নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাসছিল সজারু ... ব্যাকরণ মানিনা ... হয়ে গেল হাসজারু ... ক্যামনে তা জানিনা ...

শূণ্য মাত্রিক

বহু নিয়ম মেনেছি। লেখাপড়া করার নিয়ম... মেনেছি, পরীক্ষা দেবার নিয়ম... মেনেছি, চাকরী করবার নিয়ম... মানব। কিন্তু নিয়মটা কে মানা উচিৎ একথাটাও কি মানতে হবে ? 

শূণ্য মাত্রিক › বিস্তারিত পোস্টঃ

আমাদের মোবাইল অপারেটরগুলা কি রাস্তার মোড়ে শক্তিবর্ধক হারবাল ওষুধ বিক্রেতাদের Advertisement Strategy থেকে অনুপ্রাণিত হচ্ছে ???

২৬ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:০৮

" এই যে দাদা ভাই, এদিকে আসুন। আর নয় বিশেষ মুহূর্তের দূর্বলতা আমি কবিরাজ মহাশংকর, দীর্ঘ সাড়ে পঁয়তাল্লিশ বছর ধরে এ পেশায় পেশায় আছি। গ্যারান্টি সহকারে রোগের চিকিৎসা করে থাকি দাদা, বিশ্বাস না হলে এদিকে আসুন .... এই ছোট্ট শিশির ওসুধটা সেবন করলে আপনি সত্তর বছর থেকে ষোল বছরের তাগড়া ঘোড়ায় রূপান্তরিত হবেন। এই মাসুম বাচ্চার মাথায় হাত রেখে কসম খেয়ে বলছি দাদা, কবিরাজ মহাশংকরের ঔষধ বিফলে যায়না। তাই আসুন আমার প্রচার গাড়ি লক্ষ করে, দেখুন আমার পণ্য" । ফার্মগেটের আনন্দ-ছন্দ সিনেমা হলের পাশ দিয়ে হেটে যাবার সময় প্রায় এমন বাক্যগুলো কানে ভেসে আসে, আমরা ভদ্র লোকেরা ওদেরকে এড়িয়ে চলি কিংবা সাথে পরিবার থাকলে ভীষন বিরক্ত হই, মাঝে মাঝে আচ্ছা করে অভিসপ্তাত ও দিই ওদের উপরে।

কিন্তু একটা ব্যাপার খেয়াল করেছেন? ওদের বিজ্ঞাপনের কৌশলটা? ওদের কথা বলার ধরনটা অবশ্যই আপনার মনোযোগ কাড়বে এবং সেটাই ওদের উদ্দেশ্য। আমি একবার আড়ং এর এক্টা বিলবোর্ডে শাড়ির বিজ্ঞাপনে খুব কালো একটা মেয়েকে দেখেছিলাম এবং দেখতে সে ততটা সুশ্রী ছিলনা যতটা সচরাচর বিলবোর্ড কন্যাদের দেখা যায় । অবশ্যই প্রশ্ন এসেছে মনে যে কেন তাকে ওখানে দেওয়া হল। উত্তর পেয়েছিলাম সৌভাগ্যবশত কয়েক বছর পরে, সেটা হল মানুষের দৃষ্টি আকর্ষন করার জন্যই কতৃপক্ষ কিছুটা অড করে ডিজাইন করেন। কারন কোম্পানি শাড়ির বিজ্ঞাপনের জন্য টাকা দেয়, মেয়েটির নয়। যাই হোক, ব্যাবসাতে বিজ্ঞাপনের একটা বড় গুরুত্ত্ব আছে, সেটা অনস্বীকার্য। তবে বিজ্ঞাপন নির্মাতারা কি সামান্য কমন্সেস রেখে কাজ করবেন না? একটা হারবাল ঔষধ কিভাবে সত্তর থেকে ষোল বছরের ঘোড়া বানিয়ে দিতে পারে !!! আর তাছাড়া তারা চিকিৎসার নামে বিক্রি করছে ভায়াগ্রা, যেটা সাময়িকভাবে হয়ত উত্তেজনা সৃষ্টি করে কিন্তু শরীরের ব্যাপক ক্ষতি করে। হ্যা, বলা হতে পারে ওরা নিম্ন শ্রেণীর মানুষ... ওদের নিয়ে মাথা না ঘামালেও চলে। কিন্তু মোবাইল অপারেটর দের ক্ষেত্রে কি বলবেন ?

