নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাসছিল সজারু ... ব্যাকরণ মানিনা ... হয়ে গেল হাসজারু ... ক্যামনে তা জানিনা ...

শূণ্য মাত্রিক

বহু নিয়ম মেনেছি। লেখাপড়া করার নিয়ম... মেনেছি, পরীক্ষা দেবার নিয়ম... মেনেছি, চাকরী করবার নিয়ম... মানব। কিন্তু নিয়মটা কে মানা উচিৎ একথাটাও কি মানতে হবে ? 

শূণ্য মাত্রিক › বিস্তারিত পোস্টঃ

সিংগেল আছি ভালোই আছি … কিন্তু ঝামেলাটা যখন যখন হয়ঃ (পেপসুডেন্ট প্রেজেন্ট ‘ছ্যাকা খাওয়ার গল্প’)

০৬ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৪৩

১) রাতে ভার্সিটির বাসে করে ক্যাম্পাসে ফেরা, শুনশান রাস্তার কুয়াশা কেটে পথ করে দিচ্ছে গাড়ির হেড লাইট। পিছনের ছিটগুলোতে কিছু জুনিয়র গান ধরেছে “এক পলকেই ভালোবেসে ফেলেছি তোকে … ”। আমি তো ভাই সিংগেল, ওসব গান শুনে ইমোশোনাল হয়ে গেলে আমার চলে না … পাছে অন্যের গার্লফ্রেন্ডকে ধার করে নিতে হয় স্বপ্ন দেখার জন্যে। অদ্ভুত এক অপরাধবোধ হয় মাইরি, তাই কানে হেডফোন গুজে নিলাম। আমার প্লেলিস্টে তখন বাজছে আর্টসেলের “তোমরা কেউ কি দিতে পারো প্রেমিকার ভালোবাসা …”। বিপত্তিটা তখনো ঘটেনি, কিন্তু হঠাৎ করে খেয়াল হল সামনের সিটে একটা কাপল। ছেলেটা আমার সিনিয়র কিন্তু মেয়েটা আমার জুনিয়র। ক্যাম্পাসে পৌছাতে প্রায় রাত এগারোটা বাজবে, অনেকেই ঘুমিয়ে নিচ্ছে। এক সময় বাসেই ভেতরের লাইট অফ করে দিল হেল্পার মামা, প্রায় সাথে সাথে সামনের সিটে বসা মেয়েটা সিনিয়র ভাইয়ের কাধে মাথা এলিয়ে দিল। হঠাৎ বুকের বামপাশটা চিনচিন করে উঠল… এ এক অদ্ভুত ব্যাথা ভাই , ডাইক্লোফেন দিয়ে সে ব্যাথা যায়না। এ মুহুর্তে মনটা শক্ত করার দরকার, গান চেঞ্জ করার দরকার জরুরীভিত্তিতে। ঐ মুহূর্তে গান চেঞ্জ করে ছাড়লাম ওয়ারফেজের “শক্তি দাও বিধাতা, অনন্তকাল ধরে জ্বলছে হৃদয় …”। যাই হোক মনটা শক্ত করে ক্যাম্পাস পর্যন্ত পৌছুলাম, সিংগেল থাকার এক বস্তা পরিমান আক্ষেপ নিয়ে।

