নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাসছিল সজারু ... ব্যাকরণ মানিনা ... হয়ে গেল হাসজারু ... ক্যামনে তা জানিনা ...

শূণ্য মাত্রিক

বহু নিয়ম মেনেছি। লেখাপড়া করার নিয়ম... মেনেছি, পরীক্ষা দেবার নিয়ম... মেনেছি, চাকরী করবার নিয়ম... মানব। কিন্তু নিয়মটা কে মানা উচিৎ একথাটাও কি মানতে হবে ? 

শূণ্য মাত্রিক › বিস্তারিত পোস্টঃ

অনুগল্পঃ মাইনে পাওয়ার দিনটা …

২০ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:০৫


মাসের ২২ তারিখ। লেখায় ভুলগুলো বেড়েই চলেছে ক্রমশ। যদিও টাইপরাইটার হিসেবে মতিন সাহেবের এই চাকরিটা নতুন না, আর এই যন্ত্রটির সাথেও তার সম্পর্ক অনেক পুরোনো। আজ থেকে প্রাই ৯ বছর আগে এই বীমা আপিসের টাইপরাইটার হিসেবে জয়েন করেন। তখন অবিবাহিত টগবগে তরুন মতিন … নিজের বেতনটা খরচ করতেন একজন স্বাধীন মানুষের মতই। সিগারেটের নেশাটা যেন সে শিল্পের পর্যায়ে নিয়ে গেছিলেন। দিনে অল্প কয়েক্টা সিগারেট খেলেও ব্যান্সন ছাড়া তার হাতে দেখা যায়নি কখনো। আড্ডা বাজ তেমন না হলেও যেদিন তিনি আড্ডা জমাতেন রাতের খাবারটা খেতে মেসের সকলেরই অনেক রাত হতো। টাইপরাইটারের এই চাকরিটা প্রায় বিনা প্রতিদন্ডিতায় পেয়েছিলেন তিনি … তার লেখার গতির জন্য। তারপর অনেক জল বয়ে গেছে… মতিন সাহেবের মাতা গত হয়েছেন, গ্রামের জমিগুলো অবৈধভাবে দখল করেছেন তার আপন মামারা। নির্ঝঞ্জাট মতিন তাদের বিরুদ্ধে কোন ব্যাবস্থাও নিয়ে পারেননি। বিয়ে করেছেন তিনি, একটা ফুটফুটে বাচ্চাও আছে। তিনটা মুখের সংসার, তবু মাসের শেষের দিনগুলা যেন নরকসম হয়ে ওঠে মতিন সাহেবের কাছে। ৭০০০ টাকা এই শহরে পরিবার সহ চলার জন্য কতটা অপ্রতুল সেটা ভেবেই হয়ত তার বহু বিশ্বস্ত আংগুল গুলো টাইপমেশিনের ভুল শব্দে টোকা দিচ্ছে … বেঈমানী করছে তার অভিজ্ঞতা।

