![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বহু নিয়ম মেনেছি। লেখাপড়া করার নিয়ম... মেনেছি, পরীক্ষা দেবার নিয়ম... মেনেছি, চাকরী করবার নিয়ম... মানব। কিন্তু নিয়মটা কে মানা উচিৎ একথাটাও কি মানতে হবে ?
বিশ্ববিদ্যালয়ের লগোঃ
বিশ্ববিদ্যালয়ের প্রবেশ মুখে তিন রাস্তার মোড়ের "নৌকা চত্ত্বর"
প্রশাসনিক ভবনঃ
প্রশাসনিক ভবন সংলগ্ন সাতজন বীরশ্রেষ্ঠের মূর্তিঃ
জয় বাংলা ভাষ্কর্যঃ
'লাল কমল' পুকুরের উপর নির্মিত সেতুঃ
একাডেমিক ভবনের মাঝে অবস্থিত Hort Park :
বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রিয় গ্রন্থাগারঃ
শের-ই-বাংলা হলঃ
এম কেরামত আলী হলঃ
এবং, সূর্য অস্তমিত সন্ধ্যায় প্রশাসনিক ভবন সংলগ্ন অপরূপ 'সালসাবিল' (পুকুর):
০৩ রা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:১৪
শূণ্য মাত্রিক বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ প্রামানিক ভাই।
২| ০৩ রা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:১৭
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
Wow, your photography is beautiful!
০৩ রা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৩৪
শূণ্য মাত্রিক বলেছেন: Sorry... Most of these photos are taken by one of my seniour brother named 'Tarikul Islam'. You may see the photo courtesy bolow the photos. I didnt capture them all.
Whatever ... thanks for your comment.
৩| ০৩ রা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৩৫
তানজির খান বলেছেন: আমার বন্ধু দেবাশিষ এখানকার শিক্ষক। ভাল লাগলো ছবি দেখে। আপনাকে আমার লেখায় স্বাগতম জানাচ্ছি। শুভ কামনা রইল।
০৪ ঠা জানুয়ারি, ২০১৬ সকাল ৯:১৯
শূণ্য মাত্রিক বলেছেন: আপনার প্রতিও শুভকামনা রইল তানজির খান ভাইয়া।
৪| ০৩ রা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৩৮
নাজমুল হাসান মজুমদার বলেছেন: নাইস
০৪ ঠা জানুয়ারি, ২০১৬ সকাল ৯:১৮
শূণ্য মাত্রিক বলেছেন: ধন্যবাদ নাজমুল হাসান ভাই।
৫| ০৩ রা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৫৩
গ্রিন জোন বলেছেন: একাডেমিক ভবনের পার্কটা অতি সংকীর্ণ । ফাঁকা স্থানে এক সংকীর্ণ প্লান ভাল লাগলো না।
০৩ রা জানুয়ারি, ২০১৬ রাত ১১:২৮
শূণ্য মাত্রিক বলেছেন: একাডেমিক ভবনটা যে কতটা বড় পুরোটা না দেখলে আপনার মাথাতেই আসবে না। আর পার্কটার রিসেন্ট ছবি আমার কাছে ছিলনা, আর এছবিটা দুই বছর আগেকার। এখানে পার্কটির চার ভাগেই তিনভাগ দেখানো হয়েছে,,,এটা আরো লম্বা। এবং বর্তমানে এটা আরো সুন্দর এবং এনরিচড। সম্ভব হলে রিসেন্ট পিক শেয়ার দিব।
মন্তব্যের ন্য ধন্যবাদ
৬| ০৩ রা জানুয়ারি, ২০১৬ রাত ৮:১৮
ডরোথি গোমেজ বলেছেন: ছবিগুলো সুন্দর! +
০৪ ঠা জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৪০
শূণ্য মাত্রিক বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।
৭| ০৩ রা জানুয়ারি, ২০১৬ রাত ৮:২১
সুমন কর বলেছেন: চমৎকার শেয়ার !
০৪ ঠা জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৪১
শূণ্য মাত্রিক বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ সুমন ভাই।
৮| ০৩ রা জানুয়ারি, ২০১৬ রাত ৮:২৮
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
এক কথায় চমৎকার ।
০৪ ঠা জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৪১
শূণ্য মাত্রিক বলেছেন: অসংখ্য ধন্যবাদ সাজ্জাদ ভাই।
৯| ০৩ রা জানুয়ারি, ২০১৬ রাত ৮:৩২
কালীদাস বলেছেন: পুস্কুনির উপরের সেতুটা জোস। সেরকম। বিল্ডিং এর মাঝখানের এইটুকু সবুজ জায়গার নাম পার্ক হওয়ার রহস্যটা কি?