২) সেদিন রুমে অন্য আরেক হলের কিছু ফ্রেন্ড এসছে, প্রোজেক্টের কাজে। ফাকে ফাকে আড্ডাও দিচ্ছি।, হঠাত করে ফ্রেন্ড্রের ফোনের রিংটোন বেজে উঠল। ও সাবলীল ভাবে রিসিভ করল… তবে লাউডস্পিকারে ছিল কিনা জানিনা হঠাৎ একটা মেয়ের মিষ্টি কন্ঠ ভেসে আসল I Love Youuuuuu । আবার সেই বুকের বামপাশে চিনচিন ব্যাথাটা অনুভব করলাম, অজান্তেই মুখ দিয়ে বেরিয়ে গেল What The Yuck !! পরে ওকে লুইচ্চা, লাফাংগা, ইতর সহ নানা উপাধীতে ভূষিত করে ফোন সহ রুমের বাইরে বের করে দিলাম। পরে অবশ্য আস্ক করছিলাম মামা ফোন ধইরাই মাইয়া আই লাভ ইউ বলল ক্যান ? বন্ধু বলল সে নাকি মেসেজে তাকে একটা রোমান্টিক কবিতা পাঠিয়েছিল আর তার রিপ্লাই দিতেই মাইয়া ফোন দিয়াই লাভ ইউ বলছে। যাই হোক, মদ্দাকথাটা হল সিংগেল জীবনটাকে এসব পরিস্থিতিতে আর ভোগযোগ্য মনে হয়না। দুম দাম ছ্যাকা খাও আর বুকের বামপাশে চিনচিনে ব্যাথা সহ্য কর … ব্যাচেলর লাইফের মূলনীতি, এই আর কি মনকে সান্তনা দিই।

৩) আর প্যাথেটিক বিষয়গুলোর মধ্যে উদ্দেখযোগ্য একটা “নব দম্পতির প্রেমালাপ”। কেউ এই এক্সপেরিয়েন্স করেছেন কিনা জানিনা আমি একবার হাড়ে হাড়ে টের পেয়েছিলাম ট্রেনের মধ্যে… যাচ্ছি রাজশাহী। নতুন দম্পতিকে তুলে দিতে এসেছে তাদের পরিবার। কিন্তু কে জানত ওরা আমার সামনে সারিতে বসবে। জানেনই তো ট্রেনের শব্দ বেশ জোরালো হয়, যত চেষ্টা করছি ওদের কথার দিকে কান দিবনা… ট্রেনের আখাম্বা কম্পাংকের নয়েজ ভেদ করে ওদের ভয়েস ক্যামনে জানি আমার কানে চলে আসছে। কয়েক সেকেন্ড পর পরই আপিটা কিউট কিউট লাজুক স্মাইল দিচ্ছে তার হাজবেন্ডের দিকে তাকিয়ে। আর শালা হাজবেন্ডটা পাশে এত্ত জায়গা থাকতেও আপিটার গা ঘেষে বসেছে। এখন আর চিনচিন সেই ব্যাথাটা না ভাই… কে জানি বুকের ভিতরে হাতুড়ি দিয়ে ধুম ধুম করে থাপ্রানি দিচ্ছে। ঐ সময়টাতে ওপার বাংলায় ‘প্রেম আমার’ নামে একটা ছবি মুক্তি পেয়েছিল, তাতে একটা গানের লাইন ছিল “মানছে না মন কোলবালিশে, পারছে না গুরু আর …”। কানে হেডফোন নেই, কিন্তু মনের ভিতর যে বিল্ট ইন মিউজিক প্লেয়ারটি ছিল সেখান থেকে অটোমেটিক গানটা বেরিয়ে আসছিল। লজ্জা না করেই বলি, বারবার মনে হচ্ছিল এত্ত কিউট কিউট আপিদের বিয়ে হয়ে যাচ্ছে … আমার কি হবে রে মমিন ???? পরে পাবো তো ???

এই আর কি এমন অসংখ্য ছ্যাকা খাওয়ার গল্প রাস্তা ঘাটে হরহামেশাই তৈরী হয়ে যায়, যখন মনে হয় সিংগেল লাইফটা শালা সত্যিই পিকিউলিয়ার । কি করব মিয়া, ক্লোজ আপ তো আর ছ্যাকা খাওয়ার গল্প চাইনা, চায় কাছে আসার গল্প। সে লিখতে অন্যের গার্লফ্রেন্ড ধার করতে হবে বলে আর লেখার চেষ্টা করিনা। আর এই ব্যাথায় নতুন মাত্র যোগ করেছে তাহসান ভাইয়ের নাটক। দেখলেই ইমোশোনাল হইয়া যায়, এখন ছেড়েই দিছি দেখা। এত কিছুর পরেও আমরা তথা ব্যাচেলর সমাজ স্বপ্ন দেখি, স্বপ্ন দেখি সেই দিনের যেদিন কোল বালিশ ছাড়াই ঘুমাতে স্বাচ্ছন্দ্য বোধ করব । রিক্সার পাশে জায়গাটুকু ফাকা থাকবে না, ট্রেনের টিকিট কাউন্টারে গিয়ে জানলার পাশে পাশাপাশি দুটি সিট চাইব।