মাসের শেষের এই দিন গুলোতে মতিন সাহেবের পরিচিত অভ্যেসগুলোও কিছুটা পরিবর্তন হয়। যেমন , রিক্সার বদলে আপিসের পাশের এদো গলিটা ধরে নাকে রুমাল দিয়ে ৩০ মিনিট হেটে বাসাই পৌছানো , বেন্সন সিগারেটের পেকেটে স্টার সিগারেট রাখা, এমন কি ধর্মতলার লালুর চায়ের দোকানটাও সুকৌশলে তিনি এড়িয়ে যেতেন পাছে বন্ধুরা যদি ধরে বসে। মতিন সাহেব তার অফিসের কলিগ রফিক সাহেবের থেকে যে তিনি ১৫০০ টাকা এ মাসে ধার নিয়েছেন সে খবরটা স্ত্রীকে জানান নি। গহনার অভাবে তার স্ত্রী সব রকমের দাওয়াত প্রত্যাক্ষান করে চলেছে। স্বামীর সাথে অসাধারন একটা বোঝাপাড়া থাকাতে মেয়েটা আবদার করেনা তেমন। তাই মতিন সাহেবের ইচ্ছে হয়েছে কিছু সিটি গোল্ডের গহনা কিনে তাকে স্ত্রীর প্রতি ভালোবাসার জানান দিবেন। যদিও এমন ধার কর্য তাকে প্রতি মাসেই করা লাগে… গহনা কেনাটা এমাসের অজুহাত মাত্র।আবার বাচ্চাটা এখন ও কৌটার দুধ খায় , এর সাথে আপোষ করা চলে না। এসব ভাবতে ভাবতে লেখার ভুলটা প্রতি মাসে হতেই থাকছে তার এই চাকরির বয়ষ্কালে। যেন মতিন সাহেবের দক্ষ হাতটাও বাস্তবতার সামনে ক্রন্দরত শিশুর মত আচরন করছে।
তবে মাসের শেষ দু’একটা দিন খুব ভাল ভাল সপ্ন দেখে কাটান মতিন । স্বপ্ন দেখেন মাসের ১ তারিখের্। স্বপ্ন দেখেন বেতন ওঠানোর জন্য ব্যাংকের লাইনে দাঁড়িয়ে ব্যাংক কর্মকর্তার ধীর গতিতে হাত চালানোর জন্য তিনি মেকি অভিমান করছেন। স্বপ্ন দেখেন আপিসের এদো গলিটা এড়িয়ে একা একটি ট্যাক্সিতে চেপে বাড়ি ফেরার। স্বপ্ন দেখেন দোকানের ফ্লুরোসেন্ট বাল্বের নিচে রাখা সবচেয়ে বড় চিকেনটা প্যাক করে স্ত্রীর জন্য বাসায় নিয়ে যাবার্। হইত এমাসে তার ছেড়া শাড়ির ও এক্টা বিহিত করে যাবে … আপিসের পাশে একটা দোকানে ম্যাজেন্ডা রং এর এক্টা শাড়ি দেখেই রেখেছেন তিনি। স্বপ্নের চিরচারিত ধর্মটা একটা সময় মতিন সাহেবের জন্যও সত্যি হয় … শত স্বপ্নের মাঝে তিনি এটাও ভোলেন না যে , মাসের ২২ তারিখ আবার ঘুরে আসবে। আবার সেই টানাটানির জীবন। মতিন মাঝে মাঝে ভাবেন যে , ক্যালেন্ডারের পাতা কে তিনি কেয়ার কর্বেন না , কিন্তু তার টাইপরাইটারটারের ভুলগুলো ঠিকি তাকে মনে করিয়ে দেয়… অগ্রাহ্য করতে পারেন না তিনি। … আজ ২১, আজ ২২ … … আজ ২৫ …


মন্তব্য ৫০ টি রেটিং +৬/-০

মন্তব্য (৫০) মন্তব্য লিখুন

১| ২০ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৪০

বিদ্রোহী ভৃগু বলেছেন: জীবনের টানােপােড়েনের গল্প!

১৪-১৬ লাখ ভাগ্যবান ছাড়া বাকী অনেকেরই কাছাকাছি বেঁচে থাকা! হয়তো রকমটা ভিন্ন :)

++++

২২ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:২৫

শূণ্য মাত্রিক বলেছেন: একদম সহমত ভাই আপনার সাথে। আমাদের বেশির ভাগেরই এই রকম টানাপোড়েনের মধ্যে থাকতে হয়। হয়ত রকমটা কিছুটা ভিন্ন হয়। ধন্যবাদ মন্তব্যের জন্য ভাই।

২| ২০ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৫৪

হানিফঢাকা বলেছেন: অঞ্জন দত্তের "মাসের প্রথম দিনটা" গানের ব্যাখ্যা লিখলেন মনে হয়।

মাসের প্রথম দিন - অঞ্জন দত্ত~~ [অসাধারণ একটি গান]

মাসের প্রথম দিনটা এই ধর্মতলার মোড়ে,
লালচে আলো কালচে হয়ে যাওয়া অশোকা বারে,
তিনটে বড় হুইস্কি, পেপসিতে নেড়ে চেড়ে,
চেনা চেনা সেই চোখ, চীনে খাবার।
এই মাইনে পাওয়ার দিনটা, গড়ের মাঠটা ঘুরে,
ফিরবো আজকে আমি, একা ট্যাকসিতে চড়ে।
ছেলেটা আমার থাকবে জেগে, আসবে যে তেড়ে ফুঁড়ে,
পকেটে আমার পিস্তল খেলনা।
আজ অন্ধকার এই গলির গন্ধ নাকে আসবে না,
বড় রাস্তার মাস্তানরাও কাছে ঘেঁষবে না।
ট্যকসিটাকে সোজা নিয়ে, দোরগোড়াতে লাগিয়ে দিয়ে
সব হয়ে যাবে সিনেমা।
চিকেনটা ভাই প্যাক করে দাও, বাড়ী নিয়ে চলে যাই।
যাবার আগে ওয়ান-ফর-দ্য-রোড হবে নাকি ভাই ?
আবার তো সেই তিরিশটা দিন, হাঁড়িকাঠে জবাই।
ছোটোখাটো হয়ে থাকার যন্ত্রণা।
নামটা শুনেছি পড়িনি আমি, জীবনানন্দ দাশ,
লাশকাটা এই শহরে, আমি জীবন্ত লাশ।

