নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাসছিল সজারু ... ব্যাকরণ মানিনা ... হয়ে গেল হাসজারু ... ক্যামনে তা জানিনা ...

শূণ্য মাত্রিক

বহু নিয়ম মেনেছি। লেখাপড়া করার নিয়ম... মেনেছি, পরীক্ষা দেবার নিয়ম... মেনেছি, চাকরী করবার নিয়ম... মানব। কিন্তু নিয়মটা কে মানা উচিৎ একথাটাও কি মানতে হবে ? 

শূণ্য মাত্রিক › বিস্তারিত পোস্টঃ

মস্তিষ্ক দিয়ে প্রেম করতেছেন ? Love নয় বরং ওটাকে Arranged Love বলুন !!!

১৯ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:৩২

"প্রেম" আর "বিয়ে" - ব্যাপারটাকে চিন্তা করা যায় খানিকটা কোথা থেকে যাত্রা শুরু থেকে একটা গন্তব্য পর্যন্ত যাওয়ার চেষ্টাকে। তবে এক্ষেত্রে আপনার যাত্রার শুরুটাই আপনার নিয়ন্ত্রনে থাকে না, আর গন্তব্যের তো প্রশ্নই ওঠে না। ধরুন আপনি স্টেশানে বসে আছেন, ইচ্ছা হল আর হুট করে একটা ট্রেনে চেপে বসলেন। আপনি জানেননা ট্রেনটির নাম কি, জানেন না এটা কোথায় থামবে .... তবে এখানে দুটা কমিটমেন্ট থাকবে। এক,, ট্রেনটি আপনাকে কোন না কোন গন্তব্যে নিয়ে যাবেই, দুই,, সেই অজানা গন্তব্যে গিয়েই আপনি সার্ভাইভ করতে প্রস্তুত। একটা মানুষ কে ভালোবাসলে ঠিক এতটা বা এর চেয়েও বেশি রিস্ক নেওয়া লাগে বৈকি।

প্রেম-ভালোবাসা এমন কিছু কি-ওয়ার্ড যাদের পাশে "লজিক" শব্দটা মোটেও মানায় না। হিন্দিতে একটা বিখ্যাত উক্তি আছে " দিল কে পাছ দিমাগ নাহি হোতা, ওউর যো চিজ দিমাগ ছে হোতে উসকো পেয়ার নাহি কেহতা"। এর অর্থ মোটামুটি এমন দাড়ায় - মনের কোন মগজ (বুদ্ধি) থাকে না, আর যেটা মগজ দিয়ে হয় ওটাকে প্রেম বলেনা। আমি অনেক কেই এটা বলতে শুনেছে যে আমি অমুককের সাথে এত বছর রিলেশানে আছি কিন্তু আমি ওর বিষয়টার জন্য যে ওকে ভালোবাসি এটাই আবিষ্কার করতে পারিনি। আসলে ব্যাপারটা এমনি হওয়া উচিৎ। যদি বিশেষত্ত্বই ভালোবাসার মাপদন্ড বানানো হয় তবে একটা উদাহরণ দিই। ধরুন আপনার ক্যাম্পাসে আপনার গিটার বাজানো শুনে একটা মেয়ে প্রেমে পড়েছে। কিছুদিন পর যদি মেয়েটার অন্য এক ছেলের সাথে পরিচয় হয় যে আপনার চেয়ে ভালো গিটার বাজায় তখন কি মেয়েটা ঐ ছেলের প্রেমে পড়বে? এভাবে আপনি ভালোবাসার থিওরি দাড় করাতে পারবেন না। যদি বিশেষত্ত্ব খুজতেই হয় তবে কিছু মানবীয় গুণের বিশেষত্ত্ব খোজা যেতে পারে,,,, অন্যথায় না। "প্রেম" ব্যাপারটা র বিশেষত্ত্বই আমার কাছে মনে হয় যে এটার ভিতর রিস্ক থাকে। ভয় আছে ,,,, ধরা পড়ে যাবার ভয়, পরিবার মেনে না নেবার ভয়, ভবিষ্যত নিয়ে ভয়, মানষিকভাবে পংগু হয়ে যাবার ভয়। দুটো মানুষ পরষ্পরের উপর কোন অজানা কারনে ডিপেন্ডেবল হয়ে যাবে- এটাই প্রেম। এখানে বাবার অর্থ, ফ্যামিলির সামাজিক অবস্থান, শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি কখনো প্রভাবক হতে পারেনা।