মন্তব্য ৫৭ টি রেটিং +১১/-০

মন্তব্য (৫৭) মন্তব্য লিখুন

১| ০৬ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৪৮

মোটা ফ্রেমের চশমা বলেছেন: ''রিক্সার পাশে জায়গাটুকু ফাকা থাকবে না, ট্রেনের টিকিট কাউন্টারে গিয়ে জানলার পাশে পাশাপাশি দুটি সিট চাইব''

কবে আসবে এমন দিন? :(

০৬ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:০০

শূণ্য মাত্রিক বলেছেন: ভাই, সেদিনের অপেক্ষায় থাকতে থাকতে তো মাথা ধীরে মাথার চুলগুলো সব গেল। সমূহ বিপদে আছি।

২| ০৬ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৫৮

মিথুন আহমেদ বলেছেন: আহা রে..... আহা রে ......।

০৬ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:০০

শূণ্য মাত্রিক বলেছেন: :( :(

৩| ০৬ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:১৪

বিজ্ঞান মনস্ক বলেছেন: মোটা ফ্রেমের চশমা বলেছেন: ''রিক্সার পাশে জায়গাটুকু ফাকা থাকবে না, ট্রেনের টিকিট কাউন্টারে গিয়ে জানলার পাশে পাশাপাশি দুটি সিট চাইব''

কবে আসবে এমন দিন?

০৬ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:০১

শূণ্য মাত্রিক বলেছেন: বাবা মা ছেলেদের বিয়ে দিতে জায়না, কেন জানিনা। এই নিয়ম সৃষ্টির আদিকাল থেকেই চলে আসছে।

৪| ০৬ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:২৬

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: =p~ =p~ =p~ =p~

সেই বিনোদন!!

০৬ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:০১

শূণ্য মাত্রিক বলেছেন:
প্রথমে বিশ্বাস করতে পারিনি আপনি মন্তব্য করেছেন ভাইয়া। আপনার মন্তব্য দেখে সত্যিই নষ্টালজিক হয়ে গেছি। আপনার হয়ত মনে নাই ভাইয়া , আপনার হাত ধরেই আমার সামুতে আসা। ২০১৩ সাল … আমি প্রথম একাউন্ট খুলেছিলাম সামুতে, কিন্তু এখানে কিভাবে কি হয় কিছুই জানা ছিল না। আমি অনেক আগে থেকেই আপনার ফেসবুক ফ্রেন্ড লিষ্টে ছিলাম, আপ্নার প্রোফাইলেই দেখেছিলাম এই ব্লগের নাম। ইনবক্সে আপনি অনেক হেল্প করেছিলেন, ইভেন আমার প্রথম পোষ্টে প্রথম মন্তব্য ও ছিল আপনার। এখনো মনে আছে আপনি আমাকে বানানের ব্যাপারে সচেতন হতে, কিন্তু সেটা আজো পারিনি। কিন্তু অসেচতনা বশত সেই একাউন্টটা হারিয়ে ফেলি, এটা নতুন খোলা।

আপনার মন্তব্য দেখে অনেক কিছু মনে পড়ে গেল। আপনার কাছে সত্যিই কৃতজ্ঞ থাকব।

৫| ০৬ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৪৩

আবু শাকিল বলেছেন: সিংগল থাকার ব্যাথা কেউ বোঝে না।একটা একটা বসন্ত যায় আর ভাবি সামনের বসন্তে একা থাকব না।সেই আমি আবার সেই হয়ে যাই।
ভূতের ভয়ে এখনো কেউ বুকে মুখ লুকাতে আসেনি :)

০৬ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:০১

শূণ্য মাত্রিক বলেছেন: ভাই, লাস্টের লাইনটা পড়ে মিনিট তিনেক হাউমাউ করে হাসলাম। হা হা হা হা । পারেন ক্যামনে ভাই ??? হাহাহাহা

৬| ০৬ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৪৮

সুমন কর বলেছেন: কি করব মিয়া, ক্লোজ আপ তো আর ছ্যাকা খাওয়ার গল্প চাইনা, চায় কাছে আসার গল্প। !!