নামটা শুনেছি পড়িনি আমি, জীবনানন্দ দাশ,
লাশকাটা এই শহরে, আমি জীবন্ত লাশ।
দশটা পাঁচটা মনটা আমার করে শুধু হাঁস ফাঁস।
মাসের প্রথম দিনটার অপেক্ষায়।
চেপে চেপে রেখে মান অভিমান, টিপে টিপে খরচা।
চারটা চৌকো মধ্যবিত্ত বাঁচার প্রচেষ্টা,
পাল্টে যাবেনা কোনোদিন এই দুয়ে দুয়ে চার নামতা আমার
ক্যাবলাকান্ত কেরানীর কবিতা।

মিসেস আমার গুন গুন করে গাইছে আজকে গান।
ভুলে গেছে সে ছেঁড়া ব্লাউজের লজ্জা অপমান,
সত্যি হবেনা জেনেও করছে, বন্ধক রাখা গয়নাগুলোর
উদ্ধার করে আনার নানান প্ল্যান।
একটা দিনের জন্যেও সব উল্টোপাল্টা হোক,
চুলোয় যাকগে আপোস অভাব লাভ লোকসান ক্ষোভ।
একটা রাতের জন্যেও সেই হারানো সুর বাজুক,
এই রাতটা তোমার আমার।
বেঁচে থাকি যদি তিরিশটী দিন আবার আসবো ফিরে,
নিয়ন আলো করে এলোমেলো, ধর্মতলার মোড়ে,
হৃদয়ের সব যন্ত্রণা আমি দেব ঊজার করে,
মাসের প্রথম দিনটায় আবার।

২২ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:২৫

শূণ্য মাত্রিক বলেছেন:
জ্বী, হানিফঢাকা ভাই। যখন লিখছিলাম, হঠাৎ অঞ্জনের এই গানটার কথা মনে পড়ে গেল। তাই শিরোনাম ঐটাকেই করলাম। মন্তব্যের জন্য ধন্যবাদ ভাই। আর গানটা আমারো খুব ফেভারিট।

৩| ২০ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:০২

দিশেহারা রাজপুত্র বলেছেন: মন খারাপ করা গল্প যদিও বাস্তবতা।


+++

২২ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:২৬

শূণ্য মাত্রিক বলেছেন:
দিশেহারা রাজপুত্র… প্রথমেই বলি আপনার প্রোপিকটা কিন্তু আমাদের সেই লাগে। আমি কার্টুনের ছবি খুব একটা ফেভার করি না, কিন্তু আপনার ঐটা দেখতে জাস্ট অসাম। আর হ্যা, মন খারাপ থাকলেও মতিনের মাসের প্রথম দিনটার কথা মনে করা যেতে পারে। সে আবার এত্তগুলো টাকা নিয়ে বাড়ি ফিরবে। মন্তব্যের জন্য ধন্যবাদ ভাই।

৪| ২০ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:০৫

রানার ব্লগ বলেছেন: নিজের প্রতিচ্ছবি কেউ দেখতে চায় না, আপনার পোষ্ট পড়ে নিজে কে আবার দেখলাম আর ভাবলাম হায় জীবন তুমি বড়ই নির্মম। গুটি কয়েক লোকের হাতে আমাদের ভাগ্য কে বন্দি করে দিয়ে ভুখা কুকুরের মত চেয়ে থাকি রুটির দিকে, কবে মালিক তৃপ্তির ঢেঁকুর তুলবে আর সেই সাথে তার না খাওয়া ক্ষুদ্রাংশ অবহেলায় মুখের উপর ছুরে মারবে।

২২ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:২৬

শূণ্য মাত্রিক বলেছেন:
আপনার মন্তব্যটুকু আমার পোষ্টের চেয়েও নির্মম। অল্প কথায় কিভাবে যেন আপনি এত্ত বড় একটা বাস্তবতা বিশ্লেষন করে দিলেন। অনেক ধন্যবাদ রানা ভাই আপনার সুচিন্তিত মতামতের জন্য।

৫| ২০ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৫৫

সৈয়দ কামাল হুসাইন বলেছেন: বাস্তবতার গল্প

২২ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:২৬

শূণ্য মাত্রিক বলেছেন:
অনেক ধন্যবাদ কামাল হুসাইন ধৈর্য ধরে পড়ার জন্য।

৬| ২০ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৫৩

ঢাকাবাসী বলেছেন: কঠিন বাস্তবতা!

