নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাসছিল সজারু ... ব্যাকরণ মানিনা ... হয়ে গেল হাসজারু ... ক্যামনে তা জানিনা ...

শূণ্য মাত্রিক

বহু নিয়ম মেনেছি। লেখাপড়া করার নিয়ম... মেনেছি, পরীক্ষা দেবার নিয়ম... মেনেছি, চাকরী করবার নিয়ম... মানব। কিন্তু নিয়মটা কে মানা উচিৎ একথাটাও কি মানতে হবে ? 

শূণ্য মাত্রিক › বিস্তারিত পোস্টঃ

কেমন আছ জন লেনন !!!

১৬ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:২০


গোল ফ্রেমের চশমা, সীমাহীন স্বপ্ন দেখার ইচ্ছে আর সুনিপুণ হাতে পিয়ানোতে C Major … G major কর্ড বাজিয়েও বিপ্লব ঘটানো সম্ভব !!! হ্যা ... সম্ভব। বিশ্ব দেখেছে সেই বিপ্লব, হয়ত চোখে দেখেনি… তবে অনুভব করেছে কোন এক ইন্দ্রিয় দিয়ে। বিপ্লব শব্দটা শুনলেই হয়ত অনেকের চোখের অদৃশ্য পর্দায় ভেসে আসে চীনের মাও সে তুং, রাশিয়ার লেনিন, রেডবুকের পাতা, কিংবা চে গুয়েভারার পোড় খাওয়া চেহারার ছবি। কিন্তু আরেকটি বিপ্লব ঘটিয়ে গিয়েছিলেন জন লেনন … সেই বিপ্লবে কোন মানুষ মরেনি, সংগ্রাম করতে হয়নি কাউকে, রেড প্লাকার্ড হাতে জানাতে হয়নি নিজেদের দাবি দাওয়া। শুধু স্বপ্ন দেখতে শিখেছিল কিছু মানুষ , দিন শেষে হয়ত একটি আলাদা পৃথিবীর স্বপ্ন দেখে ঘুমের রাজ্য হারাতে পারত তারা । মাও, লেনিনরা যে বিপ্লব দেখিয়ে গেছেন তা ছিল অবকাঠামো গত, কিন্তু জন লেলনের বিপ্লব ছিল পুরোটাই মানুষিক। একটি গান পালটে দিয়েছিল মানুষের স্বপ্ন দেখবার সীমানাকে …

Imagine there’s no haven
Its easy if you try
No hell below us
Above us only sky
Imagine all the people ,
living life in peace

You may say I’m a dreamer
But I am not the only one
I hope someday you’ll join us
And the world will live as one.

বিশ্বজয়ী সেই গানটির নাম ছিল Imagine। গানটি এখনো ততটাই জনপ্রিয় যতটা আগে ছিল। কিছু ইচ্ছে, কিছু স্বপ্ন মানুষের মধ্যে থাকে… পৃথিবীটাকে নিজের মত করে দেখবার অধিকার সবারই আছে। কেউ আমরা হাতবোমা তুলে নিচ্ছি, কেউ বা কলম … কেউবা মোটা মোটা পাতার রাজনৈতিক মেনিফেস্টো। সবার উদ্দেশ্য একটাই- নিজের দৃষ্টিভঙ্গগির একটা পৃথিবী তৈরী করা। জন লেনন সে কাজটি করেছেন নিজের লেখনীর মাধ্যমে, স্বপ্নের সীমানা থাকবেনা, থাকবে যুক্তি-প্রমানের বেড়িবাধ- আমি এটাই বিশ্বাস করি। জন লেনন ও একটা পৃথিবী চেয়েছিলেন যেখানে স্বর্গ থাকবেনা, থাকবেনা না নরক। থাকবেনা যুদ্ধ-বিগ্রহ , দারিদ্র, ক্ষুধা … অনেকে গানটিকে বলেন Atheist Anthem । কেউ কেউ গানটিকে বলেন Communist Manifesto কারন তার গানে সাম্যের কথা গুলো কমিউনিজমের নীতির সাথে মিলে যায়। কিন্তু জন লেনন তার জীবদ্দশায় এটা বলে গেছেন যে তিনি যে সাম্যের কথা বলেন বা তিনি সে সাম্য চিন্তা করেন সেটা চীন বা রাশিয়ায় প্রতিষ্ঠির সাম্যবাদের সাথে মিলে না। তার সাম্যবাদ ছিল এক দেশ, এক মানুষ, এক পৃথিবী নিয়ে। তবে যাই হোক, আমি গানটিকে রাজনৈতিক বা অন্য কোন দৃষ্টিকোন থেকে দেখতে রাজি নয়। যদি দেখাও হয় তাহলেই সেখানে মতভেদ চলে আসে। আমি একটা জন লেননের একটা স্বপ্ন ভাবতেই স্বাচ্ছন্দবোধ করি। দেশ, জাতি, পৃথিবী নিয়ে যেমন যুগে যুগে মানুষ চিন্তা করেছেন, স্বপ্ন দেখেছেন নিজেদের মত করে এই গ্রহটিকে সাজিয়ে নেবার। জন লেনন তাদের একজন , হয়ত তিনি কার্ল মাক্স নন। তাই তার স্বপ্নকে থিওরী কিংবা মেনিফেস্টো আকারে লিপিবদ্ধ করে যেতে পারেননি। মানুষের স্বপ্নের কথা শুনতে ভাল লাগে, পাশাপাশি আমি একজন মিউজিশিয়ান এবং আমি বড় হয়েছি বিটলস শুনেই। আর জন লেনন আমার ফেভারিট মিউজিশিয়ানদের একজন !!

জন লেনন চলে গেছেন না ফেরার দেশে। কিন্তু জন লেনন এখন যে পৃথিবীতে আছেন সেটা কেমন ? আজ তার গিটার কিংবা গ্রান্ড পিয়ানোটি সাথে নেই। তার কি ইচ্ছা করতে তার বর্তমান পৃথিবীটি নিয়ে একটা গান লিখতে ? তার সীমাহীন স্বপ্ন দেখবার অভ্যসটি কি তার এখনো আছে ? “ কেমন আছ জন লেনন ”… জিজ্ঞাসা করা গেলে হয়ত করতাম। নাহ … এসব প্রশ্ন অমূলক। তার ব্যাপারে একমাত্র আল্লাহু তায়ালাই ভাল জানেন !!

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৭ ই নভেম্বর, ২০১৫ সকাল ৯:৪৩

অগ্নি সারথি বলেছেন: না ফেরার দেশে ভাল থাকুন জন লেনন। শতত শ্রদ্ধাঞ্জলি।

২| ১৭ ই নভেম্বর, ২০১৫ সকাল ১১:০৩

আরণ্যক রাখাল বলেছেন: ওঁকে নিয়ে আপনি একটা গান লিখুন, ওঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে

৩| ১৭ ই নভেম্বর, ২০১৫ দুপুর ২:৫৭

হাসান মাহবুব বলেছেন: জন লেনন... সবসময়ের জন্যে ভালো লাগা একজন। লেখাটা পড়ে আবেগাপ্লুত হলাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.