বেশ লিখেছেন..... !:#P

০৬ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:০২

শূণ্য মাত্রিক বলেছেন: ধন্যবাদ সুমন কর ভাই। হা হা হা

৭| ০৬ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৫৩

ঝাপসা বালক বলেছেন: জটিল

০৬ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:০২

শূণ্য মাত্রিক বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ ঝাপসা বালক।

৮| ০৬ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৫৪

সৈয়দ মোজাদ্দাদ আল হাসানাত বলেছেন: সবাই এত ভালো লেখা লেখে !

০৬ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:১৮

শূণ্য মাত্রিক বলেছেন: ইশ !! আমিও যদি সেই সৌভাগ্যবাদ দের অন্তর্ভূক্ত হতে পারতাম ।
মন্তব্যের জন্য ধন্যবাদ ভাই।

৯| ০৬ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:০৯

ইমরাজ কবির মুন বলেছেন:
আহারে আফসোস!
ইট শুড হ্যাভ বিন প্রেজেন্টেড বাই ১নম্বর কালা মাজন! /:)

০৬ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:১৯

শূণ্য মাত্রিক বলেছেন: হা হা হা হা। মন্দ বলেন নাই মোটেও, খেয়াল আসেনাই একদম লেখার সময়।

১০| ০৬ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৫১

অদৃশ্য দহন বলেছেন: সবই স্বপ্ন....এবার বাস্তব দেখার পালা....

০৯ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:১৭

শূণ্য মাত্রিক বলেছেন: যাহ …মন্তব্যটা মাথার উপর দিয়ে গেল যে ভাইয়া। একটু বুঝিয়ে বলেন।

১১| ০৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:৪৪

কিশোর মাইনু বলেছেন: mone boro kosto

০৯ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:১৭

শূণ্য মাত্রিক বলেছেন: ভাই… আপনার ও কি সেইম কেস ??? হিহিহি

১২| ০৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৩৩

ফেরদৌসা রুহী বলেছেন: হা হা হা আহারে

শুন্যস্থান পূরন করে ফেলুন।

০৯ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:১৭

শূণ্য মাত্রিক বলেছেন:
হা হা হা । ভালো বলেছেন, কিন্তু শূণ্য স্থান পূরন হয়ে গেলে যে শূণ্য মাত্রিকের অস্তিত্ত্ব হারিয়ে যাবে। তাও সেক্রিফাইস করতে রাজি, নতুন একটা নিক নাহয় খুলেন নিবনে ‘চতুর্মাত্রিক’ নামে। কিন্তু আবু শাকিলের খেই ধরে বলতেই হচ্ছে … “ভূতের ভয়ে এখনো কেউ বুকে মুখ লুকাতে আসেনি”। হা হা হা

১৩| ০৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:২৪

আরণ্যক রাখাল বলেছেন: স্বপ্ন দেখার জন্য অন্যের গার্লফ্রেন্ড ধার করার ব্যাপারটা পড়ে সেইরম হাসলাম!
অনেকদিন পর মনের মত একটা লেখা পাইলাম| বুকে আসেন মিয়া

০৯ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:১৮

শূণ্য মাত্রিক বলেছেন: হা হা হা । কি করব ভাই বলেন … স্বপ্ন তো দেখাই লাগে মাইরি। কিন্তু দেশে যে সিংগেল মেয়ে আছে এইডা পিডাইলেও বিশ্বাস হইতে চায় না। তাই ধার করার ব্যাপার টা আনা আরকি। অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য, আপ্নিও বুকে আসেন ভাই।