২২ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:২৭

শূণ্য মাত্রিক বলেছেন:
হুম, ঢাকাবাসী। এই বাস্তবতাটা আমাদের মত মধ্যবিত্ত সবাইকেই কমবেশি ফেস করতে হয়। ধন্যবাদ মন্তব্যের জন্য।

৭| ২০ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৫৭

সুমন কর বলেছেন: বাস্তবতা ফুঁটে উঠেছে। চমৎকার হয়েছে।

৮| ২০ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:০২

আবু শাকিল বলেছেন: অঞ্জন দত্ত একটা গান আছে - মাসের প্রথম দিনটা।
মনে হচ্ছে গল্প লেখার অনুপ্রেরণা সেই গান থেকে।
মন্দ হয়নি।আরো লিখতে থাকুন।
নির্ম মধ্যবিত্তের স্বপ্ন গুলোকে পুঁজি করে, উপরওয়ালা দেদারছে ব্যাবসা করে যাচ্ছে।
আপনি না হয়,কষ্ট গুলা পুঁজি করে নিলেন।

২২ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:২৭

শূণ্য মাত্রিক বলেছেন:
হুম আবু শাকিল… গানটির থেকেই অনুপ্রানিত হয়েই লেখা খানিকটা। আপ্নার মন্তব্যের শেষ লাইনটা কিন্তু খুব লোডেড … খুব ভালো লাগল পড়ে। ধন্যবাদ ভাই।

৯| ২০ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৪৬

খোলা মনের কথা বলেছেন: এখনো আমাদের শহরগুলো বিশেষ করে ঢাকা শহরে অনেক মতিন সাহেব আছেন। তাদের জীবন কেটে যাচ্ছে এমন ভাবে। তাদের হাসি মুখের মাঝে লুকিয়ে আছে এমন কত স্বপ্ন ।

যাইহোক বাস্তবধর্মী গল্পটা পড়ে ভাল লাগলো

২২ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:২৮

শূণ্য মাত্রিক বলেছেন:
হ্যা… খোলা মনের কথা। একদম ঠিক বলেছেন। বড় শহরগুলো কিংবা শহরের মানুষগুলো ক্রমশ বড় হচ্ছে এরকম হাজারো মতিনের ঘাড়ে পা রেখে। ধন্যবাদ আপনাকে সুন্দর একটা মন্তব্যের জন্য।

১০| ২০ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৫৭

জেন রসি বলেছেন: নিম্ন মধ্যবিত্ত জীবনের এক সহজ সরল বাস্তব প্রতিচ্ছবি। বাস্তবতা আর স্বপ্নের অবিরাম সংঘর্ষ! এইতো জীবন!

কেমন আছেন?

২২ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:২৮

শূণ্য মাত্রিক বলেছেন:
জেন রসি। আমি আপনার ফ্যান মোটামুটি মার্ক্সিজম নিয়ে আপনার পোষ্টটা পড়ার পর থেকেই। আমার ফেভারিট কয়েক জনের মধ্যে আপনি একজন। আপনার ব্লগে ঢুকি বেশ, তবে আড্ডা দেওয়া হয়না এজন্যই যে আমি ঘোড়ার ডিম ফোন দিয়ে সামু চালাই। আর ফোনে ডেক্সটপ পেইজ লোড করে নিজের কাজ চালানো খুবই খুবই ঝামেলা… আজকে সবচেয়ে অদ্ভুত লাগল আপনার শেষের বাক্যটি দেখে। ‘কেমন আছেন ?’ । ব্লগে এই প্রশ্নটা একদম শুনিনা বললেই চলে। শুনলে যে কত্ত ভালো লাগে বলে বোঝাইতে পারবনা। হ্যা ভাই … আল্লাহ রেখেছেন আমাকে একরকম। আপনার কি খবরা খবর জানায়েন তো মশাই !!! :D

