| ১০ ই অক্টোবর, ২০১৫ ভোর ৫:৫১
নাবিক সিনবাদ বলেছেন:
১০ ই অক্টোবর, ২০১৫ সকাল ১০:০০
শূণ্য মাত্রিক বলেছেন: ফেসবুক ছেড়ে আসার অনেক দিন পর এই স্টিকারটি দেখলাম। ধন্যবাদ ভাই
৬| ১০ ই অক্টোবর, ২০১৫ সকাল ৮:৩২
রিকি বলেছেন: মিতা, একটা গান শোনান ভালো করে কিন্তু, রাম শ্যাম চলবে না !!!
১০ ই অক্টোবর, ২০১৫ সকাল ১০:০১
শূণ্য মাত্রিক বলেছেন: ভাই মিতা !!! অন্যের গান তো অনেক হলো অনেক করলাম , আপনার মত লেখক থাকতে আমার মত নব্য গিটারিষ্টগুলা সুর করবার জন্য লিরিকের অপেক্ষায় ফ্যা ফ্যা করে বসে থাকবে কেন বলেন তো ?? গান লিখে ফেলুন তো মশাই, লিরিসিস্ট হবেঃ রিকি , সুরকার হবেঃ ঋকি ইসলাম। হা হা হা হা। ভাবাই যাচ্ছে না মশাই। মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।
৭| ১০ ই অক্টোবর, ২০১৫ সকাল ৯:৩৭
রোষানল বলেছেন: মাথা ঘুরতাছে
১০ ই অক্টোবর, ২০১৫ সকাল ১০:১১
শূণ্য মাত্রিক বলেছেন: সেটা মানি ভাই। কিন্তু একটু ধাক্কাটা সামলে নিতে পারলেই সবকিছু ঠিক ঠাক লাগবে । কষ্ট করে পোষ্ট টি পড়বার জন্য ধন্যবাদ
৮| ১০ ই অক্টোবর, ২০১৫ সকাল ১১:১১
ইবলি বলেছেন: বাহ!বেশ আলাদা টাইপের লেখা।ভালো লাগল
১০ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:৫৩
শূণ্য মাত্রিক বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া মূল্যবান মতামত টুকুর জন্য
৯| ১০ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৫৮
জেন রসি বলেছেন: আমার শেখার আগ্রহ ছিল।কিন্তু কয়েকবার শুরু করেই শেষ করে ফেলেছি।স্কেল এবং নোটের ব্যাপারে আরো বিস্তারিত ব্যাখ্যা করলে ভালো হত।পড়তে ভালোই লাগছিল।
চমৎকার পোষ্ট। প্রিয়তে নিলাম।
১০ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:৪৩
শূণ্য মাত্রিক বলেছেন: ভাইয়া ভুলটা আমারই। স্কেল নিয়ে খুব বিস্তারিত বিশ্লেষণ করলে অনেকে ধৈর্য হারিয়ে আমারে পিডাইতে পারে ( ) এই সন্দেহে এড়িয়ে গেছি। ইনশাল্লাহ, আমি শুধু স্কেল নিয়েই পরিবর্তীতে একটা আলাদা আর্টিকেল লেখার চেস্টা করব। আপ্নার কিউরিসিটি থেকে অনেক ইন্সপায়ার্ড হলাম।
ভালো থাকবেন, মিউজিকের সাথেই থাকবেন
১০| ১০ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:১০
রিকি বলেছেন: আমি গান লিখব !!!!
১০ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:৪৬
শূণ্য মাত্রিক বলেছেন: অবশ্যই..... । বলেন কি মশাই !!! রিকি নাম ধারীরা ছোট বেলা থেকেই ট্যালেন্ট হয়, আমি ঋকি সাক্ষী।
। আপনিই লিখবেন
১১| ১০ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:২৩
হাসান মাহবুব বলেছেন: অনেক কঠিন
১০ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:৫১
শূণ্য মাত্রিক বলেছেন: আমি আপ্নাকে নিশ্চয়তা দিচ্ছি ভাইয়া, গিটার টা একবার হাতে নিয়ে শেখা শুরু করেন। অনেক সহজ। তাত্ত্বিক দিকটা একটু জটিল মানছি, তবে শেখা শুরু করলে মজা পেয়ে যাবেন।
১২| ১০ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৩
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: কষ্ট কষ্ট ...... গিটার আমার খুব পছন্দের... শিখেছিলাম এক সময় এরপর সব ভুলে শেষ... এখন টুং টাং না মিউ মিউ শব্দ হবে কর্ডে হাত দিলে...
১০ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৪০
শূণ্য মাত্রিক বলেছেন: কিছুদিন প্রাকটিস করলেই মিউ মিউ শব্দটা টুং টাং এ রূপান্তরিত হবে এটা নিশ্চিত।
ভালো থাকুন, মিউজিকের সাথেই থাকুন
১৩| ১০ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:৪৭
সাহসী সন্তান বলেছেন: দারুন একটা বিষয় উপস্থাপন করলেন ভাই! অনেক ভাল লাগলো!
শুভেচ্ছা জানবেন!
১৪| ১০ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:১৩
রাবেয়া রব্বানি বলেছেন: যারা গিটার বাজায় না বন্ধুর কাছে শুনেছে কর্ড কি এই পোষ্ট গোলমেলেও লাগবে। কারন বিশাল আওতা মিউজিকের এই টার্মগুলোর। একটা বুঝাতে গেলে বাকি গুলাও জানতে হয়।
তবে আমার ভালো লেগেছে। বাজাই টুকটাক। পছন্দে রাখলাম
১৫| ১১ ই অক্টোবর, ২০১৫ সকাল ১০:২০
ক্যান্সারযোদ্ধা বলেছেন: অনেকক্ষণ পর ব্লগে আসলাম.. ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১০ ই অক্টোবর, ২০১৫ রাত ১২:৩০
স্পর্শিয়া বলেছেন: দারুন ভালো লাগা। শুভকামনা।