১৪| ০৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:৩৫

ধমনী বলেছেন: আবু শাকিল বলেছেন:
ভূতের ভয়ে এখনো কেউ বুকে মুখ লুকাতে আসেনি :)

আপনার বেলায় ঘটনা কী?
-- জরুরী পোস্ট হিসেবে বিশিষ্ট ঘটক কান্ডারী অথর্বের সুদৃষ্টি কামনা করছি।

০৯ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:১৮

শূণ্য মাত্রিক বলেছেন: আমার বুকে ভূত আছে কিনা জানিনা, তবে অদ্ভুত কঠিন এক প্রশ্ন করেছেন মাইরি। হা হা হা । আমার সমস্যা হইল গিয়া আমি অত্যন্ত রেস্পেক্টেড পার্সন, মেয়েরা ভাইয়া ছাড়া ডাকেই না। মাঝে মাঝে মনে হয় নিজেকে ‘জাতীয় ভাইয়া’ উপাধি দিয়া দিই। (কান্নার ইমো)। কিন্তু ঘটক কান্ডারী কই ভাই ??

১৫| ০৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ৩:৩৮

কিরমানী লিটন বলেছেন: ... একদিন আমরাও...

অনেক শুভকামনা...।

০৯ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:১৮

শূণ্য মাত্রিক বলেছেন: একই পথেই পথিক মনে হচ্ছে আমরা… হা হা হা । বুকে অদ্ভুত বল পেলুম মশাই। এত্তগুলো ধন্যবাদ।

১৬| ০৭ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৯:৪৭

রিকি বলেছেন: ছ্যাঁকা লাগা................ B-)) B-)) B-)) মজা লাগলো চরম।

০৯ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:১৯

শূণ্য মাত্রিক বলেছেন: এভাবে বলিয়েন না মিতা …… একদম কলিজায় গিয়া আঘাত করে। (হাউমাউ করে কান্নার ইমো)

১৭| ০৭ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:১৮

Jahid hasan amily বলেছেন: মামা তুমি টেনশন কইরো না আমার গার্লফ্রেন্ড রে তোমাকে দুই দিনের জন্য ধার দিবো। ওকে ? ;-(

০৯ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:১৯

শূণ্য মাত্রিক বলেছেন:
এটা ঠিক না ভাই… আমার উপরে আপনার বিশ্বাস নাই ?? তাহলে শুধু দুদিনের জন্য কেন দিতেছেন ??? দুদিন দুরাতের জন্য দেন। ভাবীর হাতের রান্না খাবো শুধু । হা হা হা হি হি হি (ওমর সানী স্মাইলিং )

১৮| ০৭ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:১৫

অলওয়েজ ড্রিম বলেছেন: কবে আইবো তোমগো পালারে
কবে দিবা গলায় মালারে মালারে মালারে.।.।.।.।

দোয়া করি বাছারা যত তাড়াতাড়ি হওয়া সম্ভব হয়ে যাক।

০৯ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:১৯

শূণ্য মাত্রিক বলেছেন: ভাই মনে হচ্ছে বিবাহিত ??? একটি টিপস দেন, যাতে আমরাও আপনার মত হইয়া যাইত পারি। তাইলে দোয়াটা আরো দ্রুত কাজে লাগবে। হা হা হা

১৯| ০৭ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:২০

ভিটামিন সি বলেছেন: 'রিক্সার পাশে জায়গাটুকু ফাকা থাকবে না, ট্রেনের টিকিট কাউন্টারে গিয়ে জানলার পাশে পাশাপাশি দুটি সিট চাইব''

কবে আসবে এমন দিন?