১১| ২০ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:০১

বনমহুয়া বলেছেন: আর দুদিন পরেই মাসের ২২।

২২ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:২৮

শূণ্য মাত্রিক বলেছেন:
হায় হায় !! এটা তো খেয়াল করিনি !!! ধন্যবাদ মনে করিয়ে দেবার জন্য। আমার টাইপরাইটার না থাকার কারনে হয়ত মনেও থাকে না।

১২| ২০ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৫২

কল্লোল পথিক বলেছেন: জীবনের টানােপােড়েনের গল্প ।বেশ লিখেছেন।

২২ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:২৯

শূণ্য মাত্রিক বলেছেন:
ধন্যবাদ কল্লোল ভাই মন্তব্যের জন্য। কি ?? ‘কল্লোল ভাই’ ডাকতে পারি তো ?

১৩| ২০ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:১৬

টোকাই রাজা বলেছেন: বাস্তবতা গুমরে কাদায়, ভাল হয়েছে।

২২ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:২৯

শূণ্য মাত্রিক বলেছেন: ধন্যবাদ টোকাই রাজা, ধৈর্য ধরে পড়বার জন্য।

১৪| ২০ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫২

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: এই তো জীবন!

২২ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:২৯

শূণ্য মাত্রিক বলেছেন:
ঠিকই আশরাফুল ভাই… মধ্যবিত্ত গন্ডীর জীবন।

১৫| ২০ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:১৩

আরণ্যক রাখাল বলেছেন: মতিন সাহেবের মত আপনারও টাইপরাইটার বিট্রে করে যাচ্ছে বোধহয়| অকারণ অহেতুক কিছু টাইপো স্থান করে নিচ্ছে গল্পে|
খুব সুন্দর গল্প| ভাল লিখেছেন| যদি বানানের দিকে একটু লক্ষ্য দিতেন, তবে আরো ভাল হতো

২২ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩০

শূণ্য মাত্রিক বলেছেন: আরণ্যক রাখাল ভাই। একটা গল্প বলি তাহলে… আমি প্রচুর বানান ভুল করি। মানছি। তবে আমার সমস্যা কি জানেন ভাই ? এই জন্য কেন জানি আমার মধ্যে অপরাধ বোধ তৈরী হতে চায়না। প্রচুর বকা খেয়েছি… খাচ্ছি। তবে আশার কথা হল আমার উন্নতি হচ্ছে। হা হা হা । তবে একাডেমিক গত দিক আমাকে কতটা একুরেট থাকতে হয় আপনি কল্পনাও করতে পারবেন না। আমি কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ি… ধরুন আমাকে একটা একটা প্রোগ্রাম লিখতে হলো। যদি সেখানে ১৫০০ লাইন থাকে তবে আমাকে সেখানে একটা বানান ভুল করা তো দূরে থাক, একটা সেমিকোলন ও ভুল করলে চলে না। যদি করি তবে আমার প্রোগ্রাম রান করবে না। Error দেখাবে। কিন্তু বাংলা লিখতে এসে এই বিপদে পড়েছি … তবে আপনাদের বকা শুনতে শুনতে ইনশাল্লাহ একদিন ঠিক হয়ত যাব। হা হা হা হা । আর অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য।

১৬| ২০ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:৪১

আহমেদ জী এস বলেছেন: শূণ্য মাত্রিক ,



আম-আদমীদের স্বপ্ন চিরকাল অমনই স্বপ্ন হয়ে রয় । যে স্বপ্নে কোনও মাত্রা নেই কেবলই শূণ্য .....



২২ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩০

শূণ্য মাত্রিক বলেছেন:

জানেন আহমেদ জী এস। শূণ্য মাত্রিক শব্দটা কিন্তু কিছু একটা ভেবেই আমি ব্যবহার করি। কেন জানি মনে হল শব্দটার আমার ব্যক্তিগত ব্যাখ্যার সাথে আপনি আরেকটি মাত্রা আজ যোগ করে দিলেন। অনেক অনেক ধন্যবাদ আপনার সুচিন্তিত মতামত টুকুর জন্য।

১৭| ২০ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:৫৫

সায়ান তানভি বলেছেন: কঠিন গল্প, গভীর দর্শন, দীর্ঘ কলেবর, সত্যিই সাধারন, বাস্তবতা

২২ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩১

শূণ্য মাত্রিক বলেছেন:
আর এসবের চেয়েও কঠিন হল আপনার পর্যবেক্ষন ক্ষমতা আর সেটা আপ্নার শব্দ চয়নগুলো থেকেই বোঝা যাচ্ছে … অনেক ধন্যবাদ সায়ান।

১৮| ২০ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:৪২

এহসান সাবির বলেছেন: আমরাও কিছু স্বপ্ন আছে, মতিন সাহেবের মত একই না হলেও একই টাইপের...