" সানি লিয়নের হট ভিডিও পেতে ভিজিট করুন ...... "
"নাইলা নাঈম কুইজ খেলে জিতে নিন নাইলার সাথে দেখা করবার সুযোগ .."
" কলকাতার লেটেস্ট গান রিলিজড মুভির গান গুলো শুনতে ডায়াল করুন ..... "
" অরিজিত সিং এর অজানা নানান কথা জানতে ডায়েল করুন .... "
" ইসলামের আলোয় নিজেকে আলোকিত করতে ডায়েল করুন ৭৮৯ ..... "

এমন বিজ্ঞাপনের সাথে আমাদের খুবই পরিচিত থাকার কথা, আমাদের মোবাইল অপারেটর গুলো প্রায়ই আমাদেরকে এই মেসেজগুলো দিয়ে উদ্ধার করে। আচ্ছা, বিজ্ঞাপন কৌশল টা কিছুটা অদ্ভুত না? হারবার বিক্রেতা যেমন যেকোন মূল্যে মনোযোগ আকর্ষনের চেষ্টা করে এদের স্ট্রাটেজি কি তাই না? তবে ওদের রাস্তার ধারের ব্যাতিক্রমধর্মী কথার বিপরীতে এরা পর্ন স্টার কিংবা বিদেশি আর্টিষ্টের লোভ দেখাচ্ছে। আমার কথা আমার ফোনে কেন এক্স- পর্ন ষ্টারের ভিডিও ডাউনলোডের মেসেজ আসবে? আমাদের কথা বাদ দিলাম, আমাদের বাবা, মা, ছোট ভাই বোনদের ফোনেও তো মেসেজ গুলা যাচ্ছে। বিবেক কতক্ষন চুপ করে থাকবে? সেক্সুয়াল আবেদনকে ভিত্তি করে তারা কেন বিজ্ঞাপন সাজাবে !! কেন বিদেশি শিল্পি কিংবা অভিনেতাদেরকে এডভ্যার্টাইজ করবে আমাদের দেশের ফোন অপারেটর। যেই অপারেটর আজ ৭৮৯ ডায়াল করে ইসলামের আলোয় নিজেকে আলোকিত করবার দাওয়াত দিল, তারাই কাল নাঈলা নাইমের হট ওয়াল পেপার ডাইনলোডের জন্য প্ররোচনা দিচ্ছে। এটাকে বলবেন?

হ্যা,,, আমরা অনেকেই বিদেশি শিল্পীর গান শুনি, কিংবা সানি লিয়নের মিউজিক ভিডিও আমাদের অনেকের কাছেই আছে। আবার এটাও তো ঠিক এমন অনেক জন আছেন যারা এগুলো পছন্দ করেন না, কিংবা অনেক বুজুর্গ ধরনের লোক যারা মিউজিক বা এই সকল বিনোদনের সাথে রিলেটেড না। কিন্তু মোবাইল অপারেটর গুলো কখনোই বাছবিচার করেননা, কিংবা তারা চাইলেও পারবেনা। কোম্পানি গুলো তাদের নিজেদের প্রোডাক্টের বিজ্ঞাপন করতে পারে: ওয়েলকাম টিউন, বোনাস ইত্যাদি। এই মেসেজগুলো বারবার আসলেও সাময়িকভাবে মেনে নিলাম তাদের বিজ্ঞাপনের স্বার্থে। কিন্তু যদি বুদ্ধি-বিবেক বিসর্জন দিয়েই তারা বিজ্ঞাপন নীতিমালা সাজায় তবে সেটাকে হারবাল বিক্রেতাদের স্ট্রাটেজির কাতারে ফেলতে আমি বিন্দুমাত্র দ্বিধা করব না।

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৬ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:৩০

ঢাকাবাসী বলেছেন: আমাদের মোবাইল অপারেটরদের ব্যাবসায়িক কৌশল খুবই নীচু মানের, প্রতারণার সমান। অত টাকা চার্জ করলে অত টাকার বোনাস পাবেন রাত ১২ টা থেকে ভোর ৬ টা পর্যন্ত একদিন! জীবনেও পাইনি! ননসেন্স!

১১ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৩৮

শূণ্য মাত্রিক বলেছেন: এসব আজগুবি অফার গুলার উপ্রে কি সরকারের কোন হস্তক্ষেপ নাই !!! আল্লাহই জানেন। :( বলীর পাঠা তো হচ্ছি আমরা।

২| ২৬ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:০০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সবচেয়ে বিরক্ত লাগে বাংলালিংক আর এয়ারটেলের বিজ্ঞাপন দেখলে। মনে হয় যেন এদের গ্রাহক সব হচ্ছে তরুণ তরুণী, কোন বয়স্ক লোক এদের সিম ব্যবহার করে না!

১১ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৩৯

শূণ্য মাত্রিক বলেছেন: সহমত ভাই। এয়ারটেল দেখবেন মাঝে মাঝে তুমি করেও সম্বোধন করে গ্রাহকদের। ইচ্ছা করে থাপ্রাইতে। :(

৩| ২৭ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:২৮

প্রামানিক বলেছেন: ভাই কি আর বলবো, এত এত অফার আমি একটাও পাইনি। পোষ্টের জন্য ধন্যবাদ

১১ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৪১

শূণ্য মাত্রিক বলেছেন: ওরা বিজ্ঞাপনের জন্য অফার দেয়, আমাদের সুবিধে দেবার জন্য বোধ হয় নয়। ধন্যবাদ মন্তব্যের জন্য :)

৪| ২৭ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৩৫

নাবিক সিনবাদ বলেছেন: হাহ ঠিকই কইসেন :)

১১ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৪১

শূণ্য মাত্রিক বলেছেন: :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.