--- আমার তো আইস্যাই গেছে। কিন্তু সমস্যা টের পাইবেন পরে, যখন রিক্সার সিট আর ফাঁকা থাকবে না তখন। আপনি বাইরে কোথাও যেতে চাইলেই সাথে যাবে। তখন মজাটা বোঝবেন।

০৯ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:২০

শূণ্য মাত্রিক বলেছেন: আপনার মন্তব্য তো স্পেশাল হবেই ভাই। কিন্তু হিংসা হচ্ছে আপনার এমন দিন আইস্যা গেছে শুনে। নতুন নতুন কিছু দিন বউরে নাহয় রিক্সায় নিলাম… সমসস্যা কোথায় ! পরে পুরোনো হয়ে গেলে যদি বেশি আমার সাথে বাইরে যেতে চায় বলব “আমি পায়ে হেটে যাব !!”। আর বেরুবেনা … হা হা হা । সম্ভব হলেও আপ্নিও এপ্লাই করতে পারেন এই থিওরী।

২০| ০৭ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:২৮

সৈয়দ মোজাদ্দাদ আল হাসানাত বলেছেন: ফেরদৌসা রুহী বলেছেন: হা হা হা আহারে

শুন্যস্থান পূরন করে ফেলুন। সব শুন্য স্থান কি পূরন করা সম্ভব?

০৯ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:২০

শূণ্য মাত্রিক বলেছেন:
আহারে … ভাই আপ্নিতো আমারে আরো ইমোশোনাল করে দিলেন।

২১| ০৭ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৩৩

রূপক বিধৌত সাধু বলেছেন: অাপনার দুঃখে দুঃখিত হয়ে এই পদ্যটাই অাপনাকে মন্তব্য হিসেবে দিলাম (অামি নিজেও একই গোয়ালের গরু কিনা)!

একুশ বসন্ত
একা একা কেটে গেল একুশ বসন্ত,
কোনোদিন কেউ এসে নিলনা খবর;
পলাশ-শিমুল ফুটে ঝরে গেল কত
কামনার-বাসনার হলো যে কবর ।
কুকিল ডাকল কত কুহুকুহু স্বরে,
একমনে তার পাণে রইলাম চেয়ে;
হেঁটে গেলাম সতত মেঠোপথ ধরে
শুকনো পত্র-পল্লবে পথ গেছে ছেয়ে ।
রমণীরা শাড়ি পড়ে দল বেঁধে চলে
হাওয়ায় দোল খেল শাড়ির অঞ্চল,
পুরুষ পাঞ্জাবি পড়ে ছুটে প্রাণোচ্ছলে
প্রেমিকার হাত ধরে আবেগে চঞ্চল ।
আকাশে ভাসলো কত উচ্ছ্বসিত রবি,
আলোয় আলোয় ধরা গেল কত ভরে;
আমি তবু দীনহীন- ম্লান প্রতিচ্ছবি
কী শোকে অন্তর যেন আনচান করে ।

২০ ফাল্গুন ১৪২১ বঙ্গাব্দ
ময়মনসিংহ ।


০৯ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:২০

শূণ্য মাত্রিক বলেছেন: এক বার পড়লাম। দুবার পড়লাম। কয়েকবার পড়েছি। বুকের ভিতরটা হু হু করে উঠল। ভাই বুকে আসেন ভাই… বুকে আসেন।

২২| ০৭ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৩৮

দিগন্ত জর্জ বলেছেন: হা হা হা হা হা.. ভালো বলেছেন।
সিঙ্গেল থাকাও কষ্ট আবার প্রেমের প্যারাও সহ্য করা যায় না। ...

০৯ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:২১

শূণ্য মাত্রিক বলেছেন: সহজ করে বলতে গেলে উভয় সংকট। ভালো বলেছেন ভাই।

২৩| ০৭ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৪৯

কল্লোল পথিক বলেছেন: বেশ লিখেছেন....

০৯ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:২১

শূণ্য মাত্রিক বলেছেন: অনেক ধন্যবাদ কল্লোল পথিক।

২৪| ০৭ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫৯

নিমগ্ন বলেছেন: বেরেক আপ হইলে সিংগেল থাকার জ্বালা বোঝা যায়_____

তাই এ পথে পা বাড়াইসনা রে ভাই________

০৯ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:২১

শূণ্য মাত্রিক বলেছেন: ভাই … সব দোষ আপনাদের, জানেন তো ??? আপ্নারা যখন গার্লফ্রেন্ড নিয়ে রাস্তাঘাটে ঘুরে বেড়ান তখন আমাদের মত গোবেচারাদের মনের কি অবস্থা হয় জানেন ?? কি আর করতাম ভাই, দোয়া করি সুখে থাকেন।

২৫| ০৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৫৭

রক্তিম দিগন্ত বলেছেন: ভাই কী আর কমু!!!