ভালো লাগা।

২২ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩১

শূণ্য মাত্রিক বলেছেন: এহসান সাব্বির ভাই। আপনার স্বপ্ন নিয়ে একটা লেখা আমরা আপনার ব্লগে দেখতে চাই কিন্তু !!! কবে পড়ব ???

১৯| ২১ শে জানুয়ারি, ২০১৬ রাত ১:১৩

ফেরদৌসা রুহী বলেছেন: এসব নিয়েই আমাদের জীবন।

২২ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩২

শূণ্য মাত্রিক বলেছেন:
হ্যা … এসব নিয়েই আমাদের জীবন। সমস্যা গুলোর থেকে ডিফেন্স করতে করতে কবে যে বুড়ো বুড়ি হয়ে যাব … হয়ত টেরই পাব না। ধন্যবাদ মন্তব্যের জন্য।

২০| ২১ শে জানুয়ারি, ২০১৬ রাত ২:১৯

তানজির খান বলেছেন: দারুন লিখেছেন। আমি আপনার অনুগল্পের ভক্ত হয়ে গেলাম। শুভকামনা ভাই

২২ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩২

শূণ্য মাত্রিক বলেছেন:

হা হা হা । তানজির ভাই … আমার মত উড়নচন্ডী লোকের একটা লেখা ভালো লেগেছে জেনে আমি রীতিমত পুলকিত। ভালো থাকবেন। আপনার জন্যও শুভকামনা।

২১| ২১ শে জানুয়ারি, ২০১৬ ভোর ৫:০৬

হাসান মাহবুব বলেছেন: Sigh!

২২ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩২

শূণ্য মাত্রিক বলেছেন: হাসান ভাই। চারটা শব্দ দিয়ে একটা রহস্য তৈরী করে দিলেন রীতিমত। অনেক ধন্যবাদ ভাই।

২২| ২১ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৯:৪৫

অগ্নি সারথি বলেছেন: খুব অল্প কথায় মতিনদের জীবনের টানাপোড়েনের বাস্তবতা গুলো চরম ভাবে ফুটে উঠেছে।

২২ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩৩

শূণ্য মাত্রিক বলেছেন:

ধন্যবাদ অগ্নি সারথি । আমিও হয়ত ঐ মতিন দের একজন… মাসের শেষের দিকে মানিব্যাগে রাখা আইডি কার্ডটা সরায়ে টরায়ে দেখা লাগে ছোট খাট কোন নোট ওদিকে পড়ে আছে কিনা।

২৩| ২১ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১০:৪৯

জুন বলেছেন: এমন দিনগুলো যে কত কষ্টের তা আমার নিজের অভিজ্ঞতাও আছে ।
অনেক ভালোলাগা
+

২২ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩৩

শূণ্য মাত্রিক বলেছেন:

কিন্তু এবার একটা সিরিয়াসলি আবাদার করছি … কিছু দিনের মধ্যেই এমন একটা লেখা আপনার ব্লগে চাই !!!! রূপক হোক, গল্প হোক যেভাবেই হোক পড়তে চায়, এবং জানি সেটা অসাম হবেই । আবদার করর্লুম কিন্তু … …

২৪| ২১ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৩৪

প্রামানিক বলেছেন: চমৎকার বাস্তবতা তুলে ধরেছেন। ধন্যবাদ

২২ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩৩

শূণ্য মাত্রিক বলেছেন:
প্রামানিক ভাই। আপনার মত জিনিয়াস মানুষদের মন্তব্য দেখতে যে কতটা ভালো লাগে বুঝাতে পারব না। অনেক ধন্যবাদ ধৈর্য ধরে পড়বার জন্য।

২৫| ২১ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:২১

রোমেনা বলেছেন: ভাল

২৬| ২১ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৪৭

তাশমিন নূর বলেছেন: এভাবেই চলে যায় একটা জীবন। চলে যায় তো।
ভালো লিখেছেন। শুভকামনা।

২৭| ২৮ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:২২

জাহাঙ্গীর.আলম বলেছেন:
গণ্ডীবদ্ধ প্রায় জীবনে স্বপ্নরা বেঁচে থাকুক ৷

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.