![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বহু নিয়ম মেনেছি। লেখাপড়া করার নিয়ম... মেনেছি, পরীক্ষা দেবার নিয়ম... মেনেছি, চাকরী করবার নিয়ম... মানব। কিন্তু নিয়মটা কে মানা উচিৎ একথাটাও কি মানতে হবে ?
একটা ছেলের যদি দূর্বলতা থাকে কোন মেয়ের উপর, তখন সে সারা পৃথিবীর থেকে সেটা লুকিয়ে রাখতে পারলেও ঐ মেয়েটার থেকে লুকিয়ে রাখতে পারে না। তার আচার-আচরন, প্রকাশভংগিতে একটা অদ্ভুত পরিবর্তন আসে যেটা আর কেউ উপলব্ধি করতে না পারলেও ঐ স্পেসিফিক মেয়েটার চোখ এড়ায় না। এটা মেয়েদের একটা ক্রেডিট…হ্যা, অবশ্যই এটাকে ক্রেডিটই বলব। সেই সাথে ছেলেদের একটা ক্রেডিটের কথাও আজ বলব। সেটা হল, যদি আপনি যদি একটা ছেলেকে রোজ আক্ষরিক অর্থে নাচিয়ে যাচ্ছেন, কিন্তু মনে করছেন সে হাদারামের মত সেটা বুঝতেছে না…তবে শুনে রাখুন যে আপনি বোকার স্বর্গে বসবাস করছেন। ছেলেটার মন একাধিক বার তাকে সতর্ক করে…আই রিপিট, একাধিক বার !!!! কিন্তু ছেলেটা কোন স্টেপ নেয়না কজ সে আপনাকে তার নিজের অবচেতন মনের চেয়েও অনেকে অনেক বেশি বিশ্বাস করে। সেই বিশ্বাস টা ভাংগার আগে একবার ভেবে দেখেছেন কি শুধু মাত্র আপনার জন্য কিন্তু ছেলেটার পুরো মেয়ে জাতির উপর থেকে রেস্পেক্ট উঠে যেতে পার ?? কাউকে ভাল না লাগলে ধুর ধুর করে তাড়িয়ে দেন, সমস্যা নাই। কিন্তু কাউকে মিথ্যা আশ্বাস দিয়েন না, সপ্ন দেখায়েন না, তাকে মাঝ রাস্তায় আটকায়ে রাইখেন না…মদ্দাকথা ছেলেধরা হইয়েন না…প্লিজ। বুঝি…কাপড়ের পুতুল এর চেয়ে জলজ্যান্ত, আবেগী টাইপের রক্তমাংশের মন নিয়ে খেলতে অনেকেরই অনেক ভাল লাগে। কিন্তু নিজেরে কন্ট্রোল করেন, লোভ কন্ট্রোল করা শিখেন । আমাদেরও তো কতজনরেই ইচ্ছামতন পিডাইতে ইচ্ছা করে। পিডাই কি ?? উহু, বরং কন্ট্রোল করি ।
একটা ছেলে যতটুকু আবেগ-অনুভুতি, সততা দিয়ে ভালোবাসার মানুষটিকে আগলে রাখতে পারে ঠিক ততটাই নির্মমভাবে খেলার সময় ফুটবলে লাথথি ও মারতে পারে…কখনো কখনো সেটা এ প্রান্ত থেকে ও প্রান্তের বারপোষ্টে পৌছে যায়। যার ভালোমানুষিটা হজম করতে পারছেন না তার খারাপমানুষিটা কিভাবে সহ্য করবেন…চিন্তা করেছেন কখনো ???
১১ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৪:২৯
শূণ্য মাত্রিক বলেছেন: ক্ষেপা টা ইজ নট ইম্পর্টেন্ট ভাউ। কথাটা ইললজিক্যাল কি না বলেন! !!!
২| ০৮ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১:০৩
ধমনী বলেছেন: গেম চেঞ্জার বলেছেন: কিরে ভাই! কি হইলো? মাইয়াগো উপ্রে খ্যাপলেন ক্যা?
??
৩| ০৮ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১:৪৪
ইকরাম বাপ্পী বলেছেন: ধমনী বলেছেন: গেম চেঞ্জার বলেছেন: কিরে ভাই! কি হইলো? মাইয়াগো উপ্রে খ্যাপলেন ক্যা?
?
৪| ১১ ই নভেম্বর, ২০১৫ রাত ১:০৬
হাসান মাহবুব বলেছেন: ইকরাম বাপ্পী বলেছেন: ধমনী বলেছেন: গেম চেঞ্জার বলেছেন: কিরে ভাই! কি হইলো? মাইয়াগো উপ্রে খ্যাপলেন ক্যা?
৫| ১১ ই নভেম্বর, ২০১৫ রাত ১:১০
নিমগ্ন বলেছেন: হাসান মাহবুব বলেছেন: ইকরাম বাপ্পী বলেছেন: ধমনী বলেছেন: গেম চেঞ্জার বলেছেন: কিরে ভাই! কি হইলো? মাইয়াগো উপ্রে খ্যাপলেন ক্যা?
৬| ১২ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২৭
প্রামানিক বলেছেন: আবেগী টাইপের রক্তমাংশের মন নিয়ে খেলতে অনেকেরই অনেক ভাল লাগে। কিন্তু নিজেরে কন্ট্রোল করেন, লোভ কন্ট্রোল করা শিখেন । আমাদেরও তো কতজনরেই ইচ্ছামতন পিডাইতে ইচ্ছা করে। পিডাই কি ?? উহু, বরং কন্ট্রোল করি ।
ভালই লিখেছেন। ধন্যবাদ
৭| ২৮ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৪৩
নিমগ্ন বলেছেন: কি ভাউ!! মন্তব্যের রিপ্লাই দেন না ক্যারে.......
৮| ২৮ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৪০
গেম চেঞ্জার বলেছেন: নিমগ্ন বলেছেন: হাসান মাহবুব বলেছেন: ইকরাম বাপ্পী বলেছেন: ধমনী বলেছেন: গেম চেঞ্জার বলেছেন: কিরে ভাই! কি হইলো? মাইয়াগো উপ্রে খ্যাপলেন ক্যা?
©somewhere in net ltd.
১|
০৮ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৫৩
গেম চেঞ্জার বলেছেন: কিরে ভাই! কি হইলো? মাইয়াগো উপ্রে খ্যাপলেন ক্যা?