এইসব ব্যাদনার থেইকা বাঁচার একটাই উপায়।

কানের মইদ্ধে ল্যাম্ব অফ গড ঢুকানি আর সবসময়ই চিওল্ড্রেন অফ বডম-এর এভরি টাইম আই ডাই শোনা। তাইলেই, কিছুটা শান্তি। :(

০৯ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:২২

শূণ্য মাত্রিক বলেছেন:
বিলক্ষন। ১০১ ভাগ ঠিক বলেছেন। মেটালিকা, নাইটউইশ, গান্স এন রোজেজ, আইরন মেইডেন এর একটা লম্বা প্লেলিষ্ট আছে আমার। এগুলাই দিয়েই সামাল দিতে হয় মাঝে মাঝে।

২৬| ০৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ২:১৬

মনিরা সুলতানা বলেছেন: হাহাহা
সি ভাইয়ের কমেন্ট প্লাস =p~

২৭| ১০ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:০৭

তানজির খান বলেছেন: ভাবছিলাম ছাড়াছাড়া ভাবে পড়ে একটা মন্তব্য করে রেখে চলে যাব। কিন্তু পড়তে বসেই চোখ আটকে গেল। এই সব তো মিয়া আমার কথা! তাই আর একটা অক্ষরও বাদ যায় নাই। আপনার লেখা আমার ব্যাথাকে জাগিয়ে দিয়েছে, সেই সাথে দিয়েছে সান্তনা! আমি তাহলে একা না।

খুব ভাল লিখেছেন ভাই

২৮| ১১ ই জানুয়ারি, ২০১৬ ভোর ৪:০৮

হাসান মাহবুব বলেছেন: আই মিস দ্যা ওল্ড মি :( ক্ষণেক্ষণে ক্রাশ আর ঘনঘন ছ্যাকা খাওয়ার দিন ফিরে চাই!

২৯| ১১ ই জানুয়ারি, ২০১৬ ভোর ৪:২৯

রাফা বলেছেন: হা..হা..হা এত ঘন ঘন চিন চিন করলে কেমনে চলবে..!ভাবতেছি আপনার জন্য একটা এ্যাপিসোড করতে বলবো "দুরে যাওয়ার গল্প" এই টাইটেলে।

ধন্যবাদ,শুণ্য মাত্রিক।

৩০| ১৬ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:২১

ভীতুর ডিম্ব বলেছেন: আপনার লেখা আমার চমত্কার লাগে। খুব ইনজয় করেছি লেখাটা। একেবারে হুবুহু মিলে যায় আমার অনুভুতির সাথে। আপনার স্বর্ণের দাম বেড়ে যাওয়া নিয়ে একটা লেখা ছিলো কিন্তু সেটা খুঁজে পেলাম না। যাই হোক। মনের ভাব নিখুঁত ভাবে প্রকাশ করার ক্ষমতা আপনার সর্ব্বোচ্চ পর্যায়ের।

৩১| ২০ শে জানুয়ারি, ২০১৬ রাত ১:১৩

আহসানের ব্লগ বলেছেন: আন্নেগো খারনে খোল্বালিশ খানা দিনে দিনে অশ্লিল হই যাইতেসে ।

৩২| ২০ শে জানুয়ারি, ২০১৬ রাত ১:২৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: আর একটু সবুর করেন- !!

কটা বসন্ত পেরিয়ে গেলেই চিনচিন ধ্রুম দ্রুম সব বন্ধ হয়ে যাবে! কেবলই এটা চাই ওটা চাই.. সেটা নাই...একঘেয়ে জীবন স্লেজ টানার শব্দে :P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.