আমার লেখাটির শিরোনামটির উদ্দেশ্য হল এটা বোঝানো যে আজ কাল কিন্তু আমরা প্রেমের নতুন একটা ধারা চালু করেছি। নাম " লজিক্যাল প্রেম "। অনেক ভালোবাসাই মনের পরিবর্তে মস্তিষ্ক দিয়ে হচ্ছে। একটা মেয়ে প্রোপোজ পেলে ভাবতেছে যে ছেলেটা আসকেই তার যোগ্য কিনা, ছেলেটার ফ্যামিলি গত দিক কেমন কিংবা ছেলেটাকে আমার বাবা মা মেনে নিতে পারে কিনা , ছেলেটা তাকে কতটা ফিনান্সিয়ালি সাপোর্ট দিতে পারবে- এমন অনেক লজিক্যাল প্রশ্নের উত্তর থেকে মেয়েটি সিদ্ধান্ত নেয়। কিন্তু এর পিছনে মূল প্রশ্নটিই ঢাকা পড়ে যায় "ছেলেটি আমাকে সারাজীবন কেয়ার নিতে পারবে তো" ? অস্বীকার করতে পারবেন না, আমাদের চিন্তাধারা অনেকটা কর্পোরেট হয়ে যাচ্ছে। একটা ছেলে যখন বছরের পর বছর মেয়েটার পিছনে ঘুরঘুর করতে থাকে, এক পর্যায়ে মেয়েটিও বুঝে ঐছেলেটর চেয়ে বেশি তাকে কেউ কেয়ার নিতে পারবেনা। কিন্তু ছেলেটি পিছিয়ে পড়ে তার ক্যারিয়ারের জন্য। আগে বোধহয় একটা কাপল প্রেম করলে পরিবার মেনে নিতে চাইত না কেননা দু'টি পরিবারের "ফ্যামিলি স্টান্ডার্ড" এর পার্থক্য থাকত। কিন্তু আজ কাল পরিবারের সমস্যাটা বেশ কমই হয় কারন আমরা অনেক ভেবে চিন্তেই প্রেম করি। অনুভুতি নয়, আবেগ কিংবা পাগলামি নয়,,,,, মস্তিষ্ক দিয়ে প্রেম করতেছি আমরা, ফ্যামিলি স্টান্ডার্ড মিলতে তো বাধ্য। হ্যা .... এসবের ব্যাতিক্রম অনেকে আছেন,,,, অনেকেই আছেন। আশেপাশেই পাবেন আপনার আমার,,,, শ্রদ্ধাটা ওদের প্রতি মন থেকেই চলে আসে।

আর একটা কথা, আপনি ফিনান্সিয়ালি সিকিউরড ফিউচার চাইতেই পারেন, চাইতেই পারেন আপ্নার লাভার বুয়েট ইঞ্জিনিয়ার হবে,,,, দোষের কিছুতো বলি নাই আমি। কিন্তু আপনি সেটাকে প্রেম বললে আমার আপত্তি, বলতে পারেন Arrange Love। কজ ভালোবাসা হল একটা পাগলামি, আর ঐ পাগলামিটা এক ধরনের আর্ট। সবাই ঐ আর্ট টাকে লালন করতে পারেনা। সাবাই চাইলেই আর্টিস্ট হইতে পারেনা।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.