০৩ রা জানুয়ারি, ২০১৬ রাত ১০:৪০
শূণ্য মাত্রিক বলেছেন: পার্ক বলতে চিরচারিত যেটা বোঝানো হয় এখানে তেমনটা হয়। এটা হর্টিকালচার ডিপার্টমেন্ট এর আয়ত্তাধীন। সেখানে প্রয়োজনীয় উদ্ভিদ গুলো একজাগায় সুশ্রীভাবে সাজানো হয়েছে।
আর এই ছবিটা প্রায় দু বছরের বেশি পুরোনো। এখন আরো অনেক অনেক সুন্দর ও এনরিচড। আর ছবিতে চার ভাগের মাত্র তিনভাগ দেখানো সম্ভব হয়েছে। এবং আপনি কল্পনাও করতে পারবেন না যে একাডেমিক ভবনের আকার কতটা দানবীয়।
মন্তব্যের জন্য ধন্যবাদ
১০| ০৩ রা জানুয়ারি, ২০১৬ রাত ৯:১০
ধমনী বলেছেন: দক্ষিণ বঙ্গে তো এখন বরিশাল বিশ্ববিদ্যালয়ও আছে। কোনটার উচ্চতা(!) বেশি তা জানিনা। তবে ছবিগুলো দারুণ।
০৩ রা জানুয়ারি, ২০১৬ রাত ১০:৩১
শূণ্য মাত্রিক বলেছেন: বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় ২০০৯ সালে আর পটুয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ২০০০ সালে। আর PSTU তে শুধু এম.এস.সি নয়, অনেক কোর্সে পি.এইচ.ডি ও অফার করা হয়। বাকিটুকু এখন আপনার বিবেচনা।
মন্তব্যের জন্য ধন্যবাদ
১১| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৩৫
প্রকৌশলী মোঃ জুলফিকার আলী জুয়েল বলেছেন: খুবই সুন্দর করে সাজানো। খুব ভালো লাগলো
০৪ ঠা জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৪২
শূণ্য মাত্রিক বলেছেন: একবার সময় করে এসে দেখে যাবেন, কুয়াকাটা এখান থেকে খুব একটা দূর না।
১২| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪১
রমিত বলেছেন: চমৎকার ছবি। পটুয়াখালী আমার দাদা বাড়ী। অনেকদিন যাওয়া হয়না। ছবিগুলো দেখে ভালো লাগলো, যাওয়ার ইচ্ছেও জেগেছে। আপনাকে ধন্যবাদ।
০৪ ঠা জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৪৪
শূণ্য মাত্রিক বলেছেন: রমিত ভাই। দেরি না করে চলে আসুন। দাদা বাড়ীর পর বিশ্ববিদ্যালয়ে ঘুরতে আসার আমন্ত্রন রইলো।
১৩| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ দুপুর ১:১২
অগ্নি সারথি বলেছেন: বাহির থেকে দেখেছিলাম একবার তখন মনে হয় নি যে ভেতরটা এত সুন্দর। শেয়ার করবার জন্য ধন্যবাদ।
০৪ ঠা জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৪৫
শূণ্য মাত্রিক বলেছেন: আমার ভালো ক্যামেরা না থাকবার কারনে আমি এই পুরোনো ছবিগুলো ব্যাবহার করেছি। কিন্তু বর্তমানে বিশ্ববিদ্যালয়ের চেহারা পুরোই বদলে গেছে, না আসলে আপনি বিশ্বাস করবেন না। ঘুরতে আসার আমন্ত্রন রইলো।
মন্তব্যের জন্য ধন্যবাদ।
১৪| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৪৭
কান্ডারি অথর্ব বলেছেন:
ভাল লাগলো +++
১৫| ০৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:০৮
রক্তিম দিগন্ত বলেছেন: চমৎকার ছবি। ছবিতে ছবিতে পরিচিতি। ++
©somewhere in net ltd.
১|
০৩ রা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:০১
প্রামানিক বলেছেন: চমৎকার ছবি। ধন